kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

পার্থক্য

কর্ডাটা ও নন-কর্ডাটা

১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্ডাটা ও নন-কর্ডাটা

কর্ডাটা

♦ কর্ডাটাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড থাকে।

♦ কর্ডাটার ক্ষেত্রে পৃষ্ঠদেশে স্নায়ুরজ্জু অবস্থিত।

♦ কর্ডাটার ভ্রূণাবস্থায় গলবিলে ফুলকা রন্ধ্র আছে।

♦ কর্ডাটায় লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে।

♦ কর্ডাটার দেহে পায়ুর পেছনে লেজ অবস্থিত।

♦ রক্ত সংবহনতন্ত্রে পোর্টালতন্ত্র আছে।

নন-কর্ডাটা

♦ নন-কর্ডাটাদের জীবনের কোনো পর্যায়ে নটোকর্ড থাকে না।

♦ নন-কর্ডাটার ক্ষেত্রে অঙ্কীয়দেশে  স্নায়ুরজ্জু অবস্থিত।

♦ নন-কর্ডাটার দেহে ফুলকা থাকলেও ফুলকা রন্ধ্র নেই।

♦ নন-কর্ডাটার ক্ষেত্রে রক্তরসে হিমোগ্লোবিন দ্রবীভূত থাকে।

♦ নন-কর্ডাটাদের ক্ষেত্রে পায়ুর পশ্চাতে লেজ থাকে না।

♦ রক্ত সংবহনতন্ত্র পোর্টাল তন্ত্রবিহীন।

মন্তব্যসাতদিনের সেরা