ওই রাতে তাঁকেও হত্যা করা হয়। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। সেই রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা। হত্যা করে বহু সাংবাদিককে। মেধাবী লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ঘুমিয়ে ছিলেন প্রধান সংবাদপত্র ‘দৈনিক সংবাদ’-এর অফিসে। ভয়াল আগুনে তাঁকে পুড়িয়ে মারে। আরো শহীদ হন সেলিনা পারভীন, সাংবাদিক মেহেরুন্নেসা। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ই ডিসেম্বর আমরা পালন করি ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে।
১। সঠিক উত্তর লেখো। ১দ্ধ৫=৫
i) কাদের নিয়ে অনুচ্ছেদটি লেখা হয়েছে?
ক) ৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে
খ) ৭১-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে
গ) ২৫ শে মার্চ রাতে শহীদ আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে
ঘ) ৯ মাস ধরে পাকিস্তানিরা যাদের হত্যা করেছে তাদের নিয়ে
ii) বিজ্ঞানের শিক্ষক কে ছিলেন?
ক) এম মনিরুজ্জামান
খ) জ্যোতির্ময় গুহঠাকুরতা
গ) ড. গোবিন্দচন্দ্র দেব ঘ) শহীদ সাবের
iii) ভয়াল আগুন কাকে পুড়িয়ে মারে?
ক) মেহেরুন্নেসা খ) শহীদ সাবের গ) সেলিনা পারভীন ঘ) এম মুনিরুজ্জামান
iv) পাকিস্তানিদের গড়ে তোলা বাহিনীতে কারা যোগ দেয়নি?
ক) অসাধুরা খ) লোভীরা
গ) দেশদ্রোহীরা ঘ) দেশপ্রেমিকরা
v) শহীদ বুদ্ধিজীবী দিবস কোনো দিন পালন করা হয়?
ক) ২১ শে ফেব্রুয়ারি খ) ২৬ শে মার্চ গ) ১৪ই ডিসেম্বর ঘ) ১৬ই ডিসেম্বর
২। শব্দগুলোর অর্থ লেখো। ১দ্ধ৫= ৫
বরেণ্য, মনস্বী, যশস্বী, পাষণ্ড, অসাধু।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ৫
ক) ১৯৭১-এর ২৫ শে মার্চ রাতে পাকিস্তানিরা কাদের ওপর আক্রমণ চালায়? ১
খ) হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা কী করেছিল? ২
গ) শহীদ সাবের কিভাবে মৃত্যুবরণ করেন? ২
৪। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
স্যার আইজ্যাক নিউটন ১৬৪২ সালের বড়দিনে লিংকনশায়ারের উলস্থর্পে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে নিউটনের মধ্যে যন্ত্রপাতি নিয়ে কাজ করার প্রবণতা দেখা যায়। মেধাবী নিউটন স্কুলের পড়াশোনায় অমনোযোগী ছিলেন। পিতৃহারা নিউটনকে মা সফল কৃষক বানানোর জন্য স্কুল থেকে ছাড়িয়ে নেন। কিন্তু কৃষিকাজ তাঁর দ্বারা হয়নি। ১৯ বছর বয়সে তিনি ক্যামব্র্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করতে থাকেন। নিউটন খুব অল্প বয়স থেকেই নানা বৈজ্ঞানিক চিন্তায় ডুবে থাকতেন। তাঁর বয়স যখন ২৩ বছর, তখন গাছ থেকে আপেল মাটিতে পড়ে যাওয়ার কারণ খুঁজতে থাকেন। পৃথিবী, চাঁদ ও গ্রহগুলো কিভাবে চলছে, তা নিয়ে নতুন করে ভাবনায় ডুবে যান। এ অনুসন্ধান থেকেই তিনি আবিষ্কার করেন যে মহাকর্ষ বলের আকর্ষণেই আপেল মাটিতে পড়ে এবং পৃথিবী, চাঁদ ও গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরে। ২১ থেকে ২৭ বছর বয়সের মধ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি জ্যোতিষ্ক নিয়ে গবেষণার জন্য টেলিস্কোপ আবিষ্কার করেন। তিনিই প্রথম বলেন যে সাদা আলো রংধনুর সব কয়টি রঙের মিশ্রণ। নিউটন ২৩-২৪ বছর বয়সে আবিষ্কার করেন ইন্টিগ্রাল ক্যালকুলাস, যার কারণে আধুনিক গণিতের বিকাশ ঘটেছে আর বিজ্ঞানের বেশির ভাগ অগ্রগতি সম্ভব হয়েছে। নিউটনের আবিষ্কারগুলোর সবচেয়ে বেশি প্রয়োগ ঘটে জ্যোতির্বিদ্যায়। নিউটনকে তাই বলা হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ। তিনি ‘প্রিন্সিপিয়া’ নামে লাতিন ভাষায় একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি বিজ্ঞানী ও পদার্থবিদদের কাজে বিরাট প্রভাব ফেলে আসছে। ১৭০৫ সালে নিউটন ‘নাইট’ উপাধি লাভ করেন। বৈষয়িক বিষয়ে নিউটন অন্যমনস্ক স্বভাবের ছিলেন। এ ব্যাপারে একটি গল্প প্রচলিত আছে। এক দিন তিনি তাঁর এক বন্ধুকে বাসায় দাওয়াত করেন। কিন্তু তিনি তা ভুলে যান। বন্ধুটি নিউটনের বাসায় এসে তাঁর দেরি দেখে গোশত খেয়ে হাড়গুলো প্লেটে ঢেকে রেখে চলে যান। নিউটন বাড়ি ফিরে ঢাকনা উল্টিয়ে হাড় দেখে বলে ওঠেন ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি ডিনার খেয়েছি।’ এই বিখ্যাত বিজ্ঞানী ১৭২৭ সালে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
৫। সঠিক উত্তর লেখো : ১দ্ধ৫ = ৫
i) অনুচ্ছেদটি কী বিষয় নিয়ে লেখা?
ক) বিজ্ঞানীদের নিয়ে
খ) নিউটনকে নিয়ে
গ) নিউটনের আবিষ্কার নিয়ে
ঘ) নিউটনের জীবন, কর্ম গবেষণা ও আবিষ্কার নিয়ে
ii) নিউটনের মা তাঁকে কী বানাতে চেয়েছিলেন?
ক) শিক্ষক খ) গণিতবিদ গ) কৃষক ঘ) বিজ্ঞানী
iii) নিউটন কত সালে ‘নাইট’ উপাধি লাভ করেন?
ক) ১৬৪২ সালে খ) ১৭০৫ সালে
গ) ১৭০৭ সালে ঘ) ১৭১৭ সালে
iv) গাছ থেকে আপেল পড়ে যাওয়ার কারণ তিনি কত বছর বয়স থেকে খুঁজতে থাকেন?
ক) শৈশব থেকে খ) ১৯ বছর থেকে
গ) ২১ বছর থেকে ঘ) ২৩ বছর থেকে
v) নিউটন কত বছর বয়সে ‘ইন্টিগ্রাল ক্যালকুলাস’ আবিষ্কার করেন?
ক) ১৮-১৯ বছর বয়সে
খ) ২৩-২৪ বছর বয়সে
গ) ২০-২১ বছর বয়সে
ঘ) ২১-২৭ বছর বয়সে
৬। এখানে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ১দ্ধ৫= ৫
শব্দ - শব্দার্থ
কৃষক - যিনি চাষাবাদ করেন
নাইট - সম্মানজনক উপাধি
প্রবণতা - আগ্রহ
অন্যমনস্ক - অন্যমনা/উদাসীন
ডিনার - রাতের খাবার
ক) ব্রিটিশ-ভারত সরকার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে ¡ উপাধি দেন।
খ) ছেলেটির মধ্যে ভাঙা ফেলনা জিনিসপত্র নিয়ে কাজ করার ¡ রয়েছে।
গ) সে সব সময় ¡ থাকে।
ঘ) আমার বাবা একজন ¡ ।
ঙ) আমি ¡ খাব না।
৭। প্রশ্নগুলোর উত্তর লেখো। ৫দ্ধ৩= ১৫
ক) নিউটন কে ছিলেন? তাঁর জন্ম, শৈশব ও শিক্ষা নিয়ে পাঁচটি বাক্য লেখো।
খ) নিউটন সম্পর্কে প্রচলিত গল্পটি পাঁচটি বাক্যে লেখো?
গ) নিউটনের উল্লেখযোগ্য আবিষ্কার সম্পর্কে পাঁচটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো।
৮। নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করে সেই শব্দ দিয়ে বাক্য রচনা করো। ২দ্ধ৫= ১০
হ্ন, দ্ধ, ন্ধ, ঙ্ক, স্থ।
৯। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। ৫
যোদ্ধা দুজন গপগপিয়ে খায় দেরি করার সময় নেই নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা দেরি করা চলবে না খাওয়া শেষ হলে রাহেলা বলে তোমরা আবার আসবে তো
১০। এক কথায় প্রকাশ করো। ১দ্ধ৫= ৫
ক) যা প্রয়োগ করা যায় ...
খ) সমুদ্রের তীরে বালুময় স্থান ...
গ) অত্যধিক সাহসী ...
ঘ) খারাপ মেজাজ ...
ঙ) পাখির ডাকাডাকির আওয়াজ ...
১১। বিপরীত শব্দ লেখো : ১দ্ধ৫= ৫
সুন্দর, বুদ্ধিমান, অহংকার, ভয়, দুর্বিনীত।
১২। ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো। ৬
আবার দেখি নীল আকাশে
হানাদারের সঙ্গে জোরে
পাখা তাদের কথা দেশের মানুষ
লড়ে মুক্তি সেনা
কখনো ভুলবে না
খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো। ১
গ) কবিতাটির কবির নাম কী? ১
ঘ) হানাদার কারা? তারা কী করেছিল? ২
১৩। মনে করো, তুমি চন্দ্রা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাও। তোমার নাম ফাহিম বা ফাহিমা। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ করো। ৫
ভর্তি ফরম
১। শিক্ষার্থীর নাম :
২। পিতার নাম / অভিভাবকের নাম :
৩। মাতার নাম :
৪। যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :
জন্ম তারিখ :
শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ
১৪। মনে করো, তোমার নাম ইভা/ইভান। তোমার বিদ্যালয়ের নাম চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার অসুস্থতার জন্য তিন দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারনি। তাই জরিমানা মওকুফ করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। ৫
১৫। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো। ১০
(প্রদত্ত উপশিরোনাম ছাড়াও পরীক্ষার্থী এক বা একাধিক উপশিরোনাম ব্যবহার করতে পারবে।)
ক) স্যার জগদীশ চন্দ্র বসু
(ভূমিকা, জন্ম, শিক্ষা, গবেষণা, আবিষ্কার, রচনা, উপসংহার)
খ) সুন্দরবনের প্রাণী
(ভূমিকা, সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বিলুপ্ত প্রাণী, বিলুপ্তপ্রায় পাখি, জীববৈচিত্র্য সংরক্ষণ, উপসংহার)
গ) বাংলাদেশের মৃৎশিল্প
(ভূমিকা, মৃৎশিল্প কী, উপকরণ, পোড়ামাটির শিল্প, বর্তমান অবস্থা, উপসংহার)