<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেন চলাচল। গত সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর দ্বিগুণেরও বেশি শক্তি সঞ্চয় করেছে ইয়াগি। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)। চীনের হাইনান প্রদেশের আবহাওয়া বিভাগ জানায়, ওয়েনচ্যাং শহরে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। চীন কর্তৃপক্ষের ধারণা, ইয়াগি এক দশকের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে চলেছে। একটি সুপার টাইফুনের শক্তি ক্যাটাগরি ৫ হারিকেনের সমান। হাইনান কর্তৃপক্ষ টাইফুনের কারণে পর্যটকদের আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই টাইফুনে বাতাসের গতিবেগে সব তছনছ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হংকংয়ের সঙ্গে ম্যাকাও এবং গুয়াংডংয়ের ঝুহাইয়ের সংযোগকারী প্রধান সেতুটিও বন্ধ রাখা হয়েছে। ইয়াগির প্রভাবে গত বৃহস্পতিবার থেকে সেখানে শক্তিশালী বজ্রপাত ও বজ্রপাতের সঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সূত্র :  আলজাজিরা, বিবিসি</span></span></span></span></p>