সিরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে গতকাল শুক্রবার হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আবু আবদুল রহমান আল-মাক্কি নামের ওই ব্যক্তি সিরিয়ায় হুররাস আল-দিন নামের একটি সংগঠনের শুরা কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ নেতা। সিরিয়া থেকে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে দায়ী করা হয়।
সেন্ট্রাল কমান্ড আরো জানায়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা চালিয়ে থাকে গোষ্ঠীটি।