ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭
জানা-অজানা

রাজবংশী

  • [পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধে রাজবংশীদের কথা উল্লেখ আছে]
অন্যান্য
অন্যান্য
শেয়ার
রাজবংশী

বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীগুলোর একটি রাজবংশী। এদের প্রাচীন বসতি ছিল হিমালয়ের ব্রহ্মপুত্র উপত্যকায়। পরে ধীরে ধীরে এরা ভারতের আসাম, মেঘালয়, উত্তর-পশ্চিমবঙ্গ ও বিহারে; নেপাল, ভুটানের পূর্বাঞ্চলে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ে। এখনো এদের একটি অংশ এ দেশের রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায় বসবাস করছে।

১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে রাজবংশীদের মোট জনসংখ্যা পাঁচ হাজারের একটু বেশি। এরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠী। কৃষিকাজ এদের প্রধান পেশা। তবে বর্তমানে মাছ ধরা ও বিক্রয়কেও এরা অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছে।
রাজবংশীদের মধ্যে পিতাই পরিবারের প্রধান। পিতার মৃত্যুর পর পুত্রসন্তান সম্পত্তির উত্তরাধিকারী হয়। মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ। পরিধান করে ধুতি ও জামা।
বিয়ের সময় বর-কনে উভয়ই পাড়বিহীন সাদা কাপড় পরে। বেশির ভাগ রাজবংশী শিবভক্ত ও বৈষ্ণব ধর্মাবলম্বী। ইসলাম ও খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে। বৈষ্ণব ধর্মাবলম্বীরা দেব-দেবীর পূজা করে। এরা প্রকৃতি (পাহাড়, নদী, বন ও মাটি) উপাসকও বটে।
এদের পূজা-পার্বণে নৃত্যগীতোৎসবের আয়োজন করা হয়। খরা, অনাবৃষ্টি উপলক্ষে অনুষ্ঠিত ‘হুদুমা’ পূজা রাজবংশীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান।

                                                                     ► আব্দুর রাজ্জাক

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

দ্বাদশ শ্রেণি : অর্থনীতি প্রথম পত্র

    জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
দ্বাদশ শ্রেণি : অর্থনীতি প্রথম পত্র
অঙ্কন : শেখ মানিক

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৩।       দীর্ঘকালীন AC রেখার আকৃতি কেমন?

  ক. U আকৃতির    
খ. এনভেলাপ আকৃতির

  গ. V আকৃতির         ঘ. L আকৃতির

১৪।       উৎপাদনপ্রক্রিয়ায় যাবতীয় ঝুঁকি বহন করে নিচের কোনটি?

  ক. ভূমি             খ. মূলধন  

  গ. সংগঠন            ঘ. শ্রমিক

১৫।       মাত্রাগত উৎপাদন কয় প্রকার?

  ক. ৩     খ. ২     গ. ৫     ঘ. ৬

  নিচের সূচিটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শ্রমের একক

মোট উৎপাদন

প্রান্তিক উৎপাদন

১ একক

১২ একক

১২ একক

২ একক

২০ একক

----

৩ একক

-----

৬ একক

 

১৬।

       খালি ঘরে মোট ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে

  ক. ২, ৬ খ. ২৬, ৮

  গ. ৮, ২৬   ঘ. ৩২, ১৮

১৭।       উপরোক্ত উদ্দীপকে

i. মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে

ii. প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে

iii. গড় ও প্রান্তিক উৎপাদন সমান 

  নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii      খ. i ও iii           
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 

১৮।       ফরমের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়?

          ক. AVC      খ.  AFC  
গ. AC     ঘ. MC

  নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

       দ্বাদশ শ্রেণি : অর্থনীতি প্রথম পত্র

১৯।       চিত্রানুযায়ী মোট আয় কত?

  ক. ৩০     খ. ২০     গ. ৫০     ঘ. ৬০

২০।

       চিত্রে E বিন্দুতে

          i. দাম = গড় আয়     ii. দাম = গড় ব্যয়

  iii. গড় আয় = গড় ব্যয় 

  নিচের কোনটি সঠিক? 

  ক. i ও ii      খ. i ও iii           
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 

২১।       দামের ওপর বিক্রেতার প্রভাব থাকে কোন বাজারে?

          ক. মসোপসনি                                              খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

  গ. ডুয়োপসনি ঘ. একচেটিয়া বাজার

২২।       কোন বাজারকে দাম গ্রহীতা বলে?

  ক. মনোপলি                                                 খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

  গ. অলিগোপলি
ঘ. একচেটিয়া বাজার

২৩।    CCA-এর পূর্ণরূপ কী?    

  ক. Capital Cost Agreement

  খ.Central Community Agency

  গ. Capital Company Agreemnt

  ঘ.Capital Consumption Allowance

২৪।

       ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি = কী?   

  ক. জিএনপি   খ. এনএনপি

  গ. জিডিপি ঘ. সিসিএ

২৫।       ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?

          ক. জাতীয় আয় খ. ব্যয়যোগ্য আয়

  গ. সামগ্রিক আয়    ঘ. সামগ্রিক ব্যয়

২৬।       দেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি

       i. আয় পদ্ধতি ii. ব্যয় পদ্ধতি

     iii. উৎপাদন পদ্ধতি 

  নিচের কোনটি সঠিক? 

 ক. i ও ii      খ. i ও iii           
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 

২৭।       নিচের কোনটি সসীম বিহিত মুদ্রা?

          ক. ১০ টাকার নোট  খ. পাঁচ টাকার নোট

          গ. পাঁচ টাকার ধাতব মুদ্রা                           ঘ. ২০ টাকার নোট

২৮।       অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণ কোনটি?

          ক. K. MV =M/V/    খ. MV = PT
    গ. MV >PT    ঘ. MV < PT

২৯।

       নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

          ক. ঋণ নিয়ন্ত্রণ  খ. আমানত গ্রহণ

          গ. হিসাব সংরক্ষণ   ঘ. ঋণ সৃষ্টি

৩০।       মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা

i. বিনা খরচে হিসাব খোলা যায়

ii. বিদেশ থেকে অর্থ গ্রহণ করা যায়

 iii. পণ্য ও সেবা কেনাবেচা করা যায় 

  নিচের কোনটি সঠিক? 

 ক. i ও ii      খ. i ও iii           
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 

   
উত্তর : ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ক
২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ঘ
২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. ঘ।

মন্তব্য

অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
শেয়ার
অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি

 

অতিথির স্মৃতি, ভাব ও কাজপড়ে পাওয়া গদ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো

[পূর্বপ্রকাশের পর]

১০। দশচক্রে ভগবান ভূত’—এই প্রবাদের দশচক্র প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?

  ক. অসাধু কর্মী     খ. কর্মবিমুখ মানুষ 
গ. কাপুরুষ  ঘ. হঠকারী

১১।       ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী?

  ক. উন্নতি   খ. উত্থান 
গ. অমর্যাদা       ঘ. পতন

১২।       নজরুল ইসলাম ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

  ক. পুষ্পবিহীন সৌরভ
খ. সৌরভবিহীন পুষ্প

  গ. পত্রশূন্য বৃক্ষ   
ঘ. বৃক্ষচ্যুত পত্র

১৩।

       কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?

  ক. রাবণ খ. কুম্ভকর্ণ    
গ. রাম          ঘ. লক্ষ্মণ

১৪।       ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও নাতবে জ্ঞান হারালে

  i. তোমার পতন হবে
ii. দেশের পতন হবে
iii. মনুষ্যত্বের পতন হবে

  নিচের কোনটি ঠিক?           

  ক. i ও ii      খ. i ও iii   
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৫।       ভাব ও কাজ প্রবন্ধে স্পিরিট কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  ক. কর্পূর অর্থে
খ. হুজুগ অর্থে

  গ. আত্মার শক্তির পবিত্রতা অর্থে 
ঘ. অনর্থক অর্থে

১৬।       পুয়াল শব্দের অর্থ কী?

  ক. খড়   খ. ছেলে    গ. হাতি    ঘ. গতি

১৭।

      বিচুলি গাদা বলতে কী বোঝায়? 

  ক. ধানের খড়ের স্তূপ
খ. কাঠের স্তূপ গ. ধানের স্তূপ  
ঘ. আখের ক্ষেত

১৮। পড়ে পাওয়া গল্পের মূল বিষয়বস্তু হলো 

  i. কিশোরদের বিচক্ষণতার প্রকাশ

  ii. কিশোরদের দায়িত্ববোধের প্রকাশ

  iii. কিশোরদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশ

  নিচের কোনটি ঠিক?

  ক. i ও ii      খ. i ও iii   
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৯। পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

  ক. নীলগঞ্জের ফালমন সাহেব     
খ. পথের পাঁচালীর বন্ধু

  গ. ইষ্টি কুটুমের কীট         
ঘ. ধবীর দেউলের বাসিন্দা

২০। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা?  

  ক. অচল পদাবলী   খ. কুহেলিকা

  গ. জীবন কথা ঘ. মৌরীফুল

২১।

       পত্রপাঠ বিদায় কথাটির দ্বারা কী বোঝায়?

  ক. ফাঁকি দিয়ে     খ. তৎক্ষণাৎ বিদায়

  গ. বিসর্জন দিয়ে    ঘ. মারা যাওয়া

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  আকাশে অনেক তারা দেখে মাসুম তার ছোট বোনকে বলল, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মাসুমের ছোট বোন দেখল দুপুরে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হয়নি।

২২। উদ্দীপকের মাসুমের সঙ্গে পড়ে পাওয়া গল্পের বিজ্ঞ হিসেবে কোন কিশোরের সাদৃশ্য রয়েছে?

  ক. কথক খ. নিধু    গ. বিধু     ঘ. বাদল

২৩।       উদ্দীপক ও পড়ে পাওয়া গল্প অনুসরণে মাসুম ও আলোচ্য গল্পের মধ্যে যা প্রত্যক্ষ করা যায়

  i. সহানুভূতিশীল ও আবেগপ্রবণ

  ii. বুদ্ধিমান ও প্রতিনিধিত্বকারী

  iii. বয়সে বড় ও বিজ্ঞ

  নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii      খ. i ও iii   
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৪।

      পড়ে পাওয়া গল্পে বিধু কিসের প্রতীক?

  ক. নির্ভরতা       খ. অভিজ্ঞতার     
গ. বিদ্বানের   ঘ. দুরস্তের

২৫। কার বাড়িতে বাক্সটি লুকিয়ে রাখা হলো?

  ক. লেখকের       খ. বিধুর       
গ. বাদলের   ঘ. নিধুর

 

    উত্তর : ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. গ।

 

 

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান
দূরবীক্ষণ যন্ত্র দূরের বস্তুকে বড় দেখায়। ছবি : পাঠ্যবই

অষ্টম অধ্যায়

মহাবিশ্ব

 

শূন্যস্থান পূরণ

১।        পৃথিবী           গ্যালাক্সিতে রয়েছে।

  উত্তর : পৃথিবী মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে।

২।

       মহাবিশ্ব এখনো           হচ্ছে।

  উত্তর : মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে।

৩।        প্রতিটি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি                     রয়েছে।

  উত্তর : প্রতিটি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে।

৪।             হলো সেই বস্তু, যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।

  উত্তর : উপগ্রহ হলো সেই বস্তু, যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।

৫।        গ্রহের নিজস্ব           নেই।

  উত্তর : গ্রহের নিজস্ব আলো নেই।

৬।                  নিজস্ব আলো আছে।

  উত্তর : নক্ষত্রের নিজস্ব আলো আছে।

৭।        পৃথিবীকে একবার আবর্তন করতে চাঁদের           দিন সময় লাগে।

  উত্তর : পৃথিবীকে একবার আবর্তন করতে চাঁদের ২৮ দিন সময় লাগে।

৮।        চাঁদ সূর্যের আলো           করে।

  উত্তর : চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে।

৯।        আমরা শুধুমাত্র চাঁদের           অংশই দেখতে পাই।

  উত্তর : আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই।

১০।       চাঁদের           সূর্যের আলোতে সব সময়ই আলোকিত হয়।

  উত্তর : চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত হয়।

১১।       মহাকাশ সম্পর্কিত গবেষণাকে           বলে।

  উত্তর : মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে।

১২।       সৌরজগতের গ্রহগুলো           কেন্দ্র করে ঘুরছে।

  উত্তর : সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরেছ।

১৩।       পৃথিবী সৌরজগতের একটি          ।

  উত্তর : পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।

১৪।       যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে           বলে।

  উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।

১৫।       সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে
          বলে।

  উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।

১৬।       সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায়

          সময় লাগে।

  উত্তর : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন ছয় ঘণ্টা সময় লাগে।

১৭।       নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর      
          বলে।

  উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।

১৮।       দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের           বড় দেখায়।

  উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে বড় দেখায়।

১৯।       মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা           ব্যবহার করেন।

  উত্তর : মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।

২০।       পৃথিবী থেকে চাঁদের দূরত্ব           কিলোমিটার।

  উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।

২১।       আলো প্রতি সেকেন্ডে প্রায়           কিলোমিটার বেগে চলে।

  উত্তর : আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার বেগে চলে।

২২।       চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে           সেকেন্ড সময় লাগে।

  উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে ১.৩ সেকেন্ড সময় লাগে।

২৩।       পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায়           কিলোমিটার।

  উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।

২৪।       সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায়
          সময় লাগে।

  উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায় আট মিনিট সময় লাগে।

২৫।       নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর                     সময় লাগে।

  উত্তর : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।

২৬।                 হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।

  উত্তর : অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।

২৭।       পৃথিবীর অক্ষরেখাটি একে           মেরু বরাবর ছেদ করেছে।

  উত্তর : পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে।

২৮।       পৃথিবীর           কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।

  উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।

২৯। পৃথিবী           দিকে নিজ অক্ষের ওপর ঘুরছে।

  উত্তর : পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের ওপর ঘুরছে।

৩০।       ঋতু পরিবর্তন হয় পৃথিবীর           কারণে।

  উত্তর : ঋতু পরিবর্তন হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে।

৩১।       শীতকালে উত্তর গোলার্ধে সূর্য           কিরণ দেয়।

  উত্তর : শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়।

৩২।       চাঁদ পৃথিবীর একমাত্র          ।

  উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।

৩৩। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের           বলে।

    উত্তর : চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুডু : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুডু : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অঙ্কন : মাসুম

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।   Head Section-এর এলিমেন্ট হলো

      i. Meta    ii. Sect  
    iii. Head

  নিচের কোনটি সঠিক?

  ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

২।        শিক্ষামূলক প্রতিষ্ঠানের ডোমেইন কোনটি?

  ক. .org        খ. .info    

  গ. .edu         ঘ. .com

 

৩।        যঃসষ-এ একটি লাইন ফাঁকা তৈরি করা হয় কোন ট্যাগ দ্বারা?

  ক. <r>              খ. <gt>       

  গ. <br>        ঘ. <h>  

৪।

       ডকুমেন্টকে সুন্দর ও মনোরমভাবে ওয়েবে উপস্থাপন করার জন্য এর টেক্সকে কী করতে হয়?

  ক. ফরম্যাট            খ. ইনসার্ট   

  গ. টেবিল             ঘ. টুলস

৫।        DNS-এর পূর্ণরূপ কী?

  ক. Domain Name System       
খ.
Domain Number System

  গ. Domain Name Szstems     
ঘ.
Domain Name Server

৬।        একই তথ্যের সমাবেশকে কী বলা হয়?

  ক. ইনডেক্স            খ. বিন্যাস   

  গ. অ্যারে             ঘ. লুপ

৭।        তৃতীয় প্রজন্মের ভাষা

  i. প্যাস্কেল   ii. ফোর্থ 

  iii. ল্যাম্পেল

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

৮।

       প্রথম স্তরের ভাষা কোনটি?

  ক. ইনডেক্স ভাষা   খ. নিম্নস্তরের ভাষা 

  গ. অ্যালগরিদম     ঘ. যান্ত্রিক ভাষা

৯।        অ্যারের প্রকারভেদ

  i. বহুমাত্রিক  ii. একমাত্রিক 

  iii. চতুর্মাত্রিক

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

১০।       সি কোন স্তরের ভাষা?

  ক. মধ্যম স্তরের ভাষা       
খ. নিম্নস্তরের ভাষা 

  গ. অ্যালগরিদম     ঘ. যান্ত্রিক ভাষা

  উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  জুনায়েদ আইএসপি (ওঝচ) সেবা প্রদান করেন। তিনি কম্পিউটার ফার্মে ইন্টারনেট সংযোগ প্রদান করতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করেন।

১১।       উল্লিখিত কেবলের সুবিধা

  i. অত্যন্ত সরু ও আকারে ছোট

  ii. ওজন কম    
iii. কম শক্তি ক্ষয় হয়

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

১২।       জুনায়েদ সাহেবের প্রতিষ্ঠানে কেবল ব্যবহারের যৌক্তিকতা

  i. কেবল থেকে বিকিরণ ঘটার আশঙ্কা নেই

  ii. ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা

  iii. ব্যান্ডউইডথ কম

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

১৩।       নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কী বলে?

  ক. সার্ভার        খ. হাব  

  গ. ক্লাউড             ঘ. মডেল

১৪।       ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি?

  ক. ১                খ. ২   

  গ. ৩           ঘ. ৫

১৫।

      অপটিক্যাল ফাইবার তৈরিকে ব্যবহৃত হয়

  i. প্লাস্টিক ii. ইস্পাত

  iii. কাঁচ

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

১৬।      Action Query কোনটি?

  ক. Update Query  খ. Select Query

  গ. Cross Query      ঘ. Paramater Query

  উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  সুনিতাকে শিক্ষক তার রোল নম্বর লিখতে বলল। সুনিতা তার রোল ১০-এর পরিবর্তে খাতায় ১৩ লিখল এবং বলল, এটি একটি সংখ্যা পদ্ধতি।

১৭।       সুনিতার ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কী?

  ক. অক্টাল         খ. ডেসিমেল    

  গ. হেক্সাডেসিমেল  ঘ. বাইনারি

১৮।       সুনিতার ব্যবহৃত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো

 i. এ পদ্ধতির ভিত্তি হলো ৮

  ii. এ পদ্ধতির অঙ্ক হলো ০ থেকে ৭

  iii. এ পদ্ধতি জটিল হিসাব-নিকাশে ব্যবহৃত হয়

  নিচের কোনটি সঠিক?

ক. iii           খ. iiii     

  গ. iiiii    ঘ. i, iiiii

১৯।       Inverter হিসেবে কাজ করে কোনটি?

  ক. NAN    খ. AND   

  গ. NOR         ঘ. OR

২০। নিচের কোনটি মৌলিক লজিক গেট?

  ক. N-OR       খ. AND 

  গ.  NOR    ঘ.OR

 

২১।       MSB-এর পূর্ণরূপ কী?

  ক. Much significant bit   
খ.
Most significant bit

  গ. Most significant bitt 
ঘ.
 Most significant bite

 

২২।       কোন সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে?

  ক. রেজিস্টার           খ. ডিকোডার   

  গ. এনকোডার     ঘ. গেটওয়ে

২৩।       কোন লজিক গেটের ইনপুট ও আউটপুটের সংখ্যা সমান?

  ক. NAN       খ. AND-X     
    গ. NOT             ঘ. OR

২৪।       BCD কাউন্টারের সর্বাধিক স্টেট কতটি?

  ক. ১০     খ. ১২  

  গ. ১৪          ঘ. ১৬

২৫।       কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

  ক. বিট          খ. অক্টাল   

  গ. বাইনারি           ঘ. দশমিক

২৬।       সার্ভারে ধারণক্ষমতার অতিরিক্ত নির্ভর কল্পনাকে কী বলে?

  ক. ডিস্ট্রিবিউটেড ডেটাবেইস      
খ. ওয়েব সার্ভার

  গ. ক্লাউড কম্পিউটিং    
ঘ. ক্লায়েন্ট সার্ভার

২৭।       কোন ডেটাবেইস সিস্টেমে একাধিক ডেটাবেইস থাকে?

  ক. ব্যাক এন্ড         
খ. ওয়েব সার্ভার

  গ. ক্লাউড কম্পিউটিং
ঘ. ডিস্ট্রিবিউটেড ডেটাবেইস

২৮। RDBM-এর পূর্ণরূপ কী?

  ক. Relational Database Management System
খ. Relation Database Management System
গ. Relational Data Management System
ঘ. Relational Database Management Systems

২৯।       নিচের কোনটি ডেটাবেইস প্রোগ্রাম?

  ক. Word          খ. Access    
    গ. Excel             ঘ. Word perfect

৩০।       ডেটা পরিবর্তনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়?

  ক. Update             খ. Access    
    গ. Delete              ঘ. Rename

 

    উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক  ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ