ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭
নবম-দশম শ্রেণি

বাংলা দ্বিতীয় পত্র

  • শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
notdefined
notdefined
শেয়ার
বাংলা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

শব্দের শ্রেণিবিভাগ

১। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ একই রকম হয় তাকে কী বলে?

    ক) মৌলিক শব্দ

    খ) যৌগিক শব্দ

    গ) রূঢ়ি শব্দ   

    ঘ) যোগরূঢ় শব্দ

২। ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?

    ক) যৌগিক    খ) রূঢ়ি

    গ) দেশি

    ঘ) যোগরূঢ়

৩। যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থজ্ঞাপন করে তাকে কী বলে?

    ক) যৌগিক শব্দ     

    খ) রূঢ়ি শব্দ

    গ) যোগরূঢ় শব্দ     

    ঘ) মৌলিক শব্দ

৪।

‘পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়, তাই শব্দটি—

    ক) বিভক্তিযুক্ত শব্দ

    খ) মৌলিক শব্দ

    গ) যৌগিক শব্দ

    ঘ) যোগরূঢ় শব্দ

৫। কোনটি যৌগিক শব্দ?

    ক) বাঁশি খ) পাঞ্জাবি

    গ) পঙ্কজ ঘ) বাবুয়ানা

৬। ‘দৌহিত্র’ কোন শব্দ?

    ক) রূঢ়ি শব্দ   

    খ) যৌগিক শব্দ

    গ) যোগরূঢ় শব্দ

    ঘ) দেশি শব্দ

৭। ‘মহাযাত্রা’ কোন প্রকারের শব্দ?

    ক) যৌগিক    খ) রূঢ়ি

    গ) মৌলিক   

    ঘ) যোগরূঢ় শব্দ

৮।

কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে?

    ক) বাঁশি খ) তৈল

    গ) পাঞ্জাবি     ঘ) প্রবীণ

৯। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?

    ক) দুই ভাগে  

    খ) তিন ভাগে

    গ) পাঁচ ভাগে   ঘ) ছয় ভাগে

১০। ভাষার মূল উপাদান কী?

    ক) অক্ষর খ) বাক্য

    গ) বর্ণ   ঘ) ধ্বনি

১১। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?

    ক) যৌগিক শব্দ

    খ) মৌলিক শব্দ

    গ) সাধিত শব্দ  

    ঘ) রূঢ় শব্দ

১২।

মৌলিক শব্দ কোনটি?

    ক) গায়ক খ) গোলাপি

    গ) গোলাপ     ঘ) হরিণ

পদ প্রকরণ

১। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

    ক) গুরু   খ) সমিতি

    গ) বীরত্ব ঘ) গীতাঞ্জলি

২। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ—এগুলো কী জাতীয় নাম বিশেষণ?

    ক) গুণবাচক    খ) রূপবাচক 

    গ) ভাববাচক  

    ঘ) অবস্থাবাচক

৩। ‘ধিক্ তারে, শত ধিক্, নির্লজ্জ যে জন’—এ বাক্যে শত ধিক্ কোন বিশেষণের উদাহরণ?

    ক) ক্রিয়া বিশেষণ

    খ) বাক্যের বিশেষণ

    গ) অব্যয়ের বিশেষণ

    ঘ) বিশেষণীয় বিশেষণ

৪। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?

    ক) পর্বত খ) মাটি

    গ) মানুষ ঘ) বহর

৫।

‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে ‘নিশীথ’ কোন পদ?

    ক) ক্রিয়া খ) বিশেষ্য

    গ) বিশেষণ   

    ঘ) ক্রিয়া বিশেষণ

৬। ‘করুণাময় তিনি’—এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?

    ক) বিশেষ্যের বিশেষণ

    খ) বাক্যের বিশেষণ

    গ) সর্বনামের বিশেষণ

    ঘ) ক্রিয়া বিশেষণ

৭। যেকোনো বিশেষ্য পদ কোন পুরুষ?

    ক) উত্তম পুরুষ

    খ) মধ্যম পুরুষ

    গ) মধ্যম ও নাম পুরুষ

    ঘ) নাম পুরুষ

 

উত্তর

শব্দের শ্রেণিবিভাগ : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ।

পদ প্রকরণ : ১.  ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ঘ।

মন্তব্য

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

    শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেছারাবাদ (স্বরূপকাঠি),পিরোজপুর
শেয়ার
অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

অষ্টম অধ্যায়

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী

বহু নির্বাচনী প্রশ্ন

১।        বাংলাদেশের ভৌগোলিক অবস্থানভেদে নৃগোষ্ঠী কত প্রকারের?

  ক. ১ প্রকার  খ. ২ প্রকার

  গ. ৩ প্রকার  ঘ. ৪ প্রকার

২।        কোন জেলায় মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত রাখাইনদের বসবাস দেখা যায়?

  ক. রাজশাহী  খ. দিনাজপুর

  গ. কক্সবাজার ঘ. সিলেট

৩।        চাকমা নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাসকারী বৃহত্তম নৃগোষ্ঠী?

  ক. বৃহত্তর ময়মনসিংহ

  খ. পার্বত্য চট্টগ্রাম

  গ. উত্তর-পশ্চিমাংশ

  ঘ. পটুয়াখালী-বরগুনা

৪।

       গারোদের সমাজে কে পরিবারের প্রধান?

  ক. পিতা  খ. মাতা

  গ. জ্যেষ্ঠ পুত্র ঘ. কনিষ্ঠ কন্যা

৫।        চাকমাদের প্রধান খাদ্য কী?

  ক. রুটি   খ. ভুট্টা

  গ. ভাত  ঘ. মাছ

৬।        চাকমা সমাজের বৈশিষ্ট্য হলো

  i. পিতৃতান্ত্রিক পরিবার

  ii. কার্বারি পাড়ার প্রধান

  iii. হেডম্যান মৌজার প্রধান

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

৭।        গারোদের প্রধান সামাজিক ও কৃষি উৎসবের নাম কী?

  ক. বিজু   খ. সাংগ্রাই

  গ. ওয়ানগালা ঘ. সোহরাই

৮।

       চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম কী?

  ক. দকমান্দা ও দকশাড়ি

  খ. থামি ও আঞ্জি  
গ. পিনোন ও হাদি

  ঘ. লুঙ্গি ও ব্লাউজ  

৯।        গারোদের আদি ধর্মের নাম কী ছিল?

  ক. বৌদ্ধ ধর্ম  খ. খ্রিস্ট ধর্ম

  গ. সাংসারেক ঘ. ইসলাম

১০।       চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব কোনটি?

  ক. বিজু   খ. সাংগ্রাই

  গ. ওয়ানগালা ঘ. সোহরাই

  নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত। তাদের সমাজ পিতৃতান্ত্রিক এবং এর মূল ভিত্তি হলো গ্রাম-পঞ্চায়েত।

পঞ্চায়েতের পাঁচজন সদস্যের মধ্যে নায়কিকে তারা ধর্মগুরু মনে করে। সাঁওতালদের প্রধান জীবিকা কৃষি এবং তারা মূলত প্রকৃতি পূজারি।

১১। সাঁওতালদের পঞ্চায়েতে ধর্মগুরুর কাজ করেন কে?

  ক. মাঞ্জহি হারাম    খ. জগমাঞ্জহি

  গ. গোডেৎ ঘ. নায়কি

১২।       উদ্দীপক অনুসারে সাঁওতালদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য হলো

  i. সমাজে পিতাই পরিবারের প্রধান

  ii. প্রধান জীবিকা কৃষি

  iii. নারীরা শুধু গৃহস্থালি কাজ করে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

 

    উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ
৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক।

মন্তব্য

ভর্তির খোঁজখবর : শিক্ষা মন্ত্রণালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : শিক্ষা মন্ত্রণালয়

 

একাদশ শ্রেণিতে ভর্তি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা ও নীতিমালা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচিত হবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে ১ শতাংশ আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

কোনো আসন ফাঁকা থাকলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

 

যোগ্যতা

যেকোনো শিক্ষাবর্ষে এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও অন্য বিধানাবলি সাপেক্ষে কোনো কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বিবেচিত হবে।

 

আবেদন

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট।

দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

 

ফি

এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে।

আর ঢাকা মেট্রোর বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ সাত হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ ছয় হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো তিন হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো চার হাজার টাকা ফি নিতে পারবে। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন নন-এমপিও কলেজ দুই হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন নন-এমপিও কলেজ তিন হাজার টাকা ফি নিতে পারবে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনের সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ দুই হাজার টাকা ফি নিতে পারবে। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ এক হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ এক হাজার ৫০০ টাকা ফি নিতে পারবে।

 

যোগাযোগ

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

সরকারি কলেজ-১ শাখা

বাংলাদেশ সচিবালয়, রমনা, ঢাকা।

 

ই-মেইল : info@moedu.gov.bd

ওয়েবসাইট : shed.gov.bd

 

মন্তব্য

স্পোকেন ইংলিশ

সুমন ভূইয়া
সুমন ভূইয়া
শেয়ার
স্পোকেন ইংলিশ

  Use of ‘not only ... but also’ (for adding emphasis)

  আলোচ্য কাঠামোটি দিয়ে দুটি বিষয় গুণ বা কাজকে সংযুক্ত করা হয়, যেখানে দ্বিতীয় বিষয়টির ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়।

 

  Example

1. He is not only intelligent but also very kind.
তিনি শুধু বুদ্ধিমানই নন, খুব দয়ালুও।

2. She is not only sings well but also plays the guitar.
তিনি শুধু ভালো গানই করেন না, গিটারও ভালো বাজান।

3. This book is not only informative but also entertaining.
এই বই শুধু তথ্যপূর্ণই নয়,  বিনোদনমূলকও।

 

  Structure
Subject + to be verb + not only + [first item/verb] + but also + [second item/verb/adjective].
(Verbs should match tense; items should be parallel structure.)

 

Translate the following sentences into Bangla.

1. She is not only beautiful but also smart.

2. He is not only apologized but also offered to help.

3. This project is not only challenging but also rewarding.

4. They not only bought a new car but also a new house.

5. The movie is not only funny but also thought-provoking.

6. He is not only speaks English but also French and German.

7. She not only works hard but also studies diligently.

8. I am not only like Coffee but also Tea.

9. This restaurant serves not only delicious food but also has great ambiance.

10.                  He is not only a doctor but also a talented musician.

 

     Answer

১.        তিনি শুধু সুন্দরীই নন, চটপটেও।

২. তিনি শুধু ক্ষমাই চাননি, সাহায্য করার প্রস্তাবও দিয়েছেন।

৩.        প্রকল্পটি শুধু কঠিনই নয়, ফলপ্রসূও।

৪.        তারা শুধু একটি নতুন গাড়িই কেনেনি, বাড়িও কিনেছেন।

৫.        সিনেমাটি শুধু উপভোগ্যই নয়, চিন্তামূলকও বটে।

৬.        শুধু ইংরেজিতেই নন, তিনি ফরাসি ও জার্মান ভাষাও বলতে পারেন।

৭.        তিনি শুধু কঠোর পরিশ্রমীই নন, পড়াশোনায়ও মনোযোগী।

৮.        শুধু কফিই নয়, আমি চা-ও পছন্দ করি।

৯.        রেস্টুরেন্টটি শুধু সুস্বাদু খাবারই পরিবেশন করে না, এর পরিবেশও চমৎকার।

১০.  তিনি শুধু একজন ডাক্তারই নন, প্রতিভাবান সংগীতজ্ঞও।

 

 Translate the following sentences into English.

১.        তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, ভালো ছাত্রও।

২.        শুধু বাংলায়ই নয়, আমি ইংরেজিও বলি।

৩.        এই পোশাক শুধু সস্তাই নয়, আরামদায়কও।

৪.        তিনি শুধু আমার শিক্ষকই নন, আমার বন্ধুও।

৫.        তারা শুধু আমাদের খাবার পরিবেশনই করেনি, বিলও পরিশোধ করে দিয়েছেন।

৬.        তুমি শুধু স্মার্টই নও, রসিকও।

৭.        সিদ্ধান্তটি কেবলই কঠিন নয়, গুরুত্বপূর্ণও।

৮.        শুধু দ্রুতই নয়, সে দীর্ঘক্ষণ দৌড়াতেও পারে।

৯.        কাজটি শুধু বিরক্তিকরই নয়, সময়সাপেক্ষও।

১০.       আমার বাবা শুধু কঠোর পরিশ্রমীই নন, খুব দয়ালুও।

 

Answer

1. He is not only a good player but also a good student.

2. I not only speak Bengali but also English.

3. This dress is not only cheap but also comfortable.

4. He is not only my teacher but also my friend.

5. They not only served us food but also paid our bill.

6. You are not only smart but also humorous.

7. This decision is not only difficult but also important.

8. He not only runs fast but also can run for a long time.

9. The task is not only boring but also time-consuming.

10.                  My father is not only hardworking but also very kind.

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শ্রেণিকক্ষে ছাত্ররা। ছবি : কালের কণ্ঠ

অষ্টম অধ্যায়

নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৪।       তাঁর ভাই এবং স্বামীর সহযোগিতার কারণে তিনি সমাজে বিরাট অবদান রাখতে সক্ষম হয়েছেন। এখানে কার কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে বেগম রোকেয়ার কথা বলা হয়েছে।

১৫।

      নারীরা তাদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্ক শহরে প্রতিবাদ সমাবেশ করে। এ সমাবেশটি হয়েছিল কবে?

  উত্তর : সমাবেশটি হয়েছিল ১৯০৮ সালে।

১৬।       ক্লারা জেটকিন কে?

  উত্তর : ক্লারা জেটকিন একজন জার্মান সমাজতাত্ত্বিক।

তিনি ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। পরবর্তী সময়ে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

১৭।       ন্যায্য মজুরির দাবিতে নারী শ্রমিকরা কখন প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ১৮৫৭ সালের ৮ মার্চ নারী শ্রমিকরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে প্রথম রাজপথে নেমে আসে।

১৮।       ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব প্রথম কে দেন?

  উত্তর : জার্মান নারী সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন প্রথম ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

১৯।       আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ৮ মার্চ কবে ঘোষিত হয়?

  উত্তর : জাতিসংঘ ১৯৭৭ সালের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ৮ মার্চ ঘোষণা করে।

২০।

      কোন পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হন।

২১।       বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

  উত্তর : উক্তিটিতে নারী-পুরুষের সমতা প্রকাশ পেয়েছে।

২২।       তোমার শ্রেণিশিক্ষক এমন একজন নারীর কথা বললেন, যিনি ১৮৮০ সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কার নাম বললেন?

  উত্তর : তিনি বেগম রোকেয়ার নাম বললেন।

২৩।       ইফা চৌধুরী গ্রামে নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁর এ কাজের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল রয়েছে?

  উত্তর : তাঁর এ কাজের সঙ্গে বেগম রোকেয়ার মিল রয়েছে।

২৪।       ১৯৩২ সালে ৯ ডিসেম্বর এক মহীয়সী নারী মৃত্যুবরণ করেন। কে এই মহীয়সী নারী?

  উত্তর : এই মহীয়সী নারী হচ্ছেন বেগম রোকেয়া।

২৫।       তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। এখানে কার কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে বেগম রোকেয়ার কথা বলা হয়েছে।

২৬।       বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্র-ছাত্রীর অনুপাত কত?

    উত্তর : প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বেশ
এগিয়ে গেছে। প্রাথমিক শিক্ষাস্তরে ছাত্র-ছাত্রী ভর্তির অনুপাত অত্যন্ত আশাপ্রদ, সমান সমান ৫০ঃ৫০।

মন্তব্য

সর্বশেষ সংবাদ