ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
মণিপুর

সহিংসতার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

  • ► রাজ্যের ৩৫টি উপজাতি গোষ্ঠীকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং
  • ► বিরোধীদের দাবি, মণিপুরে সহিংসতা দীর্ঘ সময় চলার কারণ বীরেন সিংয়ের নেতৃত্বে রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকারের অকর্মণ্যতা
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সহিংসতার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রক্তক্ষয়ী সহিংসতার জন্য সব নাগরিকের কাছে ক্ষমা চেয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং। গতকাল মঙ্গলবার ইম্ফলে এক সংবাদ সম্মেলনে সর্বসাধারণের উদ্দেশে বীরেন সিং বলেন, ক্ষমা করুন এবং অতীত ভুলে যান। মণিপুরে শান্তি ফিরবে।

এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, গোটা বছর দুর্ভাগ্যজনক কেটেছে আমাদের।

গত বছরের ৩ মে থেকে যা ঘটে চলেছে রাজ্যে তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি আমি। অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে ঘরছাড়া হয়েছেন। আমি অনুতপ্ত।
ক্ষমা চাইছি। কিন্তু গত তিন-চার মাসের শান্তি পরিস্থিতি দেখে আমি আশাবাদী যে ২০২৫ সালের মধ্যে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে। একই সঙ্গে রাজ্যের ৩৫টি উপজাতি গোষ্ঠীকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বীরেন সিং আরো বলেন, সমস্যার সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই হতে পারে।

কেন্দ্রীয় সরকার এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে।

যদিও বিরোধীদের দাবি, মণিপুরে সহিংসা দীর্ঘ সময় চলার কারণ বীরেন সিংয়ের নেতৃত্বে রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকারের অকর্মণ্যতা। সহিংসতা থামাতে কার্যকরী পদক্ষেপ করা হয়নি সময়মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর নীরবতা ভাঙেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্যোগী হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

তাই বছর শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বোধোদয় নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা।

 

সেনাবাহিনীর অভিযানে দুর্বৃত্তদের চার বাংকার ধ্বংস

মণিপুরে দুর্বৃত্তদের চারটি অবৈধ বাংকার ধ্বংস করেছে এবং ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায় অন্য তিনটি বাংকার দখল করে নিয়েছে সেনাবাহিনী। এসব বাংকার থেকেই দুষ্কৃতকারীরা নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাত। মণিপুর পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ ও পুলিশের সম্মিলিত বাহিনী গত শনিবার থেকে সাবুংখোক খুনউ, শান্তিখোংবাল, থামনাপোকপি, সানসাবি, উয়োক চিং ও নাটুম চিং এলাকায় এবং থামনাপোকপি ও সানসাবি গ্রামের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। গত শুক্রবার থামনাপোকপি ও সানসাবি গ্রামে বন্দুক হামলায় পুলিশ ও নারীসহ চারজন আহত হওয়ার পর এই অভিযান শুরু করা হয়। কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে সশস্ত্র বন্দুকধারীরা নিম্নাঞ্চলের থামনাপোকপি এবং সানসাবি গ্রামে বন্দুক হামলা শুরু করে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী এবং গ্রামের স্বেচ্ছাসেবকরা গুলি চালায়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, অপারেশন চলাকালে (শনিবার থেকে) এই এলাকাগুলো থেকে সব সশস্ত্র দুর্বৃত্তদের হঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এতে এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ।

মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে। তার পরও মাঝেমধ্যে দুর্বৃত্তদের আক্রমণ চলছেই। এই পরিস্থিতির লাগাম টানতে কয়েক মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও অন্যান্য আধাসেনার যৌথ বাহিনী।

নতুন বছরের প্রাক্কালে নিরাপত্তা বাহিনী মণিপুরের পার্বত্য ও উপত্যকার উভয় অঞ্চলেরই ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুলসংখ্যক অস্ত্রশস্ত্র।

সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুই দশক আগে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল। তার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকুনগুনিয়ার নতুন প্রাদুর্ভাব ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত মঙ্গলবার সংস্থাটি এ আহবান জানায়। ১১৯টি দেশের আনুমানিক প্রায় ৫৬০ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডায়ানা রোহাস আলভারেজ জানান।

২০০৪-০৫ সালের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে ডায়ানা বলেন, আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সূত্র : এএফপি

 

মন্তব্য

মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাচ্ছে ভারত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাচ্ছে ভারত

আগামী সেপ্টেম্বরে মিগ-২১ যুদ্ধবিমানকে চিরতরে বিদায় জানাবে ভারতীয় বিমানবাহিনী। ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নরস হাউসে এই যুদ্ধবিমান নিয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। এর দুই দিন পর পাকিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল নিয়াজি তাঁর ৯৩ হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেন।

গত ষাট বছরেরও বেশি সময়ে ভারতীয় বিমান বাহিনী ৮৭০টি মিগ বিমান ব্যবহার করেছে। সূত্র : বিবিসি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মায়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত থাই সীমান্তে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মায়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত থাই সীমান্তে

মায়ানমারের জান্তা বাহিনীর একটি ড্রোন থাইল্যান্ড সীমান্তে বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি মায়ানমারের অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের ওপর হামলার উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে থাই সীমান্তে বিধ্বস্ত হয়। থাইল্যান্ডের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

২০২১ সালে মায়ানমারের সেনাবাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উত্খাত করার পর থেকে দেশটিতে যে সংঘাত চলছে, প্রায়ই তার প্রভাবে থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে থাইল্যান্ডের সেনাবাহিনী এক বিবৃতি বলেছে, গত সোমবার থাই সীমান্তের ১৫ কিলোমিটার ভেতরে তাক প্রদেশের একটি জঙ্গলে কামিকাজে ড্রোন খুঁজে পেয়েছি আমরা। সূত্র : এএফপি

মন্তব্য

বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাগবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়।

বিশেষ করে দুই মাস ধরে বিহারে চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে কমপক্ষে এক কোটি ভোটারকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

সর্বশেষ সংবাদ