kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

বিজ্ঞানচর্চা

Rh ফ্যাক্টর

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেRh ফ্যাক্টর

[নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে জয ফ্যাক্টরের ওপর আলোচনা আছে]

Rh ফ্যাক্টর হলো রক্তের রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন। রেসাস নামের বানরের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেন রয়েছে। এই একই অ্যান্টিজেন পাওয়া যায় অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকায়ও। তাই রেসাস বানরের নামানুসারে এই ফ্যাক্টরকে রেসাস ফ্যাক্টর নামে ডাকা হয়। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তাকে পজিটিভ বা Rh+  আর না থাকলে তাকে বলে নেগেটিভ বা Rh-। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তা এই রেসাস ফ্যাক্টরের মাধ্যমেই নির্ণয় করা হয়। রেসাস ফ্যাক্টর অনুযায়ী রক্তের গ্রুপগুলো হলো A+, A-, B+, B-, AB+, AB-, O+ এবং O-। নেগেটিভ গ্রপের রক্তে যেহেতু রেসাস ফ্যাক্টর অ্যান্টিজেন নেই, তাই এটি পজিটিভ গ্রুপকে দেওয়া যাবে; কিন্তু পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপকে দেওয়া যাবে না।

 

 

মন্তব্যসাতদিনের সেরা