নির্বাচন আয়োজনের ব্যাপারে তাড়াহুড়া করে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা হবে না। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের অভ্যুত্থানের নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা।
জেনারেল এনগুয়েমা তথার টিভি ভাষণে বলেন, ‘আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া (নির্বাচনের ব্যাপারে)। তবে ত্বরিত কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ এই নয় যে তাড়াহুড়া করে নির্বাচন আয়োজনের মাধ্যমে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা হবে।
’
সেনাবাহিনীর হাতে সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো এক প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে আবারও বিজয়ী হওয়ার দাবি করেছিলেন। এই নির্বাচনে প্রধান বিরোধী দল অল্টারেন্স ২০২৩ জয়লাভের কথা বলছে। দলটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তাদের হাতে ক্ষমতা দিয়ে বেসামরিক শাসনে ফিরে যেতে অভ্যুত্থানকারীদের চাপ দেওয়া হয়।
এদিকে সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার থেকেই দেশের সীমান্ত উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাবনের প্রভাবশালী বঙ্গো পরিবারের ৫৬ বছরের শাসনের ইতি ঘটিয়ে অভ্যুত্থান করেন জেনারেল এনগুয়েমা। গত শুক্রবার তিনি দেশের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে আরো গণতান্ত্রিক মনোভাব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সূত্র : আলজাজিরা, এএফপি