kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

পঞ্চম শ্রেণি । বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপঞ্চম শ্রেণি । বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায় : জনসংখ্যা

সংক্ষিপ্ত প্রশ্ন :

১) কয়েক বছর আগে কত লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো?

উত্তর : প্রায় ২৫ লক্ষ টন।

২) জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে কত লক্ষ মানুষ গৃহহীন?

উত্তর : প্রায় ১০ লক্ষ মানুষ।

৩) প্রতিবছর বাংলাদেশে কতজন মানুষ জন্মগ্রহণ করছে?

উত্তর : প্রায় ৩০ লক্ষ মানুষ।

৪) অধিক জনসংখ্যার দুটি প্রভাব লেখো।

উত্তর : ক) খাদ্য ঘাটতি দেখা দেবে। খ) বাসস্থানের অভাবে গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে।

৫) গৃহহীন মানুষ শহরে চলে আসছে কেন?

উত্তর : নিরাপত্তা আর কাজের  খোঁজে।

৬) আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন।

উত্তর : ৩৫ শতাংশ।

৭) পিতা-মাতা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না কেন?

উত্তর : দরিদ্রতার কারণে।

৮) জনসংখ্যার তুলনায় এ দেশে চিকিৎসকের সংখ্যা কেমন?

উত্তর : অনেক কম।

৯) পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার দুটি প্রভাব লেখো।

উত্তর : ১) মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে।

২) অধিক ফসল ফলাতে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

১০) একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?

উত্তর : দক্ষ জনশক্তি।

১১) জনসম্পদ উন্নয়নের উপাদান কয়টি ও কী কী?

উত্তর : দুটি। যথা-

 ক) শিক্ষা ও

খ) প্রশিক্ষণ।

১২) মানুষের কর্মদক্ষতা কিভাবে বৃদ্ধি পাবে?

উত্তর : রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়ানো হলে।

১৩) বাণিজ্যিক ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশকে কী করতে হবে?

উত্তর : আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

১৪) অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কিসের পরিমাণ কমে যাচ্ছে?

উত্তর : কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।

১৫) ছিন্নমূল মানুষেরা কোথায় কেমন অবস্থায় বসবাস করছে?

উত্তর : শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।

১৬) মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?

উত্তর : মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।

১৭) বাংলাদেশ কী ধরনের দেশ?

উত্তর : কৃষিপ্রধান দেশ।

১৮) কী কারণে বিভিন্ন চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?

উত্তর : অধিক জনসংখ্যার ফলে।

১৯) সরকারের জন্য কোন কাজটি অনেক কঠিন?

উত্তর : সবার জন্য বাসস্থান নিশ্চিত করা।

২০) স্বাস্থ্যহীনতার কারণে কী ঘটে?

উত্তর : অনেকে উপার্জন করতে পারে না।

২১) অনেক শিশু লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে কেন?

উত্তর : পরিবারকে সাহায্য করতে গিয়ে ।

২২) অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না কেন?

উত্তর : উপযুক্ত পোশাক না থাকায়।

২৩) কোনটি রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে?

উত্তর : তুলনামূলক দক্ষ জনসম্পদ।

২৪) বিদেশে কারা কর্মরত আছে?

উত্তর : আমাদের দেশের নানা পেশার মানুষ।

২৫) আমাদের জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কী  করা দরকার?

উত্তর : আমাদের শিক্ষার মান উন্নত করা।

২৬) শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যাবে কিভাবে?

উত্তর : সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে।

২৭) কিভাবে আমরা আমাদের বৃহৎ মানবসম্পদকে কাজে লাগাতে পারি?

উত্তর : কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে।

মন্তব্যসাতদিনের সেরা