ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭
বিশেষ প্রস্তুতি

এসএসসি মডেল টেস্ট ইসলাম ও নৈতিক শিক্ষা

  • পূর্ণমান : ১০০
মো. মুকিম বিল্লাহ, সিনিয়র শিক্ষক, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর
মো. মুকিম বিল্লাহ, সিনিয়র শিক্ষক, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর
শেয়ার
এসএসসি মডেল টেস্ট ইসলাম ও নৈতিক শিক্ষা

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)

 

 

১।   হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে কোরআন ও হাদিসের বিধানানুযায়ী—

     ক) সমাজের লোকজন সম্মান করে না

     খ) নিজের মনোবল কমে যায়

     গ) ইবাদত কবুল হয় না

     ঘ) সন্তানাদি প্রকৃত মানুষ হয় না

২।   ‘জামিউল বায়ান আন তাবিলি আয়িল কোরআন’—গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত?

     ক) তাফসির   খ) গণিত          গ) ভূগোল    ঘ) ইতিহাস

৩।   ইমাম গাযালি (র.)-কে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অভিহিত করা হয় কেন?

     ক) তাফসির শাস্ত্রে অবদানের জন্য

     খ) ইতিহাস শাস্ত্রে অবদানের জন্য

     গ) ভূগোল শাস্ত্রে অবদানের জন্য

     ঘ) দর্শন শাস্ত্রে অবদানের জন্য

    

     অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

     ‘আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।

৪।   মহানবী (সা.)-এর এ উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ পেয়েছে?

i. সিদ্ধান্তের দৃঢ়তা   

ii. সত্যনিষ্ঠতা       iii. নির্লোভ চেতনা

নিচের কোনটি সঠিক?

ক) i       খ) ii

গ) ii, iii         

ঘ) i, ii I iii

 

৫।   মহানবী (সা.)-এর এই উপযুক্ত উত্তরের ফলে প্রলোভনকারীরা—

     ক) হতাশ হয়েছে     খ) অনুপ্রাণিত হয়েছে

     গ) উদ্বুদ্ধ হয়েছে     ঘ) শক্তিশালী হয়েছে

৬।   হাদিসের মূল বক্তব্যকে কী বলে?

     ক) রাবী খ) সনদ গ) মতন ঘ) মারফু

৭।

   হিংসা-বিদ্বেষ কিসের মূলে কুঠারাঘাত করে?

     ক) সৎকর্মের খ) পুণ্যের

     গ) ঈমানের   ঘ) দীনের

৮।   সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?

     ক) হাসাদ খ) সিদক গ) কিয্ব ঘ) ফিসক

৯।   মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি কিসের প্রমাণ বহন করে?

     ক) খাতমে নবুওয়্যাত  খ) তাকওয়া

     গ) রিসালাত  ঘ) তাওহীদ

১০।

  আখলাকে যামিমা হলো -

     ক) যে ভালো কাজের জন্য মানুষকে জ্ঞানী ও বিবেকবান করে তোলে

     খ) যে কাজের জন্য নরকে অবস্থান করা যায়

     গ) যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে

     ঘ) যে কাজের জন্য স্বর্গে অবস্থান করা যায়

১১।  অহংকার অর্থ—

     ক) নিষ্ঠা                   খ) ঘৃণা

     গ) আত্মচেতনা             ঘ) অহমিকা

১২।  অহংকারের স্তর কয়টি?

     ক) ৮টি খ)  ৫টি গ)  ৪ টি ঘ) ৩ টি

১৩।  ‘হাক্কুল্লাহ’ কোন কোন ক্ষেত্রে সম্পন্ন করতে হবে?

     র. ব্যক্তিগত রর. সামাজিক ররর. অর্থনৈতিক

     নিচের কোনটি সঠিক?

     ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii ও iii

১৪।  ‘সুন্দর ব্যবহারই পুণ্য’—কে বলেছেন?

     ক) হজরত আলী (রা.)     খ) হজরত উসমান (রা.)

     গ) হজরত মুহাম্মদ (সা.)   ঘ) হজরত উমর (রা.)

১৫।

  ‘লা তানহার’ শব্দের অর্থ কী?

     ক) কঠোর হবেন না   খ) ধমক দেবেন না

     গ) নিষেধ করবেন না  ঘ) আশ্রয় দেবেন না

১৬।  বালক মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কিসের জন্য?

     ক) দরিদ্রদের সাহায্য করার জন্য

     খ) পেশাগত অভিজ্ঞতার জন্য

     গ) সাংসারিক সহযোগিতার জন্য

     ঘ) মানবকল্যাণের জন্য

১৭।  নিচের কোন উদাহরণটি ঈমান-ইসলামের সম্পর্ক নির্ণয়ে যথার্থ হবে?

     ক) মেঘের সঙ্গে বৃষ্টির খ) প্রদীপের সঙ্গে আলোর

     গ) ক্ষেতের সঙ্গে মাঠের ঘ) কলমের সঙ্গে কালির

১৮।  সালাত ইসলামের কততম রুকন?

     ক) প্রথম     খ) দ্বিতীয়

     গ) তৃতীয়    ঘ) চতুর্থ

১৯।  ‘আত্মসাৎ করা’-এর বিপরীত আরবি প্রতিশব্দ কোনটি?

     ক) আখলাক   খ) আমানত

     গ) আদল     ঘ) জুলম

২০।  ‘আল কানুন ফিত-তিব্ব’-এর রচয়িতা কে?

     ক) ইবনে সিনা খ) নাসিরুদ্দীন তুসী

     গ) হাসান ইবনে হাইসাম     ঘ) আলী তাবারী

২১।  আখলাখে যামিমা কোনটি?

     ক) ফিতনা সৃষ্টি করে  খ) সত্যবাদিতা

     গ) আমানতদারী     ঘ) ওয়াদা রক্ষা করা

২২।  নিচের কোনটি চক্ষুবিজ্ঞানবিষয়ক মৌলিক গ্রন্থ?

     ক) কানুন ফিত-তিব্ব খ) কিতাবুল জিবার

     গ) কিতাবুল মানসুরি   ঘ) কিতাবুল মানাযির

২৩।  কোন ধরনের আখলাক পরিত্যাজ্য?

     ক) উত্তম আখলাক       খ) আখলাকে হামিদা

     গ) আখলাকে যামিমা     ঘ) আখলাকে কাসিদা

২৪।  হারবুল ফিজার কয় বছর স্থায়ী ছিল?

     ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত

২৫।  ‘তারা আখিরাতেও দৃঢ় বিশ্বাস রাখে’ আয়াতটি কিসের পরিচায়ক?

     ক) ঈমানের   খ) ইসলামের

     গ) ইবাদতের  ঘ) আনুগত্যের

২৬।  সব নবী-রাসুলকে বিশ্বাস করা ঈমানের—

     ক) মূল কথা  খ) মূলনীতি

     গ) মূল বিষয়  ঘ) মূল চেতনা

২৭।  ‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে’ কোন সুরার আয়াত?

     ক) সুরা বাকারা     খ) সুরা আহযাব

     গ) সুরা আম্বিয়া ঘ) সুরা আল-ইমরান

২৮।  ইসলাম শব্দের অর্থ কী?

     ক) শান্তি ও বিশ্বাস স্থাপন করা

     খ) আনুগত্য ও বিশ্বাস করা

     গ) আনুগত্য ও আত্মসমর্পণ করা

     ঘ) আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস করা

২৯। স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই করে থাকে?

     ক) সুন্দরীরা                খ) লাস্যময়ীরা

     গ) অহংকারীরা            ঘ) ছলনাময়ীরা

৩০।  মহানবী (সা.)-এর জীবদ্দশায় কাদের গৃহ থেকে কোরআন তিলাওয়াতের গুন গুন শব্দ পাওয়া যেত?

     ক) সাহাবিদের খ) তাবেয়িদের

     গ) হাফিজদের ঘ) মুফাসসিরদের

 

 

সৃজনশীল প্রশ্ন (মান : ৭০)

 

 

১। ঘটনা-১ : সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে দুই দোকানিকে অজ্ঞান করে টাকা লোপাটের অভিযোগে ইরানি দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঘটনা-২ : সংসারের সচ্ছলতা আর নিজের লেখাপড়ার খরচ জোগাতে যুবক লিয়াকত আলি লিমন মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছে। সে এ বছর দিনাজপুর সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেবে।

 

ক) আখলাক অর্থ কী?      ১

খ) সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝো?    ২

গ) ঘটনা-১ এ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো।   ৩

ঘ) ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠের আলোকে বিশ্লেষণ করো। ৪

 

২। ফারহান তার পার্থিব কাজের ক্ষেত্রে পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ করে। তার অনেক বন্ধু আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু দৈনন্দিন কাজে তাঁর আদেশ অনুসরণ করে না। এ কথা জেনে তাদের ধর্মীয় শিক্ষক বলেন, ‘ইমান এবং ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।’

 

ক) তাওহিদ অর্থ কী? ১

খ) ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ কেন?    ২

গ) ফারহান কর্তৃক অনুসৃত বিধানটির পারিভাষিক নাম কী? ব্যাখ্যা করো।     ৩

ঘ) উদ্দীপকে ধর্মীয় শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ করো।   ৪

 

৩। সালিম ও সাকিব এক দিন নবী ও রাসুল সম্পর্কে আলোচনা করছিল। প্রসঙ্গক্রমে সালিম বলল, মানুষকে সৎপথ দেখানোর জন্য যুগে যুগে নবী-রাসুল এসেছেন। তাই আমি মনে করি, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবী-রাসুলের আগমনের প্রয়োজনীয়তা এখনো রয়েছে। অতঃপর সাকিব সালিমকে বলল, ‘আমি তোমার সঙ্গে একমত নই। কেননা হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী।’

ক) খতমে নবুয়তের অর্থ কী? ১

খ) কিয়ামত বলতে কী বোঝায়?     ২

গ) সালিমের ধারণাটি ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থী? ব্যাখ্যা করো।      ৩

ঘ) শেষ নবী সম্পর্কে সাকিবের বক্তব্য কোরআন-হাদিসের আলোকে প্রমাণ করো।      ৪

 

৪। কবির ও খবির দুই বন্ধু হালাল ও হারাম নিয়ে আলোচনা করছিল। কবির বলে, হালাল ও হারাম স্পষ্ট। খবির বলে, এখনো অনেক মানুষ আছে যারা হালাল ও হারাম সম্পর্কে অজ্ঞ। তাই তো তারা বিবাহে যৌতুক গ্রহণ করে।

ক) পাঠ্য বইয়ে হালাল শব্দের অর্থ কী?      ১

খ) হারাম বলতে কী বোঝায়? ২

গ) খবির মিয়ার কথার যৌক্তিকতা ব্যাখ্যা করো।     ৩

ঘ) কবির মিয়ার কথাটির মূল্যায়ন করো।     ৪

 

৫। কোরআন মজিদ অবতরণ সম্পর্কে মেহরাব তার ধর্মীয় শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কোরআন মজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এটি মহানবী (সা.)-এর ওপর দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হতে থাকে। এ সম্মানিত গ্রন্থটি অবতীর্ণ হয়েছে সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য। আল্লাহ বলেন, ‘আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি তা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।’

ক) মহাগ্রন্থ আল-কোরআন কোথায় সংরক্ষিত ছিল?     ১

খ) ‘আল-কোরআন সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য হিদায়াতস্বরূপ’—বুঝিয়ে লেখো।      ২

গ) উদ্দীপকে আলোচিত গ্রন্থটি মেহরাবের

 ব্যবহারিক জীবনে কিরূপ প্রভাব ফেলতে

 পারে? ব্যাখ্যা করো। ৩

ঘ) উদ্দীপকে বর্ণিত সর্বশেষ বাণীটির সঙ্গে তুমি কি একমত? মতামত দাও।    ৪

 

৬। সেলিম ও আরিফ সাহেব দুই বন্ধু। সেলিম সাহেব একটি বিরাট কারখানার মালিক। এখানে শতাধিক শ্রমিক কাজ করে। তিনি শ্রমিকদের পাওনা প্রদানে প্রায়ই গড়িমসি করেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যথারীতি বেতন-ভাতাদি না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে আরিফ ছোটবেলা থেকে পরোপকারী ছিলেন। তিনি লেখাপড়া শেষ করে বর্তমানে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন রাস্তায় স্কুল শিক্ষকের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তাঁকে সম্মান প্রদর্শন করে গাড়িতে উঠিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেন।

ক) জিহাদ শব্দের অর্থ কী?   ১

খ) মহানবী (সা.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন?      ২

গ) সেলিম সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ইসলামের আলোকে ব্যাখ্যা করো।   ৩

ঘ) আরিফ তাঁর শিক্ষকের যোগ্য উত্তরসূরি—পাঠ্য বইয়ের আলোকে উক্তিটির মূল্যায়ন করো।     ৪

 

 

 

 

৭। শরীফ ও আরিফ দুই সহোদর। উভয়ই ব্যবসার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। শরীফ প্রতিবছর রমজান মাসে তাঁর সম্পদ থেকে কিছু অর্থ আত্মীয়-স্বজন ও গরিব-দুখীদের মাঝে বিতরণ করেন। তার ভাই আরিফ’ও গরিব-দুখীদের দান করেন। তিনি বলেন গরিব-দুখীদের দান করলে তারা উপকৃত হবে।

ক) ‘সালাত’-এর ফারসি প্রতিশব্দ কী? ১

খ) ইসলামের ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।    ২

গ) শরীফের দানের মাধ্যমে জাকাত আদায় হয়েছে কি? ব্যাখ্যা করো। ৩

ঘ) কোরআন ও হাদিসের আলোকে হজের ব্যাপারে  বিশ্লেষণ করো।   ৪

 

৮। জনাব ‘ক’ সরকারি চাকরি করেন। তিনি তাঁর কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশি জীবনযাপন করেন। তাঁর ছেলে জনাব ‘খ’ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাঁকে চাকরি খোঁজা বা

কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না।

ক) আখলাকে হামিদাহ অর্থ কী?     ১

খ) দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন?    ২

গ) জনাব ‘খ’-এর কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো।   ৩

ঘ) ‘জনাব ‘ক’-এর কাজের পরিণতি ভয়াবহ’— মতামত দাও।      ৪

 

৯। শেফালী বেগম তাঁর কিশোরী মেয়ে সালেহাকে নিয়ে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভাব-অনটনের সংসারে একটু লাভের আশায় তিনি তাঁর মেয়েকে দুধের সঙ্গে পানি মেশাতে বললে মেয়ে মাকে সতর্ক করে দিয়ে বলল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারলে শাস্তি পেতে হবে। লোকজনের অগোচরে পানি মেশাতে মা মেয়েকে বলামাত্রই মেয়ে বলল, কেউ না দেখলেও আল্লাহ তাআলা সব কিছুই দেখেন।

ক) সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী? ১

খ) আমানত রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো।     ২

গ) সালেহার জীবনে আখলাকে হামিদাহর কোন গুণটির প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩

ঘ) সালেহার মধ্যে প্রতিফলিত হওয়া গুণটির গুরুত্ব  কোরআন ও হাদিসের অলোকে মূল্যায়ন করো।    ৪

 

১০। জামির সাহেব টঙ্গী এলাকার একজন শিল্পপতি। তিনি এলাকার মানুষের পানির তীব্র সংকট দূর করার উদ্দেশ্যে ১০ লাখ টাকা ব্যয় করে একটি পানির পাম্প স্থাপন করেন। এ ছাড়া এলাকায় মুসল্লিদের তুলনায় মসজিদ ছোট হওয়ায় তা সম্প্রসারণের ব্যবস্থা করেন। তাঁর সহধর্মিণী মিসেস নাবিলা নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে তিনি সংসারের সব কাজ নিজ হাতে সম্পাদন করেন।

ক) কোন সাহাবি তাবুক যুদ্ধে সব সম্পদ ব্যয় করেছিলেন?     ১

খ) ‘হজরত উমর (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক’—বুঝিয়ে লেখো। ২

গ) মিসেস নাবিলা কাজের মাধ্যমে কোন মহীয়সী নারীর আদর্শের অনুকরণ করার চেষ্টা করেছেন? ব্যাখ্যা করো। ৩

ঘ) জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান (রা.)-এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন করো।      ৪

 

১১। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশাপাশি অবস্থিত দুই গ্রামের লোকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। হাকিম সাহেবের মধ্যস্থতায় তা মীমাংসা হলেও তৃতীয় পক্ষের কিছু প্রভাবশালী ব্যক্তি হাকিম সাহেবকে কাজ করতে দিচ্ছিল না। পরবর্তী সময়ে হাকিম সাহেব কিছু শর্তসাপেক্ষে সব পক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। এতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।

ক) কাদের আনসার বলা হয়? ১

খ) সব মুসলিমের মিলনকেন্দ্রে পরিণত হলো মসজিদে নববী। ব্যাখ্যা করো।    ২

গ) উদ্দীপকের সমঝোতা চুক্তিটি মহানবী (সা.)-এর যে চুক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তার গুরুত্ব ব্যাখ্যা করো।     ৩

ঘ) মহানবী (সা.)-এর মাদানি জীবনের গুরুত্ব পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ৪

মন্তব্য

সম্পর্কিত খবর

ষষ্ঠ শ্রেণি : গণিত

    সৈয়দা জুয়েলী আকতার, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেতাগী, বরগুনা
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : গণিত
গণিত বই পড়ছে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

দ্বিতীয় অধ্যায়

অনুপাত ও শতকরা

বহু নির্বাচনী প্রশ্ন

১। অনুপাত বলতে বোঝায়

   ক. যোগফল   খ. গুণফল

   গ. দুটি সংখ্যার তুলনা

   ঘ. ভাগফল

২।            ৪ঃ৬ অনুপাতটির সরল অনুপাত কত?

   ক. ২ঃ৩     খ. ৩ঃ২

   গ. ১ঃ২     ঘ. ৪ঃ৬

৩।            ১০০০ টাকার ২৫% কত টাকা?

   ক. ২০০ টাকা খ. ২৫০ টাকা

   গ. ১০০ টাকা ঘ. ৫০০ টাকা

৪।

           ৭৫% এর ভগ্নাংশরূপ কোনটি?

   ক. ৩/৪     খ. ১/২

   গ. ২/৩     ঘ. ৪/৫

৫।            অনুপাতের দুটি রাশির একক হতে হবে

   ক. ভিন্ন      খ. সমান

   গ. অসম     ঘ. পরস্পরের বিপরীত

৬। ২০% এর দশমিক রূপ কী?

   ক. ০.২     খ. ২.০

   গ. ০.০২    ঘ. ২০.০

৭।            ০.৬ এর শতকরা রূপ কোনটি?

   ক. ৬০%     খ. ০.৬%

   গ. ৬%      ঘ. ৬০০%

৮।

           ১২ঃ১৬ = ?

   ক. ৩ঃ৪     খ. ৪ঃ৩

   গ. ২ঃ১     ঘ. ১ঃ২

৯।            শতকরা চিহ্ন হলো

   ক. $       খ. #

   গ. %       ঘ. &

১০।           ১৫০-এর ১০% কত?

   ক. ১০      খ. ১৫

   গ. ২০      ঘ. ২৫

১১।           ২ঃ৫ অনুপাতের মান কত?

   ক. ০.৪     খ. ০.৫

   গ. ২.৫     ঘ. ৫.০

১২।

           ১ঃ৩ = ?ঃ১২ হলে, ? এর মান কত?

   ক. ৩       খ. ৪

   গ. ৫       ঘ. ৬

১৩।           একটি বৃত্তের ২৫% অংশ রং করা হলে কত ভাগ রং করা হলো?

   ক. ১/৩     খ. ১/৪

   গ. ১/২     ঘ. ১/৫

১৪।           ৪০ টাকা ৮০ টাকার কত শতাংশ?

   ক. ২৫%     খ. ৪০%

   গ. ৫০%     ঘ. ৮০%

১৫।           নিচের কোনটি গুরু অনুপাত?

   ক. ৩ঃ৫     খ. ৪ঃ৭

   গ. ৫ঃ৬     ঘ. ৭ঃ৪

১৬।           ১৩ঃ৫ এর ব্যস্ত অনুপাত কোনটি?

   ক. ১ঃ৫     খ. ১৩ঃ১

   গ. ৫ঃ১৩    ঘ. ৬ঃ১২

১৭।

           ৫০০ টাকা দুজন শ্রমিকের মাঝে ২ঃ৩ অনুপাতে ভাগ করে দিলে ২য় শ্রমিক কত টাকা পাবে?

   ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা

   গ. ৩৫০ টাকা ঘ. ৪০০ টাকা

১৮।           ২ঃ৫ অনুপাতের উত্তর রাশি কোনটি?

   ক. ১       খ. ২

   গ. ৫       ঘ. ৬

১৯।           ১ঃ৩ অনুপাতের দুটি সংখ্যার যোগফল ৪০ হলে বড় সংখ্যাটি কত?

   ক. ১০      খ. ১৫

   গ. ৩০      ঘ. ২৫

২০।           ৫ জন শ্রমিক ৮ দিনে একটি কাজ শেষ করে। তাহলে ১ জন শ্রমিক কাজটি শেষ করতে কত দিন নেবে?

   ক. ৪০ দিন   খ. ২৫ দিন

   গ. ৩৫ দিন   ঘ. ২০ দিন

২১।           যদি ৩ কেজি চালের দাম ১৫০ টাকা হয়, তবে ১০ কেজি চালের দাম কত?

   ক. ২৫০ টাকা খ. ৪৫০ টাকা

   গ. ৩০০ টাকা ঘ. ৫০০ টাকা

২২।           অনুপাত ও শতকরা উভয়ই কী বোঝায়?

   ক. গুণফল    খ. তুলনা

   গ. যোগফল   ঘ. ভাগফল

২৩।           অনুপাত শব্দের ইংরেজি হলো

   ক. Percent    খ. Ratio

   গ. Fraction   ঘ. Division

২৪।           ৩ঃ৪ এবং ৫ঃ৩ এর মিশ্র অনুপাত কত?

   ক. ৪ঃ৫     খ. ৩ঃ২

   গ. ৫ঃ৬     ঘ. ৫ঃ৪

২৫।           ২ঃ৫ এর সমতুল অনুপাত কোনটি?

   ক. ৫ঃ২     খ. ১০ঃ৫

   গ. ৬ঃ১৫    ঘ. ৪ঃ৬

 

   উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ।

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২১।           নৌকা কখন ভেসে যায়?

   ক. ভোরবেলায়      খ. দিনের শেষে

   গ. রাতের শেষে          ঘ. দুপুর বেলায়

২২।           রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন কত বছর বয়সে?

   ক. ১১          খ. ১২

   গ. ১৩          ঘ. ১৭

২৩।           ছেলেটির বাবা

   i. নতুন দেশে যায় না

   ii. পরির দেশে যায়

   iii. অফিসে যায়

   নিচের কোনটি সঠিক?

   ক. iii         খ. iiii           

   গ. iiiii   ঘ. i, iiiii

২৪।

           ছেলেটি কোথায় থাকে?

   ক. ঘরের কোণে   খ. মাঠে

   গ. নদীর ঘাটে     ঘ. বাজারে

২৫।           নতুন দেশে পশুরা কেমন করে বেড়ায়?

   ক. ঝাঁকে  ঝাঁকে    খ. বিচ্ছিন্নভাবে

   গ. এলোমেলোভাবে   ঘ. দলে দলে

২৬।           রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন

   i. চারুকলা     ii. বিশ্বভারতী

   iii. শ্রীনিকেতন  

   নিচের কোনটি সঠিক?

   ক. iii         খ. i iii           

   গ. ii iii        ঘ. i, ii iii

২৭।           আপিস শব্দের প্রমিত রূপ কোনটি?

   ক.  অফিস    খ. আফিস

   গ.  অপিস              ঘ. অফিছ

২৮।

           রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন

   i. অভিনেতা   
ii. নাট্যকার

   iii. সুরকার    

   নিচের কোনটি সঠিক?

   ক. i ii    খ. iiii           

   গ. ii iii        ঘ. i, ii iii

২৯।           কেউ কোনটি ভাঙতে পারে না?

   ক. নদী          খ. পাহাড়

   গ. বরফ               ঘ. গাছ

৩০।           নতুন দেশ কবিতায় বালকের মনে কী জাগে?

   ক. দুঃখ                খ. সুখ

   গ. সাধ                ঘ. যাতনা

 

   উত্তর : ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. গ।

মন্তব্য

ঠিক-বেঠিক

আতাউর রহমান সায়েম
আতাউর রহমান সায়েম
শেয়ার
ঠিক-বেঠিক

   কি না কী?
কোনো প্রশ্নবোধক বাক্যে যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমনতুমি কি খেয়েছ? এখানে খাওয়া হয়েছি কি হয়নি সেটা হ্যাঁ বা না বলে বোঝানো যায়। আবার যদি কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বললে চলে না; বিষয়টি ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে প্রশ্নবাচক শব্দটি হবে কী। যেমনতুমি কী খেয়েছ? এখানে খাদ্যবস্তুটির  বা খাদ্যবস্তুগুলোর নাম জানতে চাওয়া হয়েছে, যা হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া সম্ভব নয়।

এ ছাড়া সর্বনাম, বিশেষণ বা ক্রিয়া-বিশেষণ বোঝাতে কী এবং বিস্ময়সূচক শব্দ হিসেবে বা বিশেষণের বিশেষণ বোঝাতে কী ব্যবহার করতে হয়। যেমনকী করছ? (সর্বনাম), এটা কী বই? (বিশেষণ), দেখো, কিভাবে তাকাচ্ছে। (ক্রিয়া-বিশেষণ), কী দারুণ দৃশ্য! (বিস্ময়সূচক শব্দ বা বিশেষণের বিশেষণ)। অব্যয় পদরূপে ই-কার ( ি) দিয়ে কি শব্দটি লেখা যায়।
যেমনকি বাংলা কি ইংরেজি, উভয় ভাষায় তিনি পারদর্শী।

বা, অথবা ও কিংবা

   বা সাধারণত সমার্থ শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন—‘প্রত্যয় বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অথবা সাধারণত বিকল্প পছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়।

যেমনসারাংশ অথবা সারমর্ম যেকোনো একটি বিষয়ে লেখো। কিংবা সাধারণত শর্ত সাপেক্ষে নতুবা অর্থে ব্যবহার হয়। যেমনরাজু কিংবা সাজু এ কাজটি করলে বেশি ভালো হবে।

মন্তব্য

পঞ্চম শ্রেণি : ইংরেজি

    সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা
শেয়ার
পঞ্চম শ্রেণি : ইংরেজি
ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে একজন ছাত্রী। ছবি : মোহাম্মদ আসাদ

Unit-10, Lessons : 1-5

Seen Comprehension

 

[পূর্বপ্রকাশের পর]

6.     Match the words of the column A with their meanings in column B.

 

Column A

Column B

(a) Landlord

(i) having value or significance.

(b) Literature

(ii) arrogant.

(c) Proud

(iii) Very familiar to the people.

(d) Famous

(iv) wellknown and renowend.

(e) Consist

(v) high thought writing.

(f) Important

(vi) one who brings up others duty temporarily.

(g) Well-known

(vii) who writes poems.

(h) Poet

(viii) one who has huge amount of land.

 

(ix) to contain.

 

 

        Answer:    (a+viii)          (b+v)         (c+ii)    (d+iv)      (e+ix)                      (f+i)            (g+iii)   (h+vii).

 

7.     Rearrange the following words in the correct order to make sentences.

(a)    personalities, famous, some, Kishoreganj,  is, for, and, important, places.

(b)   located, Shiva, temple, the, is, Fuleshwari,  river, the.

(c)    district, in,  Kishoreganj, there,  are, villages, 1745.

(d)   prayers, people, to, saying, Solakia, for, their, Eid, come, Eid Ground.

(e)    area, the, of,  town, Kishoreganj, kilometre, is, 10 square.
Answer

(a)    Kishoreganj is famous for some important places and personalities.

(b)   The Shiva temple is located the Fuleshwari river.

(c)    In Kishoreganj district, there are 1745 villages.

(d)   People come to Solakia Eid Ground for saying their Eid prayers.

(e)    The area of Kishoreganj town is 10 square kilometre.

 

8.     Make five WH questions from the given  sentences with Who, What, When, Where, Why, Which and How using the underlined word/words.

(a)    The Narasunda flows through Kishoreganj.

(b)   Solakia Eid Ground is in Kishoreganj.

(c)    Solakia Eid Ground is the largest Eid fairground.

(d)   Government Gurudayal College is in Kishoreganj.

(e)    People from many districts come to Solakia Eid Ground to celebrate Eid.

 

        Additional Questions

(f)    The name ‘Kishoreganj comes from the landlord known as Brojakishore or Nandakishore Pramanik.

(g)   Kishoreganj is 145 kilometers north-east from Dhaka.

(h)   Chandrabati is the first woman poet of Bangla literature.

(i)    In Kishoreganj district, there are 1745 villages.

(j)    Kishoreganj is famous for some important places and personalities.

(k)   Shah Muhammad Mosque is at Egaroshindur is in Kishoreganj.

        Answer

(a)    Through which town does the Narasunda flow?

(b)   Where is Solakia Eid Ground?

(c)    What is the largest Eid fairground?

(d)   Where is the Government Gurudayal College?

(e)    Why do people from many districts come to Solakia Eid Ground?

(f)    How does the name “Kishoreganj” come from?

 (g) How far is Kishoreganj from Dhaka?

 (h) Who is Chandrabati?

 (i)   How many villages are there in Kishoreganj district?

 (j)   What is  Kishoreganj famous for?

 (k) Where is the Shah Muhammad Mosque?

 

9.     Rewrite the passage using capital letters and punctuation marks.

        my home district is Kishoreganj it is about 145 kilometres from dhaka it is a district headquarters the district has 8 municipalities 13 upazilas 108 unions and 1745 villages the name Kishoreganj comes from the name of an old landlord known brojakishore Pramanik or Nandakishore Pramanik the area of Kishoreganj municipality is about 10 square kilometres

        Answer

        My home district is Kishoreganj. It is about 145 kilometres from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known Brojakishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometres.

 

10.   Write the correct form of verbs.

(a)    The name Kishoreganj           (come) from the name of an old landlord. 

(b)   The area of Kishoreganj municipality
          (be) about 10 square kilometres.

(c)    The river Narasunda           (flow) through the town.

(d)   The great painter Zainul Abedin           (come) Kishoreganj.

(e)    I           (love) my home district!

        Answer
(a) comes           (b) is         (c) flows

        (d) comes           (e) love

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ