নবম অধ্যায়
আমাদের দায়িত্ব ও কর্তব্য
বহু নির্বাচনী প্রশ্ন
১। তুমি দেশসেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সে ক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে?
ক. অর্থ উপার্জন করে
খ. অন্যকে সাহায্য করে
গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করে
ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করে
উত্তর : ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করে।
২।
প্রাথমিক চিকিৎসার বাক্স কেন বাড়িতে রাখা উচিত?
ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে
খ. বাড়িতে পরিপূর্ণ চিকিৎসা পেতে
গ. অবস্থার উন্নতিতে সহায়তা করতে
ঘ. হাসপাতালে নেওয়ার উপযোগী করতে
উত্তর : ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে।
৩। দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়ে প্রচুর রক্তপাত হলে করণীয় কী?
ক. প্রাথমিক চিকিৎসা দেওয়া
খ. হাসপাতালে নিয়ে যাওয়া
গ. মাথায় পানি দেওয়া
ঘ. আহত ব্যক্তির ঠিকানা জানা
উত্তর : ক. প্রাথমিক চিকিৎসা দেওয়া।
৪।
সমাজের প্রতি দায়িত্বে অবহেলা নিচের কোনটি থেকে বোঝা যায়?
ক. নিয়ম অমান্য করা
খ. সম্পদ নষ্ট করা
গ. অসহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
উত্তর : ক. নিয়ম অমান্য করা।
৫। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বে অবহেলা?
ক. নিয়ম মানা
খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
উত্তর : ঘ. অন্যের ক্ষতি করা।
৬।
রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রা ক্রসিং ব্যবহার
খ. ওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাত ব্যবহার
ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
উত্তর : ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা।
৭। নিচের কোন কাজটি করা তোমার জন্য ঝুঁকিপূর্ণ?
ক. আচার খাওয়া
খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া
গ. শ্রেণিকক্ষে বসে টিফিন খাওয়া
ঘ. খাবারের দোকানে বসে কিছু খাওয়া
উত্তর : খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া।
৮। আমাদের দেশে সর্বনিম্ন কত বছর বয়সের নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৪
উত্তর : ক. ১৮।
৯। রাজনৈতিক অধিকার কোনটি?
ক. শিক্ষার অধিকার খ. সম্পদের অধিকার
গ. ভোটের অধিকার ঘ. উপরের সবগুলো
উত্তর : গ. ভোটের অধিকার।
১০। নাগরিকদের ওপর কী আরোপ করে রাষ্ট্র অর্থ সংগ্রহ করে?
ক. শক্তি খ. আইন
গ. শান্তি ঘ. কর
উত্তর : ঘ. কর।
১১। সরকারের আয়ের অন্যতম উৎস কী?
ক. বৈদেশিক ঋণ খ. কর
গ. ব্যাংক লোন ঘ. জনগণের চাঁদা
উত্তর : খ. কর।
১২। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কী আছে?
ক. পুলিশ বাহিনী খ. সেনাবাহিনী
গ. নিয়ম-কানুন ঘ. আইন-কানুন
উত্তর : ঘ. আইন-কানুন।
১৩। কোনটি সমাজের সম্পদ?
ক. পাহাড় খ. সমুদ্র
গ. বায়ু ঘ. পার্ক
উত্তর : ঘ. পার্ক।
১৪। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বে অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ
গ. নিয়ম ভাঙা ঘ. সম্পদ সংগ্রহ
উত্তর : গ. নিয়ম ভাঙা।
১৫। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নয় কোনটি?
ক. ভোট দান
খ. নিয়মিত কর প্রদান
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা
উত্তর : ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা।
১৬। কোনটিকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব?
ক. পরিবারকে খ. সমাজকে
গ. রাষ্ট্রকে ঘ. সরকারকে
উত্তর : খ. সমাজকে।
১৭। রাস্তায় কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে?
ক. ট্রাফিক আইন মেনে চললে
খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে
গ. জেব্রা ক্রসিং ব্যবহার করলে
ঘ. ওভারব্রিজ ব্যবহার করলে
উত্তর : খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে।