রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পার হওয়ার কিছুদিনের মধ্যে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ও মস্কোর মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠল। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের মধ্যে সম্ভাব্য দূরত্বের কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য ও ভিডিওর ভিত্তিতে এ কথা বলা হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ওয়াগনারপ্রধান দাবি করেছেন, তাঁর প্রতিনিধিকে রুশ বাহিনীর দপ্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ওয়াগনার গ্রুপ ও মস্কোর ‘দ্বন্দ্ব’
বাখমুত নিয়ে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ
কালের কণ্ঠ ডেস্ক

ইউক্রেন যুদ্ধের ময়দানে এত দিন ওয়াগনার গ্রুপকে মস্কোর হয়ে বীরত্বের সঙ্গে লড়াই করা আগ্রাসী যোদ্ধাদল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এবার সেই ওয়াগনারই রাশিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নিয়ে এলো।
যোদ্ধাদলটির শীর্ষ ব্যক্তি ইয়েভগেনি প্রিগোঝিন গতকাল বলেছেন, তাঁরা পূর্ব ইউক্রেনের বাখমুত রণাঙ্গনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন, কিন্তু এ জন্য মস্কোর কাছ থেকে পর্যাপ্ত গোলাবারুদ পাচ্ছেন না। ওয়াগারপ্রধান বলেন, বিষয়টি সাধারণ আমলাতান্ত্রিক জটিলতা, এমনকি এক প্রকারের বিশ্বাসঘাতকতাও হতে পারে।
ওয়াগনার গ্রুপ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের কয়েক হাজার যোদ্ধা নামিয়েছে। এর মধ্যে অনেকে সরাসরি এসেছে রুশ কারাগার থেকে। ইউক্রেনে আগ্রাসন পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে বাখমুত দখলের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে।
বাখমুত সামরিক দিক দিয়ে তত গুরুত্বপূর্ণ না হলেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বলা হচ্ছে এটি দখলের মধ্য দিয়ে রাশিয়া তার নতুন দফা অভিযানের সাফল্য দেখাতে চায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রবিবার দেওয়া এক পোস্টে ওয়াগনারপ্রধান প্রিগোঝিন বলেন, গত ২২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত নথিপত্রের ভিত্তিতে বলা হয়, পরের দিনই বাখমুতে গোলাবারুদ পাঠানো হবে; কিন্তু এর বেশির ভাগই পাঠানো হয়নি।
শনিবার প্রচারিত আরেকটি ভিডিওতে এসংক্রান্ত বিষয় উঠে আসে। এটি সম্ভবত গত মাসে ধারণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, প্রিগোঝিন বলছেন, ওয়াগনারের যোদ্ধাদের আশঙ্কা—রাশিয়া যুদ্ধে হেরে গেলে তাদের বলির পাঁঠা বানানো হতে পারে।
প্রিগোঝিন আরো বলেন, ‘আমরা পিছু হটলে ইতিহাসে নিম্নস্তরের মানুষের কাতারে নেমে যাব, যারা যুদ্ধে মূল ভূমিকা নিয়েছিল।’
শনিবারের ভিডিওতে ওয়াগনারপ্রধান আরো বলেন, তাঁর যোদ্ধাদল ছাড়া রণাঙ্গনের সম্মুখরেখা বরাবর রাশিয়ার অবস্থান ভেঙে পড়বে। বাখমুত থেকে এখন ওয়াগনার সেনাদল প্রত্যাহার করা হলে রুশদের গোটা সম্মুখরেখাই বিপর্যস্ত হয়ে পড়বে। বর্তমানে ওয়াগনারই সেই দৃঢ়তা ধরে রেখেছে।
চাঞ্চল্যকর এসব দাবি ও বক্তব্য সামনে আসার পর ওয়াগনারপ্রধান অভিযোগ করেছেন, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ সদর দপ্তরে তাঁর প্রতিনিধিকে গতকাল ঢুকতে দেওয়া হয়নি।
মারিওপোলে রুশ প্রতিরক্ষামন্ত্রী : ওয়াগনার বাহিনীর সঙ্গে ক্রেমলিনের মতবিরোধ ও সম্পর্কের আপাত টানাপড়েনের মধ্যে শনিবার থেকে দখলকৃত মারিওপোল শহর পরিদর্শন শুরু করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসংক্রান্ত ছবি প্রকাশ করে। নিরাপত্তাজনিত কারণে সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবি প্রকাশের পর বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোলে অবকাঠামোগত সংস্কার কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন শোইগু। সূত্র : বিবিসি, এএফপি, গার্ডিয়ান
সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে চুরির দায়ে ভারতীয় নারী সাজার মুখে
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রে একটি স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন এবং একটি স্টোর থেকে প্রায় এক হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় লক্ষাধিক টাকা) মূল্যের পণ্য চুরি করেন। এই ঘটনার একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রিয়াকে ক্ষমা করবে না ভুক্তভোগী পরিবার
কালের কণ্ঠ ডেস্ক

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। হত্যার শিকার যুবক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি বলেছেন, প্রিয়া অপরাধ করেছেন। তাঁকে কোনো ক্ষমা করা হবে না। তাঁর মৃত্যুদণ্ড হতেই হবে।
সূত্র : এনডিটিভি

নতুন রাজনৈতিক দল গড়লেন ইমরানের প্রাক্তন স্ত্রী
কালের কণ্ঠ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গড়েছেন। তাঁর দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। গত মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন রেহাম। তিনি বলেছেন, তাঁর রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরো বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে, এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, পাকিস্তান সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম। তাঁর ভাষায়, ‘পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।’ সূত্র : ডন

‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্যে পদ হারালেন কিউবার মন্ত্রী
কালের কণ্ঠ ডেস্ক

পার্লামেন্টের অধিবেশনে বেফাঁস মন্তব্যের জেরে কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা মন্ত্রিত্ব হারিয়েছেন। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। ওই মন্ত্রী দাবি করে বসেন, দেশে ভিক্ষুকের অস্তিত্ব নেই। তিনি দাবি করেন, কিউবায় প্রকৃত অর্থে কোনো ‘ভিক্ষুক’ নেই।
ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত কিউবায় দারিদ্র্যের হার দ্রুত বাড়ছে। সঙ্গে খাদ্য সঙ্কটও নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। মার্তা এলেনা এ সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টে বক্তব্য রাখার সময় কিউবার সড়কে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ও ময়লার বিন হাতড়ে বেড়ানো মানুষদের নিয়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কিউবায় কোনো ভিক্ষুক নেই।