১০। ইন্টারনেট কী?
উত্তর : ইন্টারনেট এমন একটি ব্যবস্থা, যেখানে কম্পিউটার প্রযুক্তিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষেই যোগাযোগ স্থাপন করা যায়।
১১। মিলেট কী?
উত্তর : ক্ষুদ্র দানাবিশিষ্ট দানাদার শস্যকে মিলেট বলে।
১২। হ্রদ কাকে বলে?
উত্তর : হ্রদ হলো পাহাড়-পর্বতের মাঝে অবস্থিত বড় আকারের প্রাকৃতিক বা কৃত্রিম জলাশয়।
১৩। বাণিজ্যিক ফসল কাকে বলে?
উত্তর : কলকারখানার কাঁচামাল জোগানোর জন্য যেসব ফসল উৎপাদন করা হয়, তাকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে।
১৪। BINA-এর পূর্ণরূপ কী?
উত্তর : BINA-এর পূর্ণরূপ হলো—Bangladesh Institute of Nuclear Agriculture.
১৫। ই-কৃষি কী?
উত্তর : ই-কৃষি হলো একটি ইলেকট্রনিকসভিত্তিক কৃষি তথ্য আদান-প্রদান কার্যক্রম।
১৬। কেঁচো সার কী?
উত্তর : কেঁচো সার হলো একটি উন্নত জৈব সার, যা তৈরি হয় কেঁচোর মল বা দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ থেকে।
১৭। পাতাজাতীয় সবজিতে প্রায় কত শতাংশ পানি থাকে?
উত্তর : পাতা জাতীয় সবজিতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে?
১৮। এপিকালচার বলতে কী বোঝায়?
উত্তর : মধু ও মোম উৎপাদনের উদ্দেশ্যে মৌমাছি পালন বিদ্যাকে এপিকালচার বলে।
১৯। আবহাওয়া কী?
উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চলের দিন বা নির্দিষ্ট সময়ের বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, তাপমাত্রা প্রভৃতির সামগ্রিক অবস্থাকে সেই অঞ্চলের আবহাওয়া বলে।
২০। পাটের ছাল পচাতে কোন সার ব্যবহার করা হয়?
উত্তর : পাটের ছাল পচাতে ইউরিয়া সার ব্যবহার করা হয়।
২১। কোন সার পরিবেশবান্ধব?
উত্তর : অ্যাজোলা সারকে পরিবেশবান্ধব বলা হয়। এ সার জমিতে প্রয়োগ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
২২। কোন সার ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রোজেন সংবন্ধনকারী রাইজোবিয়াম সার ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
২৩। ভালো বীজ কাকে বলে?
উত্তর : ফসল উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের বীজকে ভালো বীজ বলে।
২৪। আলু চাষের জন্য কোন মাটি উপযোগী?
উত্তর : আলু চাষের জন্য বেলে-দোঁআশ মাটি উপযোগী।
২৫। পাহারা ফসল কাকে বলে?
উত্তর : মূল ফসলকে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বেড়াস্বরূপ চারপাশে যে দ্বিতীয় ফসল লাগানো হয়, তাকে পাহারা ফসল বলে।
২৬। শস্যে কতটুকু আর্দ্রতা থাকা আবশ্যক?
উত্তর : শস্যে শতকরা ৮-১২ ভাগ আর্দ্রতা থাকা আবশ্যক।
২৭। বাজারজাতকরণ বলতে কী বোঝায়?
উত্তর : কৃষকের কাছ থেকে ফল ও শাক-সবজি সংগ্রহ করে বিক্রি পর্যন্ত ধাপই হচ্ছে বাজারজাতকরণ।
২৮। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কী?
উত্তর : প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যেসব পদার্থকে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয়, তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস বলে।
২৯। রেশম চাষ কাকে বলে?
উত্তর : প্রাকৃতিক রেশম যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হয়, তাকে রেশম চাষ বলে।
৩০। মাশরুম কী?
উত্তর : মাশরুম হচ্ছে এক প্রকার মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।