kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

নবম-দশম শ্রেণি । বাংলা দ্বিতীয় পত্র

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক (বাংলা), আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ

[পূর্ব প্রকাশের পর]

৭। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?

    ক) গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি    

    খ) চোখের আলোয় দেখেছিলেম

    গ) আকাশজুড়ে মেঘ করেছে       ঘ) নকুল দা জুতো মচমচিয়ে চলছিলেন

৮। কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?

    ক) আজ যদি খোকা আসত কেমন মজা হতো

    খ) তুমি যদি যেতে, তবে ভালোই হতো

    গ) সাতাশ হতো যদি এক শ সাতাশ ঘ) আমরা রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম

৯। অতীতে সংঘটিত ক্রিয়ার পরম্পরা বোঝাতে শেষ ক্রিয়াপদে কোন কালের প্রয়োগ হয়?

    ক) পুরাঘটিত অতীত কাল         খ) নিত্যবৃত্ত অতীত কাল

    গ) ঘটমান অতীত কাল      ঘ) সাধারণ অতীত কাল

১০। ‘তিনি গতকাল হাটে যাননি’—এটি কোন কালের উদাহরণ?

    ক) সাধারণ বর্তমান কাল          খ) নিত্যবৃত্ত বর্তমান কাল

    গ) ঘটমান বর্তমান কাল      ঘ) পুরাঘটিত বর্তমান কাল

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ : ৭. ক ৮. খ ৯. ক ১০. ক।

মন্তব্যসাতদিনের সেরা