ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

আবারও ‘কিংমেকার’ হতে পারেন কুমারাস্বামী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আবারও ‘কিংমেকার’ হতে পারেন কুমারাস্বামী

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচনে দেশটির জাতীয় স্তরের দুই প্রধান দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সর্বভারতীয় কংগ্রেস মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আগামীকাল বুধবার ভোট শুরু হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের এই নির্বাচন দুই দলের জন্যই অগ্নিপরীক্ষা।

২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে বিজেপির প্রচারে নেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ দিনে ১৭টি সভা এবং পাঁচটি শোভাযাত্রা করেন।

বিশ্লেষকদের মতে, রাজধানী নয়াদিল্লি থেকে বহুদূরে গিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রচারই প্রমাণ করে, এই নির্বাচনকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে বিজেপি।

অন্যদিকে কর্ণাটকের নির্বাচনকে বিজেপির মতোই সমান গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। ‘মোদি’ পদবি নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের কারণে লোকসভার সদস্য (এমপি) পদ খোয়ানো রাহুল গান্ধী এবং দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ধারাবাহিক প্রচারকাজ সেরেছেন। আসরে নামা বাদ রাখেননি কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও।

অথচ ২০১৯ সালের পর তিনি স্বাস্থ্যগত কারণে দলের কোনো প্রকাশ্য সভায় আসেননি।

নির্বাচনী জনসভাগুলোতে প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একে অন্যের দিকে তির্যক বাক্যবাণ ছুড়েছেন। একটি জনসভায় সোনিয়া বলেন, কর্ণাটকের খ্যাতি, সার্বভৌমত্ব ও স্বাতন্ত্র্যের প্রশ্নে কংগ্রেস কোনো ছাড় দেবে না। বিজেপি এই বক্তব্যকে হাতিয়ার করে অভিযোগ করছে, কর্ণাটককে ভারত থেকে আলাদা করে ফেলার চিন্তা করছে কংগ্রেস।

ভোট গ্রহণের আগ দিয়ে এই ইস্যুতে সোনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছে বিজেপি।

দুই সর্বভারতীয় দলের লড়াইয়ে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে আঞ্চলিক দল হারাদানাহালি দেবগৌড়া (এইচ ডি) কুমারাস্বামীর নেতৃত্বাধীন জনতা দল (ধর্মনিরপেক্ষ)-জেডিএস। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের সঙ্গে জোট সরকার গড়েছিল ১০৪ আসনে জয়লাভ করা জেডিএস। গত রবিবার সন্ধ্যায় নির্বাচনী জনসভায় এইচডি কুমারাস্বামী অভিযোগ করেন, কংগ্রেস মুসলিম জনগোষ্ঠীকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করলেও তাদের উন্নয়নে কিছুই করেনি। নির্বাচনী মাঠে বিজেপিরও সমালোচনা করছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার এই ছেলে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস-জেডিএস সরকার ভেঙে যায়। দল ভাঙিয়ে সরকার ফেলে দিয়ে পরের বছর বিএস ইয়েদুরাপ্তার নেতৃত্বে বিজেপি সরকার গঠন করে। পরে অবশ্য এই সরকারের নেতৃত্ব যায় বিজেপি নেতা বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের কাছে।

‘কিংমেকার’ হতে পারেন এইচ ডি কুমারাস্বামী

কর্ণাটক বিধানসভায় সরকার গঠন করতে হলে ১১৩ আসন জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। শেষ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গড়তে হবে। সে ক্ষেত্রে এবারও সরকার গঠনের নিয়ন্ত্রক তথা কিংমেকার হয়ে উঠতে পারে জেডিএস।

রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এ নায়ায়ণ বলেন, ‘বিজেপি হারলে এর অর্থ দাঁড়াবে, তারা দক্ষিণে কোনো উন্নতি করতে পারবে না। আর তারা জয়লাভ করলে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও তামিলনাডুতে দলীয় কর্মীদের মধ্যে সৃষ্ট উদ্দীপনা যথেষ্ট হবে।’

বিশ্লেষকরা মনে করেন, কংগ্রেসের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য। কর্ণাটকের ইতিবাচক ফল রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে কর্মীদের উদ্দীপ্ত করবে। ভোট বিশেষজ্ঞ সঞ্জয় কুমার মনে করেন, তৃণমূল পর্যায়ে শক্ত নেতৃত্বের কারণে কংগ্রেস ভালো ফল করতে পারে।

জরিপে ফলের আভাস

নির্বাচনের পর আগামী শনিবার ভোটের সম্ভাব্য ফল নিয়ে জরিপে ইঙ্গিতপূর্ণ চিত্র ফুটে উঠেছে। ভারতীয় গণমাধ্যম ‘এবিপি নিউজ’ এবং নির্বাচনী ফল বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘সিভোটার’ এর যৌথ সমীক্ষায় দেখা গেছে, কংগ্রেস ১০৭ থেকে ১১৯টি আসন পেতে পারে, বিজেপি ৭৪ থেকে ৮৬টি আসন দখল করতে পারে এবং জেডিএস ২৩ থেকে ৩৫টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। ইন্ডিয়া টুডে কর্তৃক পরিচালিত জরিপেও বিজেপির হারের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ‘জিনিউজ’ পরিচালিত সমীক্ষায় বিজেপিকে একক বৃহত্তম দল হিসেবে দেখানো হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস, বিবিসি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা

শেয়ার
ফিলিপিন্সে ভয়াবহ বন্যা
ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত দুজন। বন্যায় দেশটির রাজধানী ম্যানিলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল ম্যানিলার পূর্বাঞ্চলীয় কাইন্টা শহরের একটি এলাকায়। ছবি : এএফপি
মন্তব্য

গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন।

উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। সূত্র : আনাদুল অ্যাজেন্সি

 

মন্তব্য

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

আমরা ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধানের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।

গত সোমবার দেওয়া হয়েছে ওই বিবৃতি। গাজায় প্রায় ২১ মাস ধরে যুদ্ধ চলার পর বিবৃতি এলো। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ