kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► বাংলা

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► বাংলা

আবেদনপত্র

১। মনে করো তুমি নাশিদ/নাতাশা। তুমি ইকবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

 

১১ অক্টোবর, ২০১৯

বরাবর

প্রধান শিক্ষক,

ইকবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।

বিষয় : বিদ্যালয়ের ভেতরে ক্যান্টিন স্থাপনের আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন আমরা অনেক দূর-দূরান্ত থেকে স্কুলে আসি। নানা কারণে আমাদের অনেকের পক্ষে টিফিন আনা সম্ভব হয় না। এ অবস্থায় বিদ্যালয়ের ভেতরে একটি ক্যান্টিন স্থাপন করা হলে আমাদের এ সমস্যার সমাধান হতে পারে।

অতএব, মহোদয়ের কাছে প্রার্থনা, শিক্ষার্থীদের বৃহত্তর প্রয়োজনের কথা বিবেচনা করে বিদ্যালয়ের ভেতরে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আমরা বিশেষভাবে বাধিত হব।

নিবেদক,

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে—

নাতাশা

পঞ্চম শ্রেণি

রোল নম্বর ১

২। মনে করো তুমি সৌমিক/সৌমিকা। তুমি রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ফুটবল খেলা দেখার জন্য প্রধান শিক্ষকের নিকট সাময়িক ছুটি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

 

১১ অক্টোবর, ২০১৯

বরাবর,

প্রধান শিক্ষক

রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিষয় : ফুটবল খেলা দেখার জন্য সাময়িক ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি নিম্নস্বাক্ষরকারী আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আজ সকাল ১০ ঘটিকায় আমাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে পলাশপুর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রশিদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আমরা ওই খেলাটি উপভোগ করে আমাদের খেলোয়াড় ভাইদের উৎসাহ বাড়াতে চাই।

অতএব, বিনীত প্রার্থনা এই যে আজ চতুর্থ ঘণ্টার পর আমাদের সাময়িক ছুটি প্রদান করে খেলাটি দেখার সুযোগদানে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র

সৌমিক

পঞ্চম শ্রেণি

রোল নম্বর ১

(রশিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে)

 

৩। মনে করো তোমার নাম সাকিব। তুমি বকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করার জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

 

১০ অক্টোবর, ২০১৯

বরাবর

প্রধান শিক্ষক,

বকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিষয় : সমাপনী পরীক্ষার্থীদের বিশেষ কোচিং প্রদানের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছি। আমরা সবাই পরীক্ষায় ভালো ফল করে বিদ্যালয়ের সুনাম বাড়াতে আগ্রহী। এ জন্য সব বিষয়ের ওপরে আমাদের বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

অতএব, বিনীত প্রার্থনা, আমাদের জন্য বিদ্যালয়ে বিশেষ কোচিং প্রদানের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

 

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত শিক্ষার্থীদের পক্ষে

সাকিব

পঞ্চম শ্রেণি

রোল নম্বর ১

মন্তব্য