উত্তর কোরিয়া থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কায়দায় হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল। গত রবিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে নিজ বাড়িতে নৈশ ভোজ করার সময় তিনি এই আশঙ্কার কথা জানান।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অকস্মাৎ আক্রমণ চালায় হামাস। দক্ষিণ কোরিয়ার ধারণা, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সীমান্ত পেরিয়ে এ ধরনের আক্রমণ করতে পারে।
গত মাসে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছিলেন, পিয়ংইয়ং ভবিষ্যতে হামাসের আক্রমণের পদ্ধতি অনুসরণ করতে পারে বলে প্রমাণ মিলেছে।
হামাস ইসরায়েলে গেরিলা হামলা চালানোর পাশাপাশি ফিলিস্তিন থেকে প্রায় পাঁচ হাজার রকেটও নিক্ষেপ করেছে। সেখানে পিয়ংইয়ংয়ের আর্টিলারি থেকে ঘণ্টায় ১৬ হাজার গোলা নিক্ষেপ সম্ভব। যদি সত্যিই উত্তর কোরিয়া কখনো দক্ষিণের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে, তাহলে সিউল ভুগবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা।
সূত্র : বিবিসি