১। প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য
খ. দৈহিক সামর্থ্য
গ. বিজ্ঞানের জ্ঞান
ঘ. বংশগত পরিচয়
উত্তর : বিজ্ঞানের জ্ঞান
২। কোন উক্তিটি সঠিক?
ক. প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই
খ. প্রযুক্তি ও বিজ্ঞান অভিন্ন
গ. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত
ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত
৩। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা
খ. যাতায়াত
গ. কৃষি
ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
উত্তর : দিন ও রাত্রির দৈর্ঘ্য
৪।
পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?
ক. প্রযুক্তি খ. বিদ্যা
গ. বিজ্ঞান ঘ. দক্ষতা
উত্তর : বিজ্ঞান
৫। বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করাকে কী বলে?
ক. প্রযুক্তি খ. চিকিত্সা
গ. পরীক্ষা ঘ. উন্নয়ন
উত্তর : প্রযুক্তি
৬। নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার পেছনে কোনটি কাজ করছে?
ক. বিজ্ঞান শিক্ষা
খ. আরাম-আয়েশ
গ. প্রয়োজনবোধ
ঘ. বিনোদন আকাঙ্ক্ষা
উত্তর : প্রয়োজনবোধ
৭। কত সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি খুব ধীরগতির ছিল?
ক. ১৫০০ সাল খ. ১৬০০ সাল
গ. ১৭০০ সাল ঘ. ১৮০০ সাল
উত্তর : ১৭০০ সাল
৮।
মানুষ অন্য প্রাণী থেকে উন্নত, তার মূল কারণ কোনটি?
ক. মানুষ সামাজিক জীবন যাপন করে
খ. মানুষ দ্রুত চলাচল করে
গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
ঘ. মানুষ পরনির্ভরশীল
উত্তর : অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
৯। জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয় কোনটি দিয়ে?
ক. ব্যারোমিটার
খ. থার্মোমিটার
গ. ক্যালরিমিটার
ঘ. ল্যাকটোমিটার
উত্তর : থার্মোমিটার
১০। বিজ্ঞানের ভিত্তি কোনটি?
ক. জিজ্ঞাসা
খ. অনুসন্ধিত্সা
গ. পরীক্ষা-নিরীক্ষা
ঘ. প্রেরণা
উত্তর : অনুসন্ধিত্সা
১১। কৃষিপ্রযুক্তি কোনটি?
ক. ট্রাক্টর খ. এক্স-রে
গ. কম্পিউটার ঘ. ইনসুলিন
উত্তর : ট্রাক্টর
১২।
বিজ্ঞানের ভিত্তি কোনটি?
ক. জিজ্ঞাসা
খ. অনুসন্ধিৎসা
গ. পরীক্ষা-নিরীক্ষা
ঘ. প্রেরণা
উত্তর : অনুসন্ধিত্সা
১৩। প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করে—
ক. বিজ্ঞান খ. চিকিৎসক
গ. প্রযুক্তি ঘ. ইঞ্জিনিয়ার
উত্তর : প্রযুক্তি
১৪। বর্তমানে সারা বিশ্বে কী ব্যবহার করে শ্রেণিকক্ষে শিক্ষা দেওয়া হয়?
ক. কম্পিউটার
খ. টেলিভিশন
গ. টেপ রেকর্ডার
ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
উত্তর : মাল্টিমিডিয়া প্রজেক্টর
১৫। পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে কী ব্যবহূত হয়?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট
গ. ফ্যাক্স ঘ. ই-মেইল
উত্তর : ইন্টারনেট
১৬। ফসলের বীজ বোনার জন্য বর্তমানে কী ব্যবহূত হয়?
ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার
গ. ড্রামসিডার ঘ. অ্যারোপ্লেন
উত্তর : ড্রামসিডার
১৭।
নিচের কোনটি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়?
ক. রেফ্রিজারেটর খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. দেয়ালঘড়ি
উত্তর : রেফ্রিজারেটর
১৮। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় কোনটি?
ক. যানবাহনপ্রযুক্তি
খ. তথ্যপ্রযুক্তি
গ. বাসস্থানপ্রযুক্তি
ঘ. শিক্ষাপ্রযুক্তি
উত্তর : তথ্যপ্রযুক্তি
১৯। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?
ক. কম্পিউটার ভাইরাস
খ. কীটনাশকের ব্যবহার
গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
ঘ. রাসায়নিক সারের ব্যবহার
উত্তর : যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
২০। কৃষিপ্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে দ্বিতীয় যুগটি কিসের?
ক. উন্নত যন্ত্র ব্যবহারের
খ. রাসায়নিক সার ব্যবহারের
গ. জৈব প্রযুক্তি ব্যবহারের
ঘ. আধুনিক যন্ত্র ব্যবহারের
উত্তর : রাসায়নিক সার ব্যবহারের
২১। উদ্ভিদের কোথায় সবুজ কণিকা থাকে?
ক. কাণ্ডে খ. মূলে
গ. পাতায় ঘ. ফুলে
উত্তর : পাতায়
২২। উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি?
ক. অক্সিজেন খ. ক্লোরোফিল
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর : ক্লোরোফিল
২৩। উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোকশক্তিকে কী করে?
ক. শোষণ খ. বিকিরণ
গ. সংশ্লেষণ ঘ. সংযোজন
উত্তর : শোষণ
২৪। সালোকসংশ্লেষণে উদ্ভিদ বাতাসে কী ছাড়ে?
ক. জলীয় বাষ্প
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. হিলিয়াম
উত্তর : অক্সিজেন