ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

শকুন কমায় মৃত্যু বেড়েছে মানুষের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
শকুন কমায় মৃত্যু বেড়েছে মানুষের

আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিপুলসংখ্যক শকুনের মৃত্যুর ফলে মারাত্মক ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণ ছড়িয়ে পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গরুসহ পচাগলা প্রাণিদেহ খেয়ে ঐতিহ্যগতভাবে শকুন প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করত।

গবেষণাটির সহলেখক ইয়াল ফ্রাংক যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের হ্যারিস স্কুল অব পাবলিক পলিসি বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করে শকুন।

আমাদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়াসহ বিভিন্ন জীবাণু বহনকারী মৃত প্রাণী অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখিটি। এই শকুনের উপস্থিতি ছাড়া রোগজীবাণু ছড়াতে পারে। তারা শুধু দেখতেই সুন্দর না, পরিবেশের জন্য দরকারিও। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাণিজগতের সবার আলাদা দায়িত্ব আছে।

গবেষণাটিতে ইয়াল ফ্রাংক ও তাঁর সহলেখক অনন্ত সুদর্শন ভারতের বিভিন্ন জেলায় জীবাণুঘটিত রোগে মানুষের মৃত্যুর হারের তুলনা করেছেন। অতীতে শকুনের ব্যাপক উপস্থিতির সময়ের সঙ্গে শকুন কমে যাওয়ার পর একই এলাকার মানুষের মৃত্যুর হারের ব্যবধান বিশ্লেষণ করেছেন তাঁরা।

ভারতীয় উপমহাদেশে একসময় প্রায় সব এলাকায় বিপুলসংখ্যক শকুন দেখা যেত। কিন্তু দুই দশক আগে এ অঞ্চলজুড়ে ব্যাপক হারে শকুন মারা যেতে থাকে।

অনুসন্ধানের পর এ জন্য দায়ী করা হয় গরুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডাইক্লোফেনাককে। ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন মৃত গরুর মাংস খেয়ে কিডনি জটিলতায় ভুগে মারা যায় বহু শকুন। মারা যেতে যেতে গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি এক সময়ে পাঁচ কোটি থেকে শকুনের সংখ্যা শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। ২০০৬ সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার নিষিদ্ধ করার পর থেকে শকুনের মৃত্যু অনেকটাই কমেছে। তবে এটি ব্যবহারের ফলে অন্তত তিনটি প্রজাতির দীর্ঘ মেয়াদে ৯১ থেকে ৯৮ শতাংশ ক্ষতি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, শকুন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর হারও লাফিয়ে বেড়ে গেছে। গবেষকরা দেখেছেন, ভারতের জনপদগুলোতে ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে শকুন কমে যাওয়ার কারণে বছরে বাড়তি এক লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই মানুষগুলো এমন ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে মারা গেছে, যেগুলো শকুন থাকলে পরিবেশ থেকে সরিয়ে ফেলত। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শকুনের অনুপস্থিতিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে তাদের কামড়ে মানুষের জলাতঙ্ক হওয়ার হারও বেড়েছে।

শূন্য দশকে এসে এ অঞ্চলে ভারতীয় শকুনের পাশাপাশি পরিযায়ী শকুনও কমে গেছে। ইদানীং বিপন্ন শকুন উদ্ধারের পর সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে চিড়িয়াখানা বা সাফারি পার্কের মতো আটক অবস্থায় শকুনের বাচ্চা ফুটিয়ে উপযুক্ত বয়সে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপ বিপন্ন শকুনকে রক্ষায় যথেষ্ট কি না, সে ব্যাপারে অবশ্য মতপার্থক্য রয়েছে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে আগুনে নিহত ৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে আগুনে নিহত ৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নার্সিং হোমে আগুন লেগে ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। গত রবিবার স্থানীয় সময় রাতে ফল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউসে আগুন লেগে হতাহতের দুর্ঘটনাটি ঘটেছে।  জানা গেছে, ওই নার্সিংহোমে ৭০ জন বাসিন্দা ছিল। আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীও আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের প্রায় ৫০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন সেখানে। এর মধ্যে ছুটিতে থাকা অবস্থায় ৩০ জন কর্মীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। ফল রিভার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জেফরি বাকন এক বিবৃতিতে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফল রিভার এলাকার বাসিন্দাদের জন্য এটি মর্মান্তিক ঘটনা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি ফল রিভার ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।
সূত্র : এএফপি

 

মন্তব্য

পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১৮ দিনের মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরেছেন অ্যাক্সিয়াম-৪ মিশনের চার নভোচারী। গতকাল মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জলভাগে মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বিমানবাহিনীর শুভাংশু শুক্লা এবং তাঁর তিন মিশন সঙ্গী নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভস উজানানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু সফলভাবে অবতরণ করেন। এই অবতরণের সময় লখনউতে জায়ান্ট স্ক্রিনে নজর রাখছিলেন মহাকাশচারী শুভাংশুর মা ও বাবা। স্পেসএক্সের ক্যাপসুল সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণের পর তাঁরা কেক কেটে ছেলের এই মহাকাশ জয়ের সাফল্য উদযাপন করেন।

হিউস্টনভিত্তিক বেসরকারি কম্পানি অ্যাক্সিওম স্পেস এই অভিযান পরিচালনা করেছে। এতে সহায়তা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ভারতের ইসরো, ইউরোপের ইএসএ এবং ইলন মাস্কের স্পেসএক্স। সূত্র : এএফপি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত
নিমিশা প্রিয়া

ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। ওই প্রতিবেদনে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। ভারত সরকার গত সোমবার দাবি করে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তার ‘সীমার মধ্যে’ সব কিছু করেছে।

ওই সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত বুধবারের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি

 

 

মন্তব্য

ট্যাংক বিস্ফোরণে গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্যাংক বিস্ফোরণে গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ব্রিগেডের আরেক কর্মকর্তা। নিহত তিনজন হলেন ২১ বছর বয়সী স্টাফ-সার্জেন্ট শোহার মেনাহেম (মোশাভ ইয়ার্দেনা), ২০ বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (এফরাত) ও ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (রিশন ল্যাজিওন)। তাঁরা সবাই আইডিএফের সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে কর্মরত ছিলেন।

গাজার জাবালিয়া এলাকায় স্থানীয় হামাস ইউনিটকে নির্মূল এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। ওই ট্যাংকের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। আইডিএফ জানায়, এটি সম্ভবত একটি অপারেশনাল (কার্যক্রমসংক্রান্ত) দুর্ঘটনা, যেখানে ট্যাংকের ভেতরেই একটি শেল (গোলা) বিস্ফোরিত হয়।  এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩ জনে।

এদিকে গাজাফেরত আরেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সূত্র : আলজাজিরা, টিআরটি ওয়ার্ড

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ