ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

সাউথ ক্যারোলাইনায়ও বিদ্যুিবচ্ছিন্ন প্লাবিত অনেক এলাকা

  • হারিকেন ইয়ান
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সাউথ ক্যারোলাইনায়ও বিদ্যুিবচ্ছিন্ন প্লাবিত অনেক এলাকা
হারিকেন ইয়ানের প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানিবন্দি এক জনপদ। শুক্রবার তোলা। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পর সাউথ ক্যারোলাইনায়ও তাণ্ডব চালিয়েছে হারিকেন ইয়ান। গত শুক্রবার ঘণ্টায় ৭৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি এই অঙ্গরাজ্যের জনপ্রিয় সমুদ্রতীরবর্তী শহর মার্টল বিচসহ আশপাশের বড় এলাকা প্লাবিত করেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাউথ ক্যারোলাইনায় প্রায় দুই লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুত্হীন ছিল। চার্লসটন শহরে অনেক গাড়ি প্লাবনের পানিতে ভেসে যেতে দেখা গেছে।

এই অঙ্গরাজ্যে আঘাত হানার পর ইয়ান ক্রমশ শক্তি হারিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসি জানায়, ইয়ান হারিকেনটি প্রায় ৫০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়টি দুর্বল হয়ে পড়লেও বিপজ্জনক ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা বা ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গিয়ে থামার কথা এই ঘূর্ণিঝড়ের।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, কয়েক দিন ধরে ফ্লোরিডাসহ সমগ্র অঞ্চলে বানের পানি জমে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার জরুরি বিভাগের কর্মকর্তারা গত শুক্রবার সকাল পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তবে সবার মৃত্যু ঝড়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।

গত বুধবার ক্যাটাগরি ফোর হারিকেন হিসেবে ফ্লোরিডার স্থলভাগে আঘাত হানে ইয়ান।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫৫ কিলোমিটার পর্যন্ত হলে তাকে ক্যাটাগরি ফোর হারিকেন হিসেবে ঘোষণা করা হয়। পরিসংখ্যান রাখার সময় থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি ইয়ান। আর ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ মনে করা হচ্ছে একে। এর আগে মঙ্গলবার প্রথম কিউবায় আঘাত হানে ঝড়টি। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুই দশক আগে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল। তার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকুনগুনিয়ার নতুন প্রাদুর্ভাব ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত মঙ্গলবার সংস্থাটি এ আহবান জানায়। ১১৯টি দেশের আনুমানিক প্রায় ৫৬০ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডায়ানা রোহাস আলভারেজ জানান।

২০০৪-০৫ সালের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে ডায়ানা বলেন, আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সূত্র : এএফপি

 

মন্তব্য

মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাচ্ছে ভারত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাচ্ছে ভারত

আগামী সেপ্টেম্বরে মিগ-২১ যুদ্ধবিমানকে চিরতরে বিদায় জানাবে ভারতীয় বিমানবাহিনী। ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নরস হাউসে এই যুদ্ধবিমান নিয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। এর দুই দিন পর পাকিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল নিয়াজি তাঁর ৯৩ হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেন।

গত ষাট বছরেরও বেশি সময়ে ভারতীয় বিমান বাহিনী ৮৭০টি মিগ বিমান ব্যবহার করেছে। সূত্র : বিবিসি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মায়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত থাই সীমান্তে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মায়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত থাই সীমান্তে

মায়ানমারের জান্তা বাহিনীর একটি ড্রোন থাইল্যান্ড সীমান্তে বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি মায়ানমারের অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের ওপর হামলার উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে থাই সীমান্তে বিধ্বস্ত হয়। থাইল্যান্ডের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

২০২১ সালে মায়ানমারের সেনাবাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উত্খাত করার পর থেকে দেশটিতে যে সংঘাত চলছে, প্রায়ই তার প্রভাবে থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে থাইল্যান্ডের সেনাবাহিনী এক বিবৃতি বলেছে, গত সোমবার থাই সীমান্তের ১৫ কিলোমিটার ভেতরে তাক প্রদেশের একটি জঙ্গলে কামিকাজে ড্রোন খুঁজে পেয়েছি আমরা। সূত্র : এএফপি

মন্তব্য

বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাগবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়।

বিশেষ করে দুই মাস ধরে বিহারে চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে কমপক্ষে এক কোটি ভোটারকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

সর্বশেষ সংবাদ