পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) এক কর্মী নিহত হয়েছেন। পুলিশের জারি করা সাত দিনের ১৪৪ ধারা ভেঙে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা জড়ো হলে গতকাল বুধবার এই সংঘর্ষ হয়। কয়েক দিন ধরে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইমরান খানের গ্রেপ্তার ঠেকতে বিক্ষোভ করে আসছিলেন পিটিআইকর্মীরা। এরপর গতকাল পাঞ্জাব প্রদেশে ইমরান খানের নির্বাচনী প্রচার শুরুর কথা ছিল।
সংক্ষিপ্ত
লাহোরে সংঘর্ষে পিটিআইকর্মী নিহত
কালের কণ্ঠ ডেস্ক

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা


গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ‘হতবাক’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হতবাক’ হয়ে পড়েছিলেন।

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা
কালের কণ্ঠ ডেস্ক

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

সংক্ষিপ্ত
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের
কালের কণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।