শয়তান কাছে আসতে পারে না
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আসতে পারে না। আয়াতুল কুরসি হলো- 'আল্লাহু লা--- ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ূমু, লা তা'খুযুহূ সিনাতুঁও ওয়ালা নাউমুল লাহূ মা ফিস সামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদি, মান যাল লাযী য়াশফা'উ 'ইনদাহূ-- ইল্লা বিইযনিহী, য়া'লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা য়ুহীতূনা বিশায় ইম মিন 'ইলমিহী ইল্লা বিমা--- শা----আ, ওয়াসি'আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদা, ওয়ালা য়াঊদুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল 'আলিয়্যুল 'আযীম।' সুরা বাকারা, আয়াত ২৫৫।
ইমানের সঙ্গে মৃত্যু হবে
সুরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত হলো- 'রাব্বানা লা তুযিগ কুলূবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
'প্রত্যেক নামাজের পর এ আয়াতটুকু পড়লে ইনশা আল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তির ইমানের সঙ্গে মৃত্যু হবে।
ঋণ থেকে মুক্তি মিলবে
সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত হলো- 'কুলিল্লাহুম্মা মা-লিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা----উ, ওয়া তানযি'উল মুলকা মিম্মান তাশা----উ, ওয়া তু'ইযযু মান তাশা----উ, ওয়া তুযিল্লু মান তাশা----উ, বিয়াদিকাল খাইরু, ইন্নাকা 'আলা কুলি্ল শায়ইন কাদীর।'
প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সাতবার করে এ আয়াতটুকু নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে ঋণের বেড়াজাল থেকে মুক্তি মিলবে।
উত্তম সন্তান পাবেন
সুরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াত হলো- 'রাবি্ব হাব লী মিল লাদুনকা যুররিয়্যাতান তায়্যিবাতান ইন্নাকা সামী'উদ দো'আ।
'নিয়মিত বেশি পরিমাণে এ আয়াতটুকু পাঠ করলে আল্লাহর রহমতে আশা করা যায়, উত্তম সন্তান জন্ম হবে।
সূত্র : আমালে কোরআনি, আল্লামা আশরাফ আলী থানুভি (রহ.)