যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট গত বৃহস্পতিবার মহাকাশের দিকে যাত্রা করে। রকেটে যুক্ত ড্রাগন ক্যাপসুলে চড়ে তুরস্কের প্রথম নভোচারী আলপার গেজারভচি এবং ইউরোপের তিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। ছবি : এএফপি
।সম্পর্কিত খবর

মোদির সফরে জোরদার মালদ্বীপ-ভারত সম্পর্ক
কালের কণ্ঠ ডেস্ক

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গত শনিবার দেশটি সফর সম্পন্ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থসংকটে থাকা ভারত মহাসাগরীয় দেশটিকে অবকাঠামোগত প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি। তবে মোহাম্মদ মুইজু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকেই ভারত উদ্বিগ্ন হয়ে পড়ে যে মালে চীনের দিকে ঝুঁকতে পারে। মুইজুর কর্মকাণ্ডে তা আরো স্পষ্ট হয়।

ফিলিস্তিনবিরোধী অবস্থান ইতালির
কালের কণ্ঠ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া বুমেরাং হয়ে ফিরে আসতে পারে এবং এমন পদক্ষেপ বর্তমান সংকট সমাধানের জন্য বিপরীত প্রভাব ফেলতে পারে। গত শুক্রবার ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, তবে সেটি প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেওয়ার বিপক্ষে।’ তিনি আরো বলেন, যদি এমন কিছু কাগজে-কলমে স্বীকৃতি দেওয়া হয়, যা বাস্তবে এখনও নেই, তাহলে সমস্যাটি মিটে গেছে বলে ভুল বার্তা ছড়াতে পারে। সূত্র : লা রিপাবলিকা
।
গাজার নারীদের জন্য নেতানিয়াহুর ‘মায়াকান্না’
কালের কণ্ঠ ডেস্ক

গাজার নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ‘ফুল সেন্ড পডকাস্টে’ হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তাঁর এমন ‘মায়াকান্নায়’ বিস্মিত অনেকে। নেতানিয়াহু তাঁর মায়াকান্নায় বলেন, ‘গাজার নারীরা সম্পত্তি, তাঁদের কোনো মূল্য নেই, তাঁদের কোনো অধিকার নেই, তাঁরা পুরোপুরি দমন-পীড়নের শিকার।

সংক্ষিপ্ত
ইরানে আদালতে হামলায় নিহত ৬
কালের কণ্ঠ ডেস্ক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এই হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলি চালানো শুরু করে।