সপ্তম অধ্যায়
খতিয়ান
[পূর্ব প্রকাশের পর]
১৪। সহকারী খতিয়ান সম্পর্কিত হলো—
i. পাওনাদার হিসাব
ii. দেনাদার হিসাব
iii. মূলধন হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। কোন শব্দসংক্ষেপ দুটি ভিন্ন অর্থবোধক?
ক) বি/ডি এবং বি/এফ খ) সি/ডি এবং সি/এফ
গ) বি/ডি এবং সি/ডি ঘ) বি/এফ এবং বি/ডি
১৬। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
ক) নগদান বই খ) খতিয়ান
গ) জাবেদা
ঘ) আর্থিক বিবরণী
১৭।
খতিয়ানকে কী বলে অভিহিত করা হয়?
ক) সাধারণ হিসাবের বই খ) হিসাবের প্রধান বই
গ) সব বইয়ের রাজা ঘ) প্রয়োজনীয় বই
১৮। খতিয়ান হিসাবের দুদিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে কী বলে?
ক) যোগকরণ
খ) জের টানা বা ব্যালান্সিং
গ) সমতাকরণ ঘ) পার্থক্যকরণ
১৯। খতিয়ান প্রস্তুত করা—
i. ঐচ্ছিক
ii. বাধ্যতামূলক
iii. অধিক গুরুত্বপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। যদি হিসাবের ক্রেডিট পার্শ্বের চেয়ে ডেবিট পার্শ্ব বড় হয় তাহলে তা—
ক) ডেবিট উদ্বৃত্ত খ) ক্রেডিট উদ্বৃত্ত
গ) সম্পদ ঘ) ব্যয়
২১।
জনাব রামিমের পরিবহন খরচ সঠিকভাবে হিসাবভুক্তকরণে প্রভাবিত হবে—
i. স্থায়ী সম্পদ
ii. চলতি সম্পদ
iii. স্বত্বাধিকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। খতিয়ানের চলমান জের ছকের ওপরের ডান দিকে কী লিখতে হয়?
ক) হিসাবের কোড নং খ) ক্রেডিট
গ) পৃষ্ঠা নম্বর
ঘ) হিসাবের নাম
২৩। লেনদেনগুলো খতিয়ানে কেমনভাবে লেখা হয়?
ক) সংক্ষিপ্তাকারে খ) বিশেষভাবে ব্যাখ্যা করে
গ) আংশিক ব্যাখ্যা করে ঘ) বর্ণনা করে
২৪। ‘লেজার’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ইংরেজি খ) ফরাসি
গ) ইতালি ঘ) স্প্যানিশ
২৫।
খতিয়ান তৈরির জন্য কয়টি ছক প্রচলিত আছে?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
২৬। নিচের কোন হিসাবগুলো ক্রেডিট ব্যালান্স নির্দেশ করে?
ক) উপভাড়া ও প্রদেয় বিল খ) ভূমি ও ভাড়া
গ) প্রাপ্ত সুদ ও প্রদত্ত বাট্টা ঘ) সুনাম ও পাওনাদার
২৭। নিচের কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?
ক) ব্যাংক হিসাব খ) আসবাবপত্র হিসাব
গ) করিম হিসাব ঘ) নগদান হিসাব
২৮। খতিয়ান থেকে জানা যায়—
i. মোট আয়
ii. মোট ব্যয়
iii. মোট সম্পদ ও মোট দায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। বি/ডি বলতে কী বোঝায়?
ক) নিচে নীত
খ) পেছন থেকে আনীত
গ) ওপর থেকে আনীত ঘ) সম্মুখে নীত
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রামিম ব্যবসায়ে ব্যবহারের জন্য ২০,০০০ টাকা মূল্যের একটি আসবাবপত্র ক্রয় করেন।
তিনি আসবাবপত্র পরিবহনের জন্য ৫০০ টাকা পরিশোধ করেন। তাঁর হিসাবরক্ষক আসবাবপত্রের পরিবহন খরচ খরচকে ক্রয় পরিবহন হিসাবে লিপিবদ্ধ করেন।
৩০। জনাব রামিমের ব্যবসায়ের আসবাবপত্র হিসাবের পরিমাণ কত?
ক) ৫০০ টাকা
খ) ১৯,৫০০ টাকা
গ) ২০,০০০ টাকা ঘ) ২০,৫০০ টাকা
৩১। জনাব আতিক তাঁর প্রতিষ্ঠানের মজুরি প্রদান ২০০০ টাকা বেতন হিসাবে লিখেছে—এটি কোন ধরনের ভুল?
ক) বাদ পড়ার ভুল খ) বেদাখিলার ভুল
গ লেখার ভুল
ঘ) নীতিগত ভুল
৩২। প্রতিষ্ঠানের সব হিসাবকে এককথায় কী বলে?
ক) জাবেদা খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) আর্থিক বিবরণী
৩৩। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা কী প্রস্তুত করা হয়?
ক) রেওয়ামিল
খ) নগদান বই
গ) আর্থিক বিবরণী
ঘ) কার্যপত্র
৩৪। কোনো খতিয়ান হিসাবের উভয় দিকে আপনা-আপনি সমান হয়ে গেলে হিসাবটিকে কী বলা হয়?
ক) আদর্শ খ) সমতাপ্রাপ্ত
গ) সুষম ঘ) জেরবিহীন্
৩৫। ব্যাংক হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক) সম্পদ খ) দায়
গ) ব্যয় ঘ) আয়
৩৬। কোনটি ডেবিট ব্যালান্স নির্দেশ করে?
ক)অনুপার্জিত আয় হিসাব খ) কমিশন হিসাব
গ)উপ-ভাড়া হিসাব ঘ) শিক্ষানবিশ সেলামি হিসাব
৩৭। কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক?
ক) জাবেদা খ) নগদান
গ) খতিয়ান ঘ) রেওয়ামিল
৩৮। নিচের কোনটি ক্রেডিট জের প্রকাশ করে?
ক) দেনাদার খ) পাওনাদার
গ) যন্ত্রপাতি ঘ) বেতন
৩৯। কোন হিসাবটির পোস্টিং দ্বারা দেনাদারের উদ্বৃত্ত হ্রাস পেতে পারে?
ক) আন্তঃফেরত
খ) বহিঃফেরত
গ) ব্যাংক
ঘ) নগদান
৪০। হিসাবের সনাতন ছক বলা হয় কোনটিকে?
ক) বিবরণী ছক
খ) T ছক
গ) চলমান জের ছক
ঘ) কার্যপত্রের ছক
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. খ।