ঐকতান কবিতায় কয় মাত্রার পর্বসংখ্যা বেশি আছে?
উত্তর : ঐকতান কবিতায় ৮+৬ এবং ৮+১০ মাত্রার পর্বসংখ্যা বেশি আছে।
১০। ঐকতান কবিতায় কখনো কখনো কত মাত্রার অসম পর্ব ব্যবহৃত হয়েছে?
উত্তর : ঐকতান কবিতায় কখনো কখনো ৯ মাত্রার অসম পর্ব ব্যবহৃত হয়েছে।
১১। ঐকতান কবিতায় কয় মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে।
উত্তর : ঐকতান কবিতায় ৩ ও ৪ মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে।
১২। ঐকতান কবিতায় রস বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ঐকতান কবিতায় রস বলতে সাহিত্যরস বা শিল্পরসকে বোঝানো হয়েছে।
১৩। ঐকতান কবিতায় কবি নিজেকে কী কবি বলেছেন?
উত্তর : ঐকতান কবিতায় কবি নিজেকে পৃথিবীর কবি বলেছেন।
১৪। কবিরা নানা দিক থেকে কী ঢালেন?
উত্তর : কবিরা নানা দিক থেকে গান ঢালেন।
১৫। ঐকতান কবিতায় কবি মাঝে মাঝে কোথায় গেছেন?
উত্তর : ঐকতান কবিতায় কবি মাঝে মাঝে ওপাড়ার প্রাঙ্গণের ধারে গেছেন।
১৬। কৃত্রিম পণ্যের গানের পসরা কখন ব্যর্থ হয়?
উত্তর : জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যের গানের পসরা ব্যর্থ হয়ে থাকে।
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির বাণীর জন্য কান পেতে থাকেন?
উত্তর : যে কবি মাটির কাছাকাছি আছেন—রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বাণীর জন্য কান পেতে আছেন
১৮। কবি জ্ঞানের দীনতা কিভাবে পূরণ করে নেন?
উত্তর : কবি জ্ঞানের দীনতা ভিক্ষালব্ধ ধনে পূরণ করে নেন।
১৯। কাদের বিচিত্র কর্মভার বহুদূর প্রসারিত হয়েছে?
উত্তর : চাষি, জেলে ও তাঁতিদের বিচিত্র কর্মভার বহুদূর প্রসারিত হয়েছে।
২০। কবির বাঁশির সুর কাকে সাড়া দেওয়ার জন্য জেগে ওঠে?
উত্তর : পৃথিবীর যেখানে যত ধ্বনি ওঠে, কবির বাঁশির সুর তখনই সাড়া দেওয়ার জন্য জেগে ওঠে।
২১। একতারা যাদের হাতে, তারা কোথায় সম্মানিত হওয়ার কথা?
উত্তর : একতারা যাদের হাতে তারা সাহিত্যের ঐকতান সংগীত সভায় সম্মান পাওয়ার কথা।
২২। সমস্ত সংসার কী দিয়ে চলছে?
উত্তর : চাষি, জেলে ও তাঁতিদের কর্মভারের ওপর ভর দিয়ে চলছে সমস্ত সংসার।
২৩। কবি নিন্দিত হন কেন?
উত্তর : কবি তাঁর সুরের অপূর্ণতার কারণে নিন্দিত হন।
২৪। কবির চির নির্বাসনটা কিসের?
উত্তর : কবি সম্মানের চির নির্বাসনে আছেন।
২৫। শুষ্ক নিরানন্দ মরুভূমি কী কারণে সৃষ্টি হয়েছে?
উত্তর : শুষ্ক নিরানন্দ মরুভূমিটির সৃষ্টি হয়েছে অবজ্ঞার তাপে।
২৬। দূরবর্তীদের বাণী কবি কার কাছ থেকে শুনতে চেয়েছেন?
উত্তর : কবি গুণীদের কাছ থেকে দূরবর্তীদের বাণী শুনতে চেয়েছেন।
২৭। কবির মনে কিসের দীনতা?
উত্তর : কবির মনে রয়েছে জ্ঞানের দীনতা।
২৮। কবি কী কুড়িয়ে আনেন?
উত্তর : কবি চিত্রময়ী বর্ণনার বাণী কুড়িয়ে আনেন।
২৯। বিশাল বিশ্বের আয়োজনের কতটাই কবির মন জুড়ে থাকে?
উত্তর : বিশাল বিশ্বের আয়োজনের অতি ক্ষুদ্র এক কোণ কবির মন জুড়ে থাকে।
৩০। কবি যে বেড়াগুলো দ্বারা বাধাপ্রাপ্ত, তার স্বরূপ কী?
উত্তর : কবি জীবনযাত্রার বেড়াগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হন।
৩১। সমাজের কোন স্থানে কবি বসেছেন?
উত্তর : কবি সমাজের উচ্চ মঞ্চে বসেছেন।
৩২। কবির বাতায়নটি কিরূপ ছিল?
উত্তর : কবির বাতায়নটি ছিল সংকীর্ণ।
৩৩। প্রাঙ্গণের ধারে গিয়েও ভেতরে প্রবেশ করতে পারেননি কেন কবি?
উত্তর : শক্তি ছিল না বলে প্রাঙ্গণের ধারে গিয়েও ভেতরে প্রবেশ করতে পারেননি কবি।
৩৪। কবিতায় উল্লিখিত প্রাণহীন দেশের চারিধার কেমন?
উত্তর : প্রাণহীন দেশের চারিধার গানহীন।
৩৫। কবির কবিতা কোন পথে গেছে?
উত্তর : কবির কবিতা বিচিত্র পথে গেছে।
৩৬। মানুষের কীর্তিসমূহ সম্পর্কে কবির ব্যক্তিগত উপলব্ধি কী?
উত্তর : কবি মনে করেন, মানুষের কীর্তিসমূহ তাঁর অগোচরেই রয়ে গেল।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মর্মের বেদনা উদ্ধারের কথা বলেছেন?
উত্তর : কবি অখ্যাতজনের এবং নির্বাক মনের কবিদের মর্মের বেদনা উদ্ধারের কথা বলেছেন।
৩৮। ঐকতান কবিতায় কিসের ঐকতান স্রোতের কথা আছে?
উত্তর : ঐকতান কবিতায় প্রকৃতির ঐকতান স্রোতের কথা আছে।
৩৯। ‘এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের’ বলতে কাকে আহ্বান করা হয়েছে?
উত্তর : ‘এসো কবি অখ্যাতজনের, নির্বাক মনের’ বলতে কবি অনাগত কবিকে আহ্বান করেছেন।