kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণি । বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেষষ্ঠ শ্রেণি । বিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : সংবেদি অঙ্গ

১.    অনুভূতি সৃষ্টিকারী ইন্দ্রিয় কয়টি?

    ক) ৪    খ) ৩

    গ) ৬     ঘ) ৫

২.    সংবেদি অঙ্গ বাইরে থেকে খবর কোথায় পৌঁছায়?

    ক) মস্তিষ্কে খ) পাকস্থলীতে   গ) যকৃতে  ঘ) বৃক্কে

৩.   অক্ষিগোলকের স্তর কয়টি?

    ক) ১     খ) ২

    গ) ৩     ঘ) ৪

৪.   আমাদের চোখের সঙ্গে নিচের কোনটির মিল আছে?

    ক) কম্পিউটার    খ) টিভি     

    গ) ক্যামেরা ঘ) মোবাইল ফোন

৫.   চোখের পাতা—

    i. চোখের ভেতরে থাকে 

    ii. চোখের বাইরে থাকে 

    iii. চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে

    নিচের কোনটি সঠিক?

    ক) i  ও ii খ) i  ও iii গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৬.    লোমহীন স্থানে কোন গ্রন্থির সংখ্যা বেশি?

    ক) তেলগ্রন্থি খ) স্বেদগ্রন্থি

    গ) ঘর্মগ্রন্থি  ঘ) রসগ্রন্থি

৭.   কোনটি অন্তঃত্বকে নেই?

    ক) তেলগ্রন্থি খ) ঘর্মগ্রন্থ্থি   

    গ) নখ    ঘ) স্বেদগ্রন্থি

৮.   নিয়মিত গোসলের মাধ্যমে কোনটির যত্ন নেওয়া যায়?

    ক) চোখ   খ) জিহ্বা  

    গ) কান   ঘ) ত্বক

৯.    শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে কিসের সংক্রমণে ছোট ছোট দাগ দেখা যায়?

    ক) শৈবাল  খ) ছত্রাক 

    গ) ভাইরাস ঘ) ব্যাকটেরিয়া

১০.   আমাদের দেহের আবরণের স্তরগুলো হলো—

    i. উপচর্ম  

    ii. মধ্যচর্ম   

    iii. অন্তঃচর্ম

    নিচের কোনটি সঠিক?

    ক) i     

    খ) i  ও iii

    গ) iii        

    ঘ) i, ii ও iii

১১.   নিচের কোনটি চোখের আকৃতি রক্ষা করে?

    ক) স্ক্লেরা  খ) কোরয়েড গ) কর্নিয়া  ঘ) আইরিশ

১২. কর্নিয়ার পেছনের গোলাকার পর্দাকে কী বলে?

    ক) কোরয়েড    খ) স্ক্লেরা 

    গ) আইরিশ ঘ) পিউপিল

১৩.   মানুষের চোখের লেন্স কী ধরনের?

    ক) দ্বি-উত্তল

    খ) দ্বি-অবতল   

    গ) উত্তলাবতল   

    ঘ) অবতলোত্তল

১৪.   চোখের কোন স্তরে রড ও কোন নামক কোষ থাকে?

    ক) কোরয়েড   

    খ) অক্ষিগোলক  

    গ) রেটিনা 

    ঘ) আইরিশ

১৫.   চোখের পিউপিলের পেছনের দ্বি-উত্তল অংশটি—

    i.  স্ক্লেরা  

    ii. এর মাঝখানে উঁচু ও আগা সরু    iii. আকৃতি পরিবর্তন করতে পারে

    নিচের কোনটি সঠিক?

    ক) i  ও ii

    খ) i  ও iii

    গ) ii ও iii    

    ঘ) i, ii ও iii

১৬.   কয়টি অংশে মানুষের কান বিভক্ত?

    ক) ৩    খ) ২

    গ) ৫     ঘ) ৪

১৭.   পিনার প্রধান কাজ কোনটি?

    ক) শব্দ কর্ণকুহরে পাঠানো

    খ) শব্দ কর্ণপট হতে পাঠানো   

    গ) শব্দ মস্তিষ্কে পাঠানো  

    ঘ) শব্দ অন্তঃকর্ণে পাঠানো

১৮. মধ্যকর্ণে কতটি ক্ষুদ্র অস্থি আছে?

    ক) ২     খ) ৩

    গ) ৪     ঘ) ৫

১৯.   এক ধরনের রসে পূর্ণ থাকে কোনটি?

    ক) বহিঃকর্ণ খ) মধ্যকর্ণ

    গ) ইউট্রিকুলাস   ঘ) স্যাকুলাস

২০.   মধ্যকর্ণের হাড়গুলো হলো—

    i. ম্যালিয়াস      ii. ইনকাস   

    iii. স্টেপিস

    নিচের কোনটি সঠিক?

    ক) i  ও ii

    খ) i  ও iii

    গ) ii ও iii    

    ঘ) i, ii ও iii

২১.   আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে কোন স্বাদ অনুভব করি

    ক) তিতা       খ) ঝাল  

    গ) টক        ঘ) মিষ্টি

২২. জিহ্বার কোন অংশে স্বাদকোরক থাকে না?

    ক) অগ্রভাগ

    খ) মধ্যভাগ

    গ) ডান পাশ

    ঘ) বাঁ পাশ

২৩.   জিহ্বার কোন অংশ দিয়ে তিতা স্বাদ অনুভব হয়?

    ক) অগ্রভাগ খ) পাশে   

    গ) সামনে  ঘ) পশ্চাতে

    উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    আমরা একটি সংবেদি অঙ্গ দ্বারা গন্ধ নিই। নিঃশ্বাস ত্যাগ করি। প্রশ্বাস গ্রহণ করি। অঙ্গটি মুখগহ্বরের ওপরে অবস্থিত।

২৪.   উদ্দীপকে কোন অঙ্গের কথা বলা হয়েছে?

    ক) নাক       খ) কান  

    গ) জিহ্বা   ঘ) চোখ

২৫. উদ্দীপকে উল্লিখিত অংশ হলো—

    i.  নাসারন্ধ্র       ii.  নাসামূল   

    iii. নাসাপথ

    নিচের কোনটি সঠিক?

    ক) i  ও ii

    খ) i  ও iii

    গ) ii ও iii    

    ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা