kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

অষ্টম শ্রেণি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আখতার রুপা, প্রভাষক (্আইসিটি), শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা

১৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ছবি : জিও স্টেশনারি স্যাটেলাইট

প্রথম অধ্যায়

১।  এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি?

    ক) চিকিৎসা                খ) প্রকাশনা

    গ) বিনোদন                ঘ) ব্যাংকিং

২।  ইনফরমেশন শেয়ারিং কী?

    ক) তথ্য সংরক্ষণ        খ) তথ্য প্রদান

    গ) তথ্য বিনিময়         ঘ) তথ্য ভাণ্ডার

৩।  ব্রডকাস্ট পদ্ধতি কয় ধরনের?

    ক) ১                    খ) ২

    গ) ৩                    ঘ) ৪

৪।  বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অন্য দেশের কর্মীর মাধ্যমে কাজ সম্পন্ন করাকে কী বলে?

    ক) Our working      খ) Out sourcing

    গ) Incoming         ঘ) Outgoing

৫।  অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে কত সময় লাগে?

    ক) ৩০ দিন            খ) ৭ দিন

    গ) ৪ দিন             ঘ) ১ দিনেরও কম

৬।  কোন টপোলজির সব কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে?

    ক) মেশ              খ) স্টার

    গ) বাস               ঘ) বিং

৭।  কোনটি কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে?

    ক) রাউটার             খ) সুইচ

    গ) হাব               ঘ) মডেম

৮। কোনটি মিডিয়া?

    ক) রাউটার             খ) অপটিক্যাল ফাইবার

    গ) নেটওয়ার্ক ইন্টার ফেস কার্ড   ঘ) প্রটোকল

৯।  প্রথম কখন মহাকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?

    ক) ১৯৭১             খ) ১৯৬৪

    গ) ১৯৪৯             ঘ) ১৯৪২

১০। নিচের চিত্রটি কোন টপোলজির?

    ক) স্টার              খ) বিং

    গ) মেশ              ঘ) ট্রি

১১। Router শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

    ক) Rout             খ) Route

    গ) Routce           ঘ) Routeer

১২। নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সঙ্গে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ—

    i. ফায়ারওয়াল ভঙ্গ করে

    ii. গোপন তথ্য চুরি করে

    iii. হ্যাকিং প্রতিরোধ করে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৩। নিচের কোনটি তথ্য-প্রযুক্তির অবদান?

    ক) মানুষ              খ) সমাজ

    গ) সভ্যতা             ঘ) নেটওয়ার্ক

১৪। ড্রপবক্স ব্যবহারের সুবিধা হলো—

    i. এটা যেকোনো স্থানে খোলা যায়

    ii. এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে

    iii. সিডির মাধ্যমে বহন করা যায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৫। নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কী বলে?

    ক) সার্ভার             খ) হাব

    গ) রাউটার             ঘ) সুইচ

১৬। সার্ভার কী?

    ক) শক্তিশালী কম্পিউটার        খ) ক্লায়েন্ট

    গ) ইউজার             ঘ) মিডিয়া

১৭। তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে কী বলে?

    ক) ই-বুক             খ) ব্যান্ডউইডথ

    গ) জিপিএস            ঘ) ওয়াই-ফাই

১৮। NIC কিসের নাম?

    ক) অ্যাডাপ্টরের          খ) মিডিয়া প্লেয়ারের

    গ) সার্ভারের            ঘ) রিসোর্সের

১৯। WAN-এর পূর্ণরূপ কী?

    ক) Wide Area Netback    খ) Wide Area Network

    গ) Wide and Network ঘ) World Area Network

২০। কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?

    ক) ১টি               খ) ২টি

    গ) ৩টি               ঘ) অসংখ্যা

 

উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ।

মন্তব্যসাতদিনের সেরা