উত্তর : নক্ষত্রের নিজস্ব আলো আছে।
৭। পৃথিবীকে একবার আবর্তন করতে চাঁদের দিন সময় লাগে।
উত্তর : পৃথিবীকে একবার আবর্তন করতে চাঁদের ২৮ দিন সময় লাগে।
৮। চাঁদ সূর্যের আলো করে।
উত্তর : চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে।
৯। আমরা শুধুমাত্র চাঁদের অংশই দেখতে পাই।
উত্তর : আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই।
১০। চাঁদের সূর্যের আলোতে সব সময়ই আলোকিত হয়।
উত্তর : চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত হয়।
১১। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলে।
উত্তর : মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে।
১২। সৌরজগতের গ্রহগুলো কেন্দ্র করে ঘুরছে।
উত্তর : সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরেছ।
১৩। পৃথিবী সৌরজগতের একটি ।
উত্তর : পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।
১৪। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে বলে।
উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
১৫। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে
বলে।
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
১৬। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায়
সময় লাগে।
উত্তর : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন ছয় ঘণ্টা সময় লাগে।
১৭। নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর
বলে।
উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।
১৮। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের বড় দেখায়।
উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে বড় দেখায়।
১৯। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন।
উত্তর : মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।
২০। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিলোমিটার।
উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
২১। আলো প্রতি সেকেন্ডে প্রায় কিলোমিটার বেগে চলে।
উত্তর : আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার বেগে চলে।
২২। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সেকেন্ড সময় লাগে।
উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে ১.৩ সেকেন্ড সময় লাগে।
২৩। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় কিলোমিটার।
উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
২৪। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায়
সময় লাগে।
উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায় আট মিনিট সময় লাগে।
২৫। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে।
উত্তর : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।
২৬। হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
উত্তর : অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
২৭। পৃথিবীর অক্ষরেখাটি একে মেরু বরাবর ছেদ করেছে।
উত্তর : পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে।
২৮। পৃথিবীর কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।
উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।
২৯। পৃথিবী দিকে নিজ অক্ষের ওপর ঘুরছে।
উত্তর : পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের ওপর ঘুরছে।
৩০। ঋতু পরিবর্তন হয় পৃথিবীর কারণে।
উত্তর : ঋতু পরিবর্তন হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে।
৩১। শীতকালে উত্তর গোলার্ধে সূর্য কিরণ দেয়।
উত্তর : শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়।
৩২। চাঁদ পৃথিবীর একমাত্র ।
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
৩৩। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের বলে।
উত্তর : চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।