ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে বিপাকে জো বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে বিপাকে জো বাইডেন
জো বাইডেন

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে ভয় পাচ্ছিলেন। কিন্তু গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলায় বাইডেনের সেই আতঙ্ককই যেন বাস্তবে রূপে নিয়ে যাচ্ছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যে বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছিলেন, সেটা ইরানের হামলার পর যেন আরো প্রতিকূল হয়ে উঠেছে। কারণ একদিকে তিনি উত্তেজনা প্রশমন করে ইরানকে নিবৃত্ত করতে চান, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়েও দেশের অভ্যন্তরে বামপন্থী ও ডানপন্থীদের কাছ থেকে তিনি চাপের মুখে আছেন।

এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়টিও ঝুলে আছে।

মাত্র দুই সপ্তাহ আগে গাজায় আগ্রাসন নিয়ে একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইরান-ইসরায়েলের সম্পর্ক একেবারে নাজুক হয়ে পড়েছিল। পরে চলতি সপ্তাহে ইরানের হামলার পর পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বহু বছর ধরে ছায়া যুদ্ধ চালালেও ইসরায়েলি মাটিতে প্রথমবারের মতো হামলা চালিয়ে ইরান আদতে একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেনিস রস বলেন, এই হামলার অর্থ ইরানকে প্রতিহত করতে ব্যর্থতা রয়েই গেছে। আর বাইডেনও এখন একটি অস্বস্তিকর দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হচ্ছেন। কারণ একদিকে বাইডেনকে ইরানের ক্ষোভের উত্তাপ প্রশমন করতে হবে। অন্যদিকে তেহরানকে তাদের নেওয়া পদক্ষেপের মূল্যটাও বুঝিয়ে দিতে হবে।

শনিবারের হামলার পর হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছিল যে ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে তারা অংশ নেবে না। অবশ্য ইসরায়েলের প্রতি লৌহ কঠিন সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছিল ওয়াশিংটন। বর্তমান যুদ্ধে ইরানের সরাসরি অংশগ্রহণ গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো এবং হামাসের হাতে অপহৃত জিম্মিদের মুক্তি উল্লেখযোগ্যভাবে কঠিন করে তুলবে।

মার্কিন কূটনীতিকরা ইসরায়েলকে গাজা থেকে জিম্মি উদ্ধার এবং ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির লক্ষ্যে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য লাগাতার কাজ করে চলেছেন। এখন ইরানের এই হামলার পর যুদ্ধবিরতি নিয়ে চুক্তিও ঝুঁকির মুখে পড়েছে।

বিশ্ববাসী এখন ইসরায়েলের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ ঝামেলাও যেন মার্কিন প্রেসিডেন্টের পিছু ছাড়ছে না। একদিকে রয়েছে ইসরায়েল থেকে দূরে থাকার জন্য বামপন্থীদের চাপ। অন্যদিকে রয়েছে যথেষ্ট জোরালোভাবে ইরানের বিরুদ্ধে দাঁড়াতে না পারার দুর্বলতার অভিযোগ।

জর্জ এইচডাব্লিউ বুশ এবং ক্লিনটনের প্রশাসনের আমলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রস বলেন, আমি বুঝতে পারছি যে এটা নির্বাচনের বছর। এ সময় যে কেউ কোনো বিষয়কে আঁকড়ে ধরতে চাইবে। এটি পুরোপুরি বোধগম্য। কিন্তু একই ঘটনার জেরে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে, তার নজির কিন্তু আর নেই। আর সেই পদক্ষেপটি গ্রহণ করার মাধ্যমে ইরানের নির্দিষ্ট গণ্ডি অতিক্রম করার জন্য একটি প্রস্তুতি চোখে পড়ছে।  দেশটি যত বেশি নির্দিষ্ট গণ্ডি অতিক্রম করবে, তত বেশি অভ্যস্ত হবে। এর ফলে অঞ্চলটি আরো বিপজ্জনক হয়ে উঠবে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা

শেয়ার
ফিলিপিন্সে ভয়াবহ বন্যা
ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত দুজন। বন্যায় দেশটির রাজধানী ম্যানিলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল ম্যানিলার পূর্বাঞ্চলীয় কাইন্টা শহরের একটি এলাকায়। ছবি : এএফপি
মন্তব্য

গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন।

উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। সূত্র : আনাদুল অ্যাজেন্সি

 

মন্তব্য

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

আমরা ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধানের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।

গত সোমবার দেওয়া হয়েছে ওই বিবৃতি। গাজায় প্রায় ২১ মাস ধরে যুদ্ধ চলার পর বিবৃতি এলো। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ