
Q ও P এর মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.8m
ক) আপেক্ষিক তাপ কী? ১
খ) উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক কেন—ব্যাখ্যা করো। ২
গ) P মাধ্যমে শব্দের পর্যায়কাল নির্ণয় করো। ৩
ঘ) P I ছ মাধ্যমে শব্দটির ৩৫টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করা যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৫। দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব ৪০স। গ্রীষ্মকালে ৩৫০ঈ তাপমাত্রায় বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য হবে 40.01m, তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.410-6K-1.
ক) সুপ্ত তাপ কী? ১
খ) পুরু কাচের গ্লাসে গরম চা রাখলে ফেটে যায় কেন? ব্যাখ্যা করো। ২
গ) গ্রীষ্মকালের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। ৩
ঘ) শীতকালে তাপমাত্রা 50C-এ নেমে এলে ওই তারটি নিরাপদে ব্যবহার করা যাবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৬। মি. X ক্লাসে বসে দূরে অবস্থিত বোর্ডের লেখা স্পষ্ট পড়তে পারছিল না। পরবর্তী সময় চক্ষু ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তার চোখ পরীক্ষা করে -2.45D ক্ষমতার লেন্সের চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।
ক) প্রতিধ্বনি কী? ১
খ) যানবাহনে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ) মি. X-এর চশমার লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। ৩
ঘ) মি. X-এর চোখের ত্রুটির কারণ ও প্রতিকার রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ৪
৭। একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 50 I ভোল্টেজ ৬ঠ এবং গৌন কুণ্ডলীর পাকসংখ্যা 500.
ক) সমন্বিত বর্তনী কী? ১
খ) দূরে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করলে শক্তি অপচয় কমানো যায়? ব্যাখ্যা করো। ২
গ) গৌন কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। ৩
ঘ) গৌন কুণ্ডলীকে 600V ও 300V পেতে হলে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৮। X-ray হচ্ছে 10-10m তরঙ্গদৈর্ঘ্যের একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ। বর্তমানে এর বহুমুখী ব্যবহার জীবনকে সহজ করেছে।
ক) প্রতিবিম্ব কী? ১
খ) চিকিৎসাক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? ২
গ) X-ray এর কম্পাঙ্ক নির্ণয় করো। ৩
ঘ) মানবসভ্যতা উন্নয়নে এই রশ্মির বহুমুখী ভূমিকা তোমার মতামতের আলোকে বিশ্লেষণ করো। ৪
সময়-২৫ মিনিট
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্রের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক/সর্বোত্কৃষ্ট উত্তরের বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান-১।
১। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে একীভূত করে তড়িৎ চৌম্বকতত্ত্বের বিকাশ ঘটান কে?
ক) ম্যাক্সওয়েল খ) অয়লার
গ) ফ্যারাডে ঘ) আব্দুস সালাম
২। ১ ফেমটো সেকেন্ড সমান কত সেকেন্ড?
ক) 1015 ˆm. খ) 10-15 ˆm.
গ) 10-9 ˆm. ঘ) 1012 ˆm.
৩। একটি গাড়ির ভর 2kg। সম্মুখগামী বল 20N, ঘর্ষণজনিত বল 10N। গাড়িটির ত্বরণ কত?
ক) -5m/sec2 খ) 5/sec2
গ) -10m/sec2 ঘ) 10m/sec2
৪। একটি চলন্ত গাড়ি ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে?
ক) পিছলানো ঘর্ষণ খ) আবর্ত ঘর্ষণ
গ) প্রবাহী ঘর্ষণ ঘ) স্থিতি ঘর্ষণ
৫। পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি—
ক) স্পন্দন খ) পর্যাবৃত্ত
গ) রৈখিক ঘ) চলন
৬। বিভবশক্তি সঞ্চিত থাকে—
i. পানি যখন পাহাড়ের ওপরে থাকে
ii. আমটি গাছ থেকে নিচে পড়লে
iii. টেবিলের ওপর বই থাকলে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii I iii
৭। একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?
ক) শূন্য খ) ধনাত্মক
গ) ঋণাত্মক ঘ) কোনোটি নয়
৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের ওপর বায়ুমণ্ডলীয় চাপ কত?
ক) 103cm Hgp খ) 76cm Hgp
গ) 30cm Hgp ঘ) 22.8cm Hgp
৯। সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয়?
ক) H2SO4 খ) HCl
গ) HNO3 ঘ) HCO3
১০। দুই টুকরা বরফকে চাপ দিলে ওদের সংযোগস্থলের গলনাঙ্ক কত?
ক) 0°C খ) 0°C এর নিচে
গ) 0.0078°C ঘ) 0.078°C
১১। নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) a=2b=3g
খ) a= b2 = g3
গ) 2a=2b=g
ঘ) 3a=2b=g
১২। পরপর পাশাপাশি একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) l খ) 2l
গ) 3l ঘ) g2
১৩। শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়—
ক) বেগ বেড়ে গেলে খ) তরঙ্গদৈর্ঘ্য কমে গেলে
গ) তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেল ঘ) পর্যায়কাল বেড়ে গেলে
১৪। দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক) সমতল খ) উত্তল
গ) অবতল ঘ) সমতল উত্তল
উক্ত চিত্রের আলোক ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

১৫। ০ লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ থেকে কত দূরে গঠিত হবে?
ক) ১5cm খ) 10cm
গ) 40cm ঘ) 20cm
১৬। প্রতিফলন কোণ ৎ-এর মান কত ডিগ্রি হবে?
ক) 20 খ) 30
গ) 35 ঘ) 40°
১৭। শ্বেতমণ্ডলের সামনের উত্তল লেন্সকে কী বলা হয়?
ক) অক্ষিগোলক খ) আইরিশ
গ) কর্নিয়া ঘ) কৃষ্ণমণ্ডল
১৮। রেটিনার রং কোনটি?
ক) লাল খ) নীল
গ) বাদামি ঘ) গোলাপি
১৯। ৫প আধান থেকে ০.৫স দূরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
ক) 1.8´10-11N/C খ) 1.8´1011N/C
গ) 1.8´10-11NC ঘ) 1.8´10-11N
২০। স্প্রেগান কোনটি তৈরি করে?
ক) নিরপেক্ষ কণা খ) আহিত কণা
গ) অনাহিত কণা ঘ) চার্জহীন কণা
২১। নাইক্রম তারের রোধ তামার তারের রোধের কত গুণ?
ক) 58.8 খ) 62.5
গ) 18.2 ঘ) 40.6
২২। ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়ই রূপান্তর করে—
ক) ডায়নামো খ) মোটর
গ) জেনারেটর ঘ) ট্রান্সফরমার
২৩। কোনটি 0.01mm পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে?
ক) a-ray খ) b-ray
গ) g-ray ঘ) x-ray
২৪। রক্তের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আইসোটপটির নাম কী?
ক) Co-60 খ) 1-131
গ) Te-99 ঘ) P-32
২৫। নিউক্লিয় বিক্রিয়ায় পদার্থ কীসে রূপান্তরিত হয়?
ক) শক্তিতে খ) পানিতে
গ) আয়নে ঘ) নতুন পদার্থে

জ্যোতি ভূষণ বিশ্বাস প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা