একাদশ অধ্যায়
জীবের প্রজনন
[পূর্ব প্রকাশের পর]
নিচের চিত্র দুটি লক্ষ করো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
১৮। A+B এর ক্ষেত্রে—
i. 3n নিউক্লিয়াস সৃষ্টি হবে
ii. বীজপত্র তৈরি হবে
iii. শস্যকলা তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯। A চিহ্নিত অংশটির নাম কী?
ক) প্রতিপাদ কোষ খ) ডিম্বাণু
গ) সেকেন্ডারি নিউক্লিয়াস ঘ) নিউক্লিয়াস
২০। উক্ত অঙ্গানুটির ক্ষেত্রে—
i. এটি দুই মেরুযুক্ত
ii. একে ভ্রূণথলি বলে
iii. A অংশে জাইগোট সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। ভ্রূণ কার সাহায্যে জরায়ু গাত্রে সংস্থাপিত হয়?
ক) অ্যামনিয়ন
খ) রক্তনালি
গ) অ্যাম্বিলিকাল কর্ড ঘ) অমরা
২২। ভ্রূণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কী বলে?
ক) ব্লাস্টোসিস্ট
খ) টেট্রাস্পেনরিক
গ) নিউসেলাস ঘ) অমরা
২৩। ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়?
ক) ১-৩ দিন খ) ৪-৫ দিন
গ) ১০-১৫ দিন
ঘ) ১৮-২২ দিন
২৪। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?
ক) ৪ খ) ৮ গ) ১২ ঘ) ১৬
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
২৫। চিত্রের A চিহ্নিত অংশের নাম কী?
ক) ব্লাস্টুল খ) মরুলা
গ) ফিটাস ঘ) অমরা
২৬। ভ্রূণ বিকাশের সময় কত সপ্তাহের পরে চিত্রের অবস্থা প্রাপ্ত হয়?
ক) ৪ সপ্তাহ খ) ৫ সপ্তাহ
গ) ৮ সপ্তাহ
ঘ) ২৮ সপ্তাহ
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর - ১৮. খ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. গ।
মন্তব্য