বহু নির্বাচনী প্রশ্ন
ভাষা ও ধ্বনিতত্ত্ব
১। ধর্মসংক্রান্ত ফরাসি শব্দ কোনটি?
ক) আদমি খ) বান্দা গ) খোদা ঘ) ঈদ
২। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কী?
ক) ধ্বনি খ) বর্ণ গ) ভাষা ঘ) শব্দ
৩। পারিভাষিক শব্দ কোনটি?
ক) টেলিফোন খ) সচিব গ) রেডিও ঘ) ম্যানেজার
৪।
পদক্রমের আলোচ্য বিষয় কোনটি?
ক) বাক্যের সঠিক গঠনপ্রণালী
খ) বাক্যের অর্থবিচার
গ) অর্থের বিভিন্ন প্রকারভেদ
ঘ) শব্দের অর্থবিচার
৫। কোন বর্ণগুলোর নিচে ‘সংক্ষিপ্ত স্বর’ যুক্ত হয়?
ক) আ, ঈ খ) ই, এ, ঐ গ) উ, ঊ, ঋ ঘ) ও, ঔ
৬। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক) ফুসফুস ও জিহ্বামূল
খ) জিহ্বা ও ওষ্ঠ গ) কণ্ঠ ও মুখবিবর ঘ) ফুসফুস ও মুখবিবর
৭। র, ড় ও ঢ়—এ বর্ণ তিনটির উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
খ) তাড়নজাত বর্ণ গ) কম্পনজাত বর্ণ ঘ) জিহ্বামূলীয় বর্ণ
৮।
কোনটির উচ্চারণ দীর্ঘ?
ক) ভূমি খ) দীন গ) ঈদুল ফিতর ঘ) ইলিশ
৯। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক) দুই খ) সাত গ) এগারো ঘ) পঁচিশ
১০। কোন চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি ধরে রাখতে পারি?
ক) শ, ষ, স, হ খ) ক, খ, চ, ছ গ) ক, গ, চ, জ ঘ) খ, ঘ, ছ, ঝ
১১। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক) ষ খ) হ গ) ড় ঘ) ছ
১২।
ই এবং ঈ ধ্বনির উচ্চারণে জিহ্বার অবস্থান কোথায় থাকে?
ক) পশ্চাৎ তালুর কোমল অংশের কাছাকাছি
খ) উচ্চ অগ্রতালুর কঠিনাংশের কাছাকাছি
গ) মুখের সম্মুখ ও পশ্চাৎ অংশের মাঝামাঝি
ঘ) জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে
১৩। ‘অ’ কিংবা ‘আ’-যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ-ধ্বনি বিবৃত হয়—এর উদাহরণ কোনটি?
ক) অনাচার খ) অমানিশা গ) বৈধতা ঘ) প্রভাতে
১৪। কোনটির উচ্চারণ ব্যাকরণিক সূত্র অনুসারে সংবৃত হয়?
ক) প্রতিভা খ) প্রভাত গ) প্রত্যয় ঘ) প্রণাম
১৫। স্বাধীনভাবে ব্যবহৃত হলে ঋ-এর উচ্চারণ কিরূপ হয়?
ক) র-ফলা + ই-কার এর মতো খ) র-ফলা + ঈ-কার এর মতো
গ) রি অথবা রী-এর মতো ঘ) ‘ ৃ ’-এর মতো
১৬। ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি?
ক) হেন খ) যেথা গ) সেথা ঘ) হেথা
১৭।
কোন ধ্বনির উচ্চারণে জিহ্বার অগ্রভাগ কিঞ্চিৎ উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশকে স্পর্শ করে?
ক) হ খ) ঝ গ) ট ঘ) ধ
১৮। কোন ধ্বনিটির উচ্চারণে জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে?
ক) ক খ) চ গ) ট ঘ) ত
১৯। চন্দ্রবিন্দু ( ঁ ) প্রতীকটি কোন স্বরধ্বনির অনুনাসিকতার দ্যোতনা করে?
ক) পূর্ববর্তী খ) মধ্যবর্তী গ) পরবর্তী ঘ) শেষ
২০। অষোষ ধ্বনির উচ্চারণ কিরূপ হয়?
ক) গাম্ভীর্যপূর্ণ ও ভারী হয় খ) গাম্ভীর্যহীন ও মৃদু হয়
গ) নিঃশ্বাস জোরে সংযোজিত হয় ঘ) নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না
২১। স্পর্শ বা উষ্ম ধ্বনির অন্তরে নিচের কোন ধ্বনিটির অবস্থান?
ক) ক খ) শ গ) ম ঘ) ল
২২। ‘য’ শব্দের মধ্যে বা অন্তে (সংস্কৃত নিয়মানুযায়ী) ব্যবহৃত হলে এর উচ্চারণ কিরূপ হয়?
ক) ‘জ’ এর মতো খ) ‘ঝ’ এর মতো
গ) ‘য’ এর মতো
ঘ) ‘য়’ এর মতো
২৩। কোন উষ্ম ধ্বনিটি উচ্চারণের সময় উন্মুক্ত কণ্ঠের মধ্য দিয়ে বাতাস জোরে নির্গত হয়?
ক) হ খ) শ গ) ষ ঘ) স
২৪। কোন দুটি বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়?
ক) ক, খ খ) র, ড় গ) ত, থ ঘ) ড়, ঢ়
২৫। বাংলা ভাষায় সাধারণত কয় ভাগে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২৬। ‘সূক্ষ্ম’ শব্দটির ‘ক্ষ্ম’ এর বিযুক্ত রূপ কী?
ক) ক্ + ষ
খ) হ্ + ম-ফলা
গ) ক্ + ষ্ + ণ-ফলা
ঘ) ক্ + ষ্ + ম-ফলা
২৭। ‘ক্ষ’-এর উচ্চারণ কিরূপ হয়?
ক) ক্ + খ-এর মতো
খ) খ্ + খ-এর মতো
গ) ক্ + ষ-এর মতো
ঘ) ক্ + ক-এর মতো
২৮। ‘ঢ়’-এর উচ্চারণ কিরূপ হয়?
ক) ড এবং র-এর দ্যোতিত ধ্বনিদ্বয়ের মাঝামাঝি
খ) ড় এবং হ-এর দ্বারা দ্যোতিত ধ্বনিদ্বয়ের দ্রুত মিলিত ধ্বনি
গ) ঢ় এবং র-এর দ্যোতিত ধ্বনিদ্বয়ের সমন্বয়ে
ঘ) র এবং হ-এর দ্যোতিত ধ্বনিদ্বয়ের সমন্বয়ে
২৯। পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়—এর উদাহরণ কোনটি?
ক) মনঃকষ্ট
খ) শিরঃপীড়া
গ) প্রাতঃকাল
ঘ) বিশেষতঃ
৩০। বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা কয়টি?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. ঘ।