kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

অষ্টম শ্রেণি

বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেবিজ্ঞান

পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিতি

বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

১।  অদ্যাবধি কত লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

    ক) ১৫               খ) ১২

    গ) ১৩               ঘ) ১১

২।  প্রাণীর শ্রেণিবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি?

    ক) গোত্র              খ) গণ

    গ) পর্ব               ঘ) প্রজাতি

৩।  শ্রেণিবিন্যাসের জনক—

    ক) অ্যারিস্টটল          খ) মেন্ডেল

    গ) জন রে             ঘ) ক্যারোলাস লিনিয়াস

৪।  প্রাণীর বৈজ্ঞানিক নাম—

    i. দুটি পদবিশিষ্ট

    ii. ইংরেজি ভাষায় লিখতে হয়

    iii. লাতিন ভাষায় লিখতে হয়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৫।  কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিতি?

    ক) পরিফেরা            খ) নিডারিয়া

    গ) নেমাটোডা           ঘ) মলাস্কা

৬।  কোন প্রাণীটির দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?

    ক) হাইড্রা             খ) প্রজাপতি

    গ) স্কাইফা             ঘ) যকৃত কৃমি

৭।  এর আগে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কোন পর্ব?

    ক) পরিফেরা            খ) নিডারিয়া

    গ) নেমাটোডা           ঘ) আর্থ্রোপোডা

৮।  হাইড্রার দেহগহ্বর কী নামে পরিচিত?

    ক) হিমোসিল           খ) নেফ্রিডিয়া

    গ) নিডোব্লাস্ট           ঘ) সিলেন্টেরন

৯।  স্কাইফা ও হাইড্রা উভয়েই—

    i. দিস্তরী        

    ii. বহুকোষী

    iii. সুগঠিত তন্ত্রবিহীন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১০। অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হলো—

    ক) দেহ খণ্ডায়িত         খ) উভলিঙ্গ

    গ) এক লিঙ্গ            ঘ) ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়

১১। প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ কী?

    ক) শিখা কোষ          খ) হিমোসিল

    গ) নেফ্রিডিয়া           ঘ) সিলেন্টেরন

১২। কোন প্রাণীর দেহে শিখা কোষ থাকে?

    ক) কাঁকড়া             খ) কেঁচো

    গ) গোলকৃমি            ঘ) ফিতাকৃমি

১৩। অন্য জীবের দেহাভ্যন্তরে অবস্থান করতে পারে—

    i. পরভোজী          

    ii. পরজীবী

    iii. অন্ত:পরজীবী

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৪। গোলকৃমি—

    i. উভলিঙ্গ        

    ii. অন্ত:পরজীবী

    iii. দেখতে নলাকার

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৫। দেহ নলাকার, খণ্ডায়িত, রেচন অঙ্গ নেফ্রিডিয়া—এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী কোনটি?

    ক) গোলকৃমি            খ) যকৃত কৃমি

    গ) কাঁকড়া             ঘ) কেঁচো

১৬। কেঁচোর বৈশিষ্ট্য—

    i. নেফ্রিডিয়া          

    ii. পুঞ্জাক্ষি           

    iii. খণ্ডায়িত দেহ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৭। সিটা কোনটির চলনাঙ্গ?

    ক) কেঁচো             খ) শামুক

    গ) টিকটিকি            ঘ) সাপ

১৮। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?

    ক) পরিফেরা            খ) নিডারিয়া

    গ) নেমাটোডা           ঘ) আর্থ্রোপোডা

১৯। হিমোসিল দেখা যায়—

    i. প্রজাপতিতে             

    ii. আরশোলায়

    iii. শামুকে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

    নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    তানহা প্রজাতির ছবি আঁকতে খুবই পচ্ছন্দ করে এবং সে জানে যে মানুষ সর্বভুক প্রাণী।

২০। তানহা যে প্রাণীটির ছবি আঁকতে পছন্দ করে সে প্রাণীটি কোন পর্বের?

    ক) নিডারিয়া            খ) নেমাটোডা

    গ) অ্যানিলিডা           ঘ) আর্থ্রোপোডা

২১। উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি গধসসধষরধ শ্রেণিভুক্ত, কারণ—

    i. চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে

    ii. শিশুর মাতৃদুগ্ধ পান করে

    iii. হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২২। কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

    ক) মলাস্কা             খ) পরিফেরা

    গ) নিডারিয়া            ঘ) নেমাটোডা

২৩। কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?

    ক) নেমাটোডা           খ) অ্যানিলিডা

    গ) আর্থ্রোপোডা          ঘ) একাইনোডার্মাটা

২৪। মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে?

    ক) সিটা              খ) পেশিবহুল পা

    গ) নালিপদ            ঘ) পাখনা

২৫। কোন মাছের দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত?

    ক) তারা মাছ           খ) করাত মাছ

    গ) সি-হর্স             ঘ) হাতুরি মাছ

    চিত্রগুলো লক্ষ করে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২৬। চিত্র-B প্রাণীটির শ্রেণিভুক্ত কোনটি?

    ক) হাঙ্গর              খ) ইলিশ

    গ) কুমির              ঘ) সি-হর্স

২৭। A প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য হলো—

    i. এরা উষ্ণ রক্তের প্রাণী

    ii. এদের ডানা ও চক্ষু বিদ্যমান

    iii. শিশুরা মাতৃদুগ্ধ পান করে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) র ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৮। কোন শ্রেণির প্রাণীগুলো বুকে ভয় দিয়ে চলে?

    ক) মৎস্যকূল           খ) পক্ষীকূল

    গ) উভচর             ঘ) সরীসৃপ

২৯। পাখিরা উড়তে পারে। কারণ এদের—

    i. বায়ুথলি আছে

    ii. সামনের পা ডানায় রূপান্তরিত হয়

    iii. হাড় শক্ত ও ফাঁপা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৩০। উট বা বাঘের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?

    ক) ২                    খ) ৩

    গ) ৪                    ঘ) ৫

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯.গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. গ।

মন্তব্যসাতদিনের সেরা