।
সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।
নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।