গাজার দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় তিন দিন ধরে ব্যাপক বিমান হামলার পর স্থল অভিযান শুরু হলো। এদিকে গাজার হাসপাতালগুলোয় ‘লাশের বন্যা’ বয়ে যাচ্ছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে সমগ্র উপত্যকায় হামলা শুরুর পর গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনারা।