আজকের দিনে রাষ্ট্র গঠন ও গণতন্ত্রচর্চায় গণমাধ্যম এবং বাকস্বাধীনতার অপরিসীম গুরুত্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। ক্লাসিক ধারণা অনুসারে এককথায় বলা যায়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর গণতন্ত্রের প্রধান ভিত্তিগুলোর একটি হলো মত প্রকাশের স্বাধীনতা। আর এই মত প্রকাশের স্বাধীনতাই ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নিয়ামক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তেজনার মধ্যে গণমাধ্যম প্রকাশ্য হুমকির মধ্যে পড়ছে, যা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে চেতনাগতভাবে আহত করছে।
কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন এবং পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের মন্তব্য বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার এক জটিল ও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম মূল লক্ষ্য ছিল বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করা। কিন্তু দুঃখজনকভাবে সেই আন্দোলনেরই কিছু নেতা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে প্রকাশিত খবর থেকে জানা যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত।
’ তাঁর মতে, ‘কেউ কারো সঙ্গে একমত না হলেও মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকতে হবে।’ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রশাসনিক স্থবিরতা ও ‘মব কালচার’ বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, গণমাধ্যমও এর শিকার হচ্ছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনও গণমাধ্যমের প্রতি হুমকিকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। তাদের মতে, গণমাধ্যমের কোনো প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পাওয়ার জন্য আইনসম্মত পথ খোলা আছে, কিন্তু হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করে স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত করা যাবে না।
এ বিষয়ে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনা করে দেওয়া স্মারকলিপি বাংলাদেশের গণমাধ্যমের জন্য আন্তর্জাতিক উদ্বেগের ইঙ্গিত দেয়। স্মারকলিপিতে বলা হয়েছে, ‘দেশ এখন মব সন্ত্রাসের কাছে জিম্মি, যা থেকে মিডিয়াও রক্ষা পাচ্ছে না।’ এমনকি মার্কিন সিনেটর শেখ রহমানের অভিজ্ঞতাও প্রমাণ করে যে বাংলাদেশে গণমাধ্যমের ওপর এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে, যেখানে স্বাধীনভাবে খবর প্রকাশ করা কঠিন।
আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে, যার পরিণতি সবাই জানে। পরিহাসের বিষয় হচ্ছে, ৫ আগস্টের আগে যে মিডিয়াগুলো পতিত সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারা লক্ষ্যবস্তু হচ্ছে।
এনসিপি একটি নতুন এবং তারুণ্যে ভরা দল। তাদের মধ্যে ভুলত্রুটি থাকতেই পারে। সেসবের সমালোচনা তাদের নিজেদের সংশোধন ও বিকাশের জন্যই অপরিহার্য। এই ইতিবাচক দিকটিকে আরো শক্তিশালী করতে হলে তাদের সমালোচনার প্রতি সহনশীল হতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে সত্যের প্রবাহ বন্ধ হয়ে যাবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের মনে রাখতে হবে, তাঁরা একটি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেছিলেন, যেখানে গণমাধ্যম নির্ভয়ে সত্য কথা বলতে পারবে।