‘লা তানহার’ শব্দের অর্থ কী?
ক) কঠোর হবেন না খ) ধমক দেবেন না
গ) নিষেধ করবেন না ঘ) আশ্রয় দেবেন না
১৬। বালক মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কিসের জন্য?
ক) দরিদ্রদের সাহায্য করার জন্য
খ) পেশাগত অভিজ্ঞতার জন্য
গ) সাংসারিক সহযোগিতার জন্য
ঘ) মানবকল্যাণের জন্য
১৭। নিচের কোন উদাহরণটি ঈমান-ইসলামের সম্পর্ক নির্ণয়ে যথার্থ হবে?
ক) মেঘের সঙ্গে বৃষ্টির খ) প্রদীপের সঙ্গে আলোর
গ) ক্ষেতের সঙ্গে মাঠের ঘ) কলমের সঙ্গে কালির
১৮। সালাত ইসলামের কততম রুকন?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
১৯। ‘আত্মসাৎ করা’-এর বিপরীত আরবি প্রতিশব্দ কোনটি?
ক) আখলাক খ) আমানত
গ) আদল ঘ) জুলম
২০। ‘আল কানুন ফিত-তিব্ব’-এর রচয়িতা কে?
ক) ইবনে সিনা খ) নাসিরুদ্দীন তুসী
গ) হাসান ইবনে হাইসাম ঘ) আলী তাবারী
২১। আখলাখে যামিমা কোনটি?
ক) ফিতনা সৃষ্টি করে খ) সত্যবাদিতা
গ) আমানতদারী ঘ) ওয়াদা রক্ষা করা
২২। নিচের কোনটি চক্ষুবিজ্ঞানবিষয়ক মৌলিক গ্রন্থ?
ক) কানুন ফিত-তিব্ব খ) কিতাবুল জিবার
গ) কিতাবুল মানসুরি ঘ) কিতাবুল মানাযির
২৩। কোন ধরনের আখলাক পরিত্যাজ্য?
ক) উত্তম আখলাক খ) আখলাকে হামিদা
গ) আখলাকে যামিমা ঘ) আখলাকে কাসিদা
২৪। হারবুল ফিজার কয় বছর স্থায়ী ছিল?
ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত
২৫। ‘তারা আখিরাতেও দৃঢ় বিশ্বাস রাখে’ আয়াতটি কিসের পরিচায়ক?
ক) ঈমানের খ) ইসলামের
গ) ইবাদতের ঘ) আনুগত্যের
২৬। সব নবী-রাসুলকে বিশ্বাস করা ঈমানের—
ক) মূল কথা খ) মূলনীতি
গ) মূল বিষয় ঘ) মূল চেতনা
২৭। ‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে’ কোন সুরার আয়াত?
ক) সুরা বাকারা খ) সুরা আহযাব
গ) সুরা আম্বিয়া ঘ) সুরা আল-ইমরান
২৮। ইসলাম শব্দের অর্থ কী?
ক) শান্তি ও বিশ্বাস স্থাপন করা
খ) আনুগত্য ও বিশ্বাস করা
গ) আনুগত্য ও আত্মসমর্পণ করা
ঘ) আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস করা
২৯। স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই করে থাকে?
ক) সুন্দরীরা খ) লাস্যময়ীরা
গ) অহংকারীরা ঘ) ছলনাময়ীরা
৩০। মহানবী (সা.)-এর জীবদ্দশায় কাদের গৃহ থেকে কোরআন তিলাওয়াতের গুন গুন শব্দ পাওয়া যেত?
ক) সাহাবিদের খ) তাবেয়িদের
গ) হাফিজদের ঘ) মুফাসসিরদের

সৃজনশীল প্রশ্ন (মান : ৭০)
১। ঘটনা-১ : সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে দুই দোকানিকে অজ্ঞান করে টাকা লোপাটের অভিযোগে ইরানি দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ঘটনা-২ : সংসারের সচ্ছলতা আর নিজের লেখাপড়ার খরচ জোগাতে যুবক লিয়াকত আলি লিমন মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছে। সে এ বছর দিনাজপুর সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেবে।
ক) আখলাক অর্থ কী? ১
খ) সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝো? ২
গ) ঘটনা-১ এ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ) ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠের আলোকে বিশ্লেষণ করো। ৪
২। ফারহান তার পার্থিব কাজের ক্ষেত্রে পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ করে। তার অনেক বন্ধু আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু দৈনন্দিন কাজে তাঁর আদেশ অনুসরণ করে না। এ কথা জেনে তাদের ধর্মীয় শিক্ষক বলেন, ‘ইমান এবং ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।’
ক) তাওহিদ অর্থ কী? ১
খ) ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ কেন? ২
গ) ফারহান কর্তৃক অনুসৃত বিধানটির পারিভাষিক নাম কী? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে ধর্মীয় শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ করো। ৪
৩। সালিম ও সাকিব এক দিন নবী ও রাসুল সম্পর্কে আলোচনা করছিল। প্রসঙ্গক্রমে সালিম বলল, মানুষকে সৎপথ দেখানোর জন্য যুগে যুগে নবী-রাসুল এসেছেন। তাই আমি মনে করি, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবী-রাসুলের আগমনের প্রয়োজনীয়তা এখনো রয়েছে। অতঃপর সাকিব সালিমকে বলল, ‘আমি তোমার সঙ্গে একমত নই। কেননা হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী।’
ক) খতমে নবুয়তের অর্থ কী? ১
খ) কিয়ামত বলতে কী বোঝায়? ২
গ) সালিমের ধারণাটি ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থী? ব্যাখ্যা করো। ৩
ঘ) শেষ নবী সম্পর্কে সাকিবের বক্তব্য কোরআন-হাদিসের আলোকে প্রমাণ করো। ৪
৪। কবির ও খবির দুই বন্ধু হালাল ও হারাম নিয়ে আলোচনা করছিল। কবির বলে, হালাল ও হারাম স্পষ্ট। খবির বলে, এখনো অনেক মানুষ আছে যারা হালাল ও হারাম সম্পর্কে অজ্ঞ। তাই তো তারা বিবাহে যৌতুক গ্রহণ করে।
ক) পাঠ্য বইয়ে হালাল শব্দের অর্থ কী? ১
খ) হারাম বলতে কী বোঝায়? ২
গ) খবির মিয়ার কথার যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৩
ঘ) কবির মিয়ার কথাটির মূল্যায়ন করো। ৪
৫। কোরআন মজিদ অবতরণ সম্পর্কে মেহরাব তার ধর্মীয় শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কোরআন মজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এটি মহানবী (সা.)-এর ওপর দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হতে থাকে। এ সম্মানিত গ্রন্থটি অবতীর্ণ হয়েছে সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য। আল্লাহ বলেন, ‘আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি তা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।’
ক) মহাগ্রন্থ আল-কোরআন কোথায় সংরক্ষিত ছিল? ১
খ) ‘আল-কোরআন সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য হিদায়াতস্বরূপ’—বুঝিয়ে লেখো। ২
গ) উদ্দীপকে আলোচিত গ্রন্থটি মেহরাবের
ব্যবহারিক জীবনে কিরূপ প্রভাব ফেলতে
পারে? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে বর্ণিত সর্বশেষ বাণীটির সঙ্গে তুমি কি একমত? মতামত দাও। ৪
৬। সেলিম ও আরিফ সাহেব দুই বন্ধু। সেলিম সাহেব একটি বিরাট কারখানার মালিক। এখানে শতাধিক শ্রমিক কাজ করে। তিনি শ্রমিকদের পাওনা প্রদানে প্রায়ই গড়িমসি করেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যথারীতি বেতন-ভাতাদি না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে আরিফ ছোটবেলা থেকে পরোপকারী ছিলেন। তিনি লেখাপড়া শেষ করে বর্তমানে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন রাস্তায় স্কুল শিক্ষকের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তাঁকে সম্মান প্রদর্শন করে গাড়িতে উঠিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেন।
ক) জিহাদ শব্দের অর্থ কী? ১
খ) মহানবী (সা.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন? ২
গ) সেলিম সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ইসলামের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ) আরিফ তাঁর শিক্ষকের যোগ্য উত্তরসূরি—পাঠ্য বইয়ের আলোকে উক্তিটির মূল্যায়ন করো। ৪
৭। শরীফ ও আরিফ দুই সহোদর। উভয়ই ব্যবসার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। শরীফ প্রতিবছর রমজান মাসে তাঁর সম্পদ থেকে কিছু অর্থ আত্মীয়-স্বজন ও গরিব-দুখীদের মাঝে বিতরণ করেন। তার ভাই আরিফ’ও গরিব-দুখীদের দান করেন। তিনি বলেন গরিব-দুখীদের দান করলে তারা উপকৃত হবে।
ক) ‘সালাত’-এর ফারসি প্রতিশব্দ কী? ১
খ) ইসলামের ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো। ২
গ) শরীফের দানের মাধ্যমে জাকাত আদায় হয়েছে কি? ব্যাখ্যা করো। ৩
ঘ) কোরআন ও হাদিসের আলোকে হজের ব্যাপারে বিশ্লেষণ করো। ৪
৮। জনাব ‘ক’ সরকারি চাকরি করেন। তিনি তাঁর কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশি জীবনযাপন করেন। তাঁর ছেলে জনাব ‘খ’ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাঁকে চাকরি খোঁজা বা

কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না।
ক) আখলাকে হামিদাহ অর্থ কী? ১
খ) দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? ২
গ) জনাব ‘খ’-এর কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ) ‘জনাব ‘ক’-এর কাজের পরিণতি ভয়াবহ’— মতামত দাও। ৪
৯। শেফালী বেগম তাঁর কিশোরী মেয়ে সালেহাকে নিয়ে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভাব-অনটনের সংসারে একটু লাভের আশায় তিনি তাঁর মেয়েকে দুধের সঙ্গে পানি মেশাতে বললে মেয়ে মাকে সতর্ক করে দিয়ে বলল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারলে শাস্তি পেতে হবে। লোকজনের অগোচরে পানি মেশাতে মা মেয়েকে বলামাত্রই মেয়ে বলল, কেউ না দেখলেও আল্লাহ তাআলা সব কিছুই দেখেন।
ক) সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী? ১
খ) আমানত রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। ২
গ) সালেহার জীবনে আখলাকে হামিদাহর কোন গুণটির প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ) সালেহার মধ্যে প্রতিফলিত হওয়া গুণটির গুরুত্ব কোরআন ও হাদিসের অলোকে মূল্যায়ন করো। ৪
১০। জামির সাহেব টঙ্গী এলাকার একজন শিল্পপতি। তিনি এলাকার মানুষের পানির তীব্র সংকট দূর করার উদ্দেশ্যে ১০ লাখ টাকা ব্যয় করে একটি পানির পাম্প স্থাপন করেন। এ ছাড়া এলাকায় মুসল্লিদের তুলনায় মসজিদ ছোট হওয়ায় তা সম্প্রসারণের ব্যবস্থা করেন। তাঁর সহধর্মিণী মিসেস নাবিলা নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে তিনি সংসারের সব কাজ নিজ হাতে সম্পাদন করেন।
ক) কোন সাহাবি তাবুক যুদ্ধে সব সম্পদ ব্যয় করেছিলেন? ১
খ) ‘হজরত উমর (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক’—বুঝিয়ে লেখো। ২
গ) মিসেস নাবিলা কাজের মাধ্যমে কোন মহীয়সী নারীর আদর্শের অনুকরণ করার চেষ্টা করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ) জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান (রা.)-এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন করো। ৪
১১। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশাপাশি অবস্থিত দুই গ্রামের লোকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। হাকিম সাহেবের মধ্যস্থতায় তা মীমাংসা হলেও তৃতীয় পক্ষের কিছু প্রভাবশালী ব্যক্তি হাকিম সাহেবকে কাজ করতে দিচ্ছিল না। পরবর্তী সময়ে হাকিম সাহেব কিছু শর্তসাপেক্ষে সব পক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। এতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।
ক) কাদের আনসার বলা হয়? ১
খ) সব মুসলিমের মিলনকেন্দ্রে পরিণত হলো মসজিদে নববী। ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সমঝোতা চুক্তিটি মহানবী (সা.)-এর যে চুক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তার গুরুত্ব ব্যাখ্যা করো। ৩
ঘ) মহানবী (সা.)-এর মাদানি জীবনের গুরুত্ব পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ৪