বহু নির্বাচনী প্রশ্ন
মহাকাশ অভিযান
১। ‘কিউরিসিটি’ নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে?
ক) মঙ্গল খ) বুধ
গ) বৃহস্পতি ঘ) শনি
২। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে?
ক) সূর্যের কক্ষপথে খ) মঙ্গল গ্রহে
গ) পৃথিবীতে ঘ) পৃথিবীর কক্ষপথে
৩। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম?
ক) অ্যাপোলো-১১ খ) স্পুটনিক-২
গ) স্পুটনিক-১ ঘ) লুনা-৯
৪।
মহাকাশযানগুলো বর্তমানে ব্যবহৃত হয় যে কাজে—
i. স্পেস স্টেশনে মালামাল পৌঁছানোর কাজে
ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে
iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৫। মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলোর কার্যক্রম পরিচালিত হয়—
i. কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দ্বারা
ii. বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
iii. টেলিযোগাযোগব্যবস্থার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৬। ‘ক্যাড’ বলতে কী বোঝায়?
ক) কম্পিউটার এইডেড ডিরেকশন
খ) কন্ট্রোল এইডেড ডিজাইন
গ) কম্পিউটার এইডেড ডিজাইন
ঘ) কন্ট্রোল এইডেড ডিরেকশন
৭। কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন?
ক) CAD খ) MICR
গ) ATM ঘ) CCTV
৮।
নিচের কোনটি আইসিটি ও আইটির পার্থক্যসূচক বৈশিষ্ট্য নির্দেশক—
ক) সম্পূর্ণ কম্পিউটারনির্ভর খ) অপটিক্যাল ফাইবারনির্ভর
গ) ইন্টারনেটনির্ভর ঘ) টেলিযোগাযোগনির্ভর
৯। প্রকৌশলগত নকশা তৈরি ও বাস্তবায়নে ব্যবহৃত হয়—
i. কম্পিউটার এইডেড ডিজাইন
ii. কম্পিউটার এইডেড ডিরেকশন
iii. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। উৎপাদনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
i. টেলিপোর্ট সেবা
ii. টেলিযোগাযোগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii. iii ঘ) i, ii ও iii
১১। আইসিটিনির্ভর উৎপাদনব্যবস্থার উদাহরণ হলো—
i. কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ
ii. ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার
iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
বায়োমেট্রিকস ও বায়োইনফরমেটিকস
১২।
কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক) কৃষি ক্ষেত্রে খ) শিক্ষা ক্ষেত্রে
গ) নিরাপত্তা ক্ষেত্রে ঘ) বিনোদন ক্ষেত্রে
১৩। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি হলো—
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ) বায়োমেটিকস
গ) বায়োইনফরমেটিকস ঘ) ন্যানোটেকনোলজি
১৪। বায়োমেট্রিকস পদ্ধতি হলো—
ক) ফিঙ্গারপ্রিন্ট রিডার খ) ফিঙ্গার আইডেনটিটি
গ) ফিঙ্গার ইনপুট ডাটা ঘ) ফিঙ্গার বায়োলজিক্যাল ডাটা
১৫। তথ্য-প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কী বলে?
ক) বায়োমেট্রিকস খ) বায়োইনফরমেটিকস
গ) বায়োটেকনোলজি ঘ) বায়োমিড
১৬। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?
ক) ন্যানো টেকনোলজি খ) বায়োমেট্রিকস
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ) বায়োইনফরমেটিকস
১৭।
কোনটি বায়োমেট্রিকসে ব্যবহৃত হয়?
ক) সেন্সর খ) ডিজিটাল মিটার
গ) ওয়েট মিটার ঘ) থার্মোমিটার
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক।