মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। অরীয় প্রতিসাম্যের উদাহরণ হলো—
i. Hydra
ii. Taenia
iii. Astropecten
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিশ ও একটি হাঙর সংগ্রহ করল। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।
২।
উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত?
ক. Cnidaria
খ. Arthropoda
গ. Echinodermata
ঘ. Chordata
৩। উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো—
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। Aves শ্রেণির বৈশিষ্ট্য হলো—
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ পালকে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
চিত্রটি লক্ষ করো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫। উদ্দীপকের B অংশের কাজ কোনটি?
ক. খাদ্য গ্রহণ ও পরিপাক করা
খ. ক্ষণপদের মাধ্যমে চলন
গ. আত্মরক্ষা করা ঘ. জননে সহায়তা করা
৬।
A অংশের বৈশিষ্ট্য হলো—
i. কোষ লম্বা ও সরু
ii. পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে
iii. মুক্ত প্রান্তে সংবেদী রোম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
৭। ঘাসফড়িংয়ের পরস্ফুিটনের সঠিক ধাপ কোনটি?
ক. ডিম → লার্ভা → পিউপা → ইমাগো
খ. ডিম → নিম্ফ → পিউপা → ইমাগো
গ. ডিম → নিম্ফ → ইমাগো
ঘ. ডিম → লার্ভা → ইমাগো

উপরোক্ত চিত্রের মাধ্যমে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৮। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে কোন গ্যাস পাওয়া যায়—
i. O2 ii. N2
iii. CO2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
৯। উল্লিখিত অঙ্গটি—
i. উদস্থিতিয় অঙ্গ
ii. শব্দ উৎপন্নকারী অঙ্গ
iii. শিকার ধরার অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
১০।
বাংলাদেশে রুই মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজননক্ষেত্র কোনটি?
ক. পদ্মা খ. হালদা
গ. কর্ণফুলী ঘ. মেঘনা
নিচের উদ্দীপক থেকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানবদেহের পরিপাকতন্ত্রে পাতার মতো একটি অঙ্গ আছে।
১১। উল্লিখিত অঙ্গটির নাম কী?
ক. অগ্ন্যাশয় খ. যকৃৎ
গ. পাকস্থলী ঘ. প্লীহা
১২। উল্লিখিত অঙ্গটির কাজ—
i. গ্যাস্ট্রিক রস ক্ষরণ করা
ii. শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করা
iii. মিশ্রগ্রন্থি হিসেবে কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
উদ্দীপকটির আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩। A চিহ্নিত অঙ্গটি কয়টি খণ্ডাংশে বিভক্ত?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
১৪।
চিত্রের B অংশ থেকে নিঃসৃত রসে পাওয়া যায়—
i. বিভিন্ন রঞ্জক ii. বিভিন্ন উৎসচক
iii. বিভিন্ন প্রাণরস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ষোলো বছর বয়সী রহিমের দেহের উচ্চতা ১.৬ মিটার হলেও তার দৈহিক ওজন ৮০ কেজি।
১৫। উদ্দীপকে রহিমের দেহের ওজন সূচক (BMI) কত kgm-2?
ক. ৩০.৭৫ খ. ৩১.২৫
গ. ৩১.৭৫ ঘ. ৩২.২৫
১৬। উদ্দীপকে রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী—
i. জিনগত সংবেদনশীলতা
ii. পারিবারিক জীবনযাত্রা
iii. মানসিক আঘাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
১৭। কোন রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়?
ক. বেসোফিল খ. নিউট্রোফিল
গ. ইওসিনোফিল ঘ. মনোসাইট
১৮। হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃত্স্পন্দনে বিদ্যুত্প্রবাহের সঠিক গতিপথ কোনটি?
ক. SAN → AVN পার্কিনজি তন্তু → বান্ডল অব হিজ
খ. SAN → পার্কিনজি তন্তু → AVN → বান্ডল অব হিজ
গ. SAN → AVN → বান্ডল অব হিজ → পার্কিনজি তন্তু
ঘ. AVN → SAN → বান্ডল অব হিজ → পার্কিনজি তন্তু
১৯। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বিনিময় হয়?
ক. ট্রাকিওল
খ. ট্রাকিয়া
গ. ব্রঙ্কাস
ঘ. অ্যালভিওলাস
২০। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে?
ক. ১০ খ. ৮
গ. ৬ ঘ. ৪
২১। কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?
ক. ব্রঙ্কাইটিস
খ. এমফাইসেমা
গ. প্লুরোসি
ঘ. নিউমোনিয়া
নিচের চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :

২২। প্রথম শ্রেণির লিভার কোনটি?
ক. A খ. B গ. C ঘ. A I B
২৩। কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
ক. A খ. B গ. C ঘ. A I B
২৪। টেস্ট ক্রসের জিনোটাইপিক অনুপাত কত?
ক. ৩ঃ১ খ. ১ঃ১
গ. ১ঃ২ঃ১ ঘ. ২ঃ১
২৫। Archaeoptey-কে কোন কোন শ্রেণির সংযোগকারী যোগসূত্র বলা হয়?
ক. উভচর ও পাখি খ. উভচর ও সরীসৃপ
গ. সরীসৃপ ও পাখি ঘ. পাখি ও স্তন্যপায়ী
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ
৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ
২০. ক ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. গ।