<p>সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় একটি সৈকতে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।</p> <p>গত শুক্রবার রাতে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন আল-শাবাব  লিদো সৈকতে হামলার দায় স্বীকার করেছে।</p> <p>লিদো সৈকতের বিচ ভিউ হোটেলের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিলে তাণ্ডব শুরু হয়। আরো কয়েকজন হামলাকারী হোটেলটিতে হামলার চেষ্টা করে এবং সৈকতে অবস্থানরত লোকের ওপর গুলি বর্ষণ করে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, সৈকতে বহু মানুষ হাঁটাহাঁটি করছিল এবং অনেকে বসে ছিল।</p> <p>স্থানীয় পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের জানান, হামলায় ৩২ জন বেসামরিক নাগরিকের প্রাণ চলে গেছে এবং গুলিবিদ্ধ হয়েছে ৬৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।</p> <p>তিনি আরো বলেন, হামলাকারী সবাই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে। গাড়িবোঝাই বিস্ফোরক নিয়ে আসা আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী মুহাম্মদ মোয়ালিম বলেন, ‘বিচ ভিউ হোটেলের প্রবেশপথে বিস্ফোরণের আগমুহূর্তে সুইসাইডাল ভেস্ট পরিহিত ওই ব্যক্তিকে দেখেছি। সেখানে উপস্থিত আমার বন্ধুদের অনেকে মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’</p> <p>হামলার নিন্দা জানিয়েছে সোমালিয়ার ফেডারেল সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের নিহতদের পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।<br /> সূত্র : এএফপি</p> <p> </p> <p> </p>