দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি বংশগতির ভৌত ভিত্তি?
ক. ক্রোমোজোম খ. সেন্ট্রোজোম
গ. রাইবোজোম ঘ. লাইসোজোম
২। কত ধরনের উপাদান নিয়ে একটি নিউক্লিওটাইড গঠিত হয়?
ক. ২ খ. ৩
গ. ৫ ঘ. ৬
৩। কোন দুটির মাঝখানে তিনটি হাইড্রোজেন বন্ধন থাকে?
ক. এডিনিন ও থায়ামিন
খ. এডিনিন ও ইউরাসিল
গ. থায়ামিন ও গুয়ানিন
ঘ. সাইটোসিন ও গুয়ানিন
৪।
নিচের কোনটি পাইরিমিডিন?
ক. A I G খ. T I C
গ. A I C ঘ. G I T
৫। DNA হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
ক. 34 A0 খ. 20 A0
গ. 3.4 A0 ঘ. 2.0 A0
৬। DNA এর হেলিক্সের ১২টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
ক. ৩৪ খ. ১২৫
গ. ৪০৮ ঘ. ৫১২
নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৭। চিত্রে P অংশের দৈর্ঘ্য কত?
ক. 34 A0 খ. 20 A0
গ. 10 A0 ঘ. 3.4 A0
৮।
চিত্রটির কাজ হলো—
i. বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা
ii. পিতা-মাতা শনাক্তকরণ
iii. বংশগত ব্যাধি সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
৯। RNA তৈরিতে ভূমিকা রাখে কোনটি?
ক. P ও N খ. K ও S
গ. Mg ও N ঘ. Fe ও Mn
১০। জঘঅ এর বৈশিষ্ট্য হলো—
i. পলিনিউক্লিওটাইডের একটি সূত্র থাকে
ii. পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে
iii. বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
১১। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোন পদ্ধতির টেস্ট করতে হয়?
ক. PCR খ. ACR
গ. Finger Printing FP
ঘ. MRI
১২।
পুরুষের প্রতিটি জননকোষে ক্রোমোজোম কয়টি?
ক. ২ খ. ২২
গ. ২৩ ঘ. ৪৬
১৩। ১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতজনের?
ক. ১ খ. ১০
গ. ১৫ ঘ. ২০
১৪। সুস্থ বাবা এবং বাহক মায়ের সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?
ক. ২৫ খ. ৫০
গ. ৭৫ ঘ. ১০০
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রুহি একজন বর্ণান্ধ। সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রহিমাকে বিয়ে করে। কিছুদিন পর তাদের সন্তান হয়।
১৫। রুহির বর্ণান্ধতার কারণ কোনটি?
ক. ভাইরাস খ. ভিটামিন
গ. হ্রস্বদৃষ্টি ঘ. বংশগতি
১৬। রুহি ও রহিমার বংশধরদের মধ্যে—
i. ১ম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়
ii. ১ম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়
iii. ২য় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
১৭। একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হলে সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?
ক. ০% খ. ২৫%
গ. ৫০% ঘ. ১০০%
১৮। একজন সুস্থ পুরুষের সঙ্গে একজন বর্ণান্ধ বাহক মেয়ের বিয়ে হলে তাদের সন্তানদের শতকরা কতজন সুস্থ হবে?
ক. ০% খ. ২৫%
গ. ৫০% ঘ. ১০০%
১৯। একজন সুস্থ পুরুষের সঙ্গে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে—
i. ৫০% সন্তান বর্ণান্ধ
ii. ৫০% সন্তান বাহক
iii. ৫০% সন্তান সুস্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ
৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ
১৭. ঘ ১৮. গ ১৯. ক।