বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকা করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন সম্ভবত আগের ডেল্টা ধরনের জায়গা নিতে যাচ্ছে। ওমিক্রন প্রথম শনাক্ত করা দেশ দক্ষিণ আফ্রিকার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের পরিচালক এ কথা বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য বহুজাতিক ওষুধ কম্পানি মের্কের তৈরি কভিডের ওষুধ মলনুপিরাভির ব্যবহারের সুপারিশ করেছেন। তাঁরা বলেছেন, কভিডের এই নতুন ধরনের ওষুধটি ওমিক্রনসহ করোনাভাইরাসের অন্যান্য ধরনের বিরুদ্ধেও কাজ করতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের শঙ্কা
অতি সংক্রামক ডেল্টার জায়গা নেবে ওমিক্রন?
- ♦ বিশ্বের দেশগুলোতে একের পর এক শনাক্ত হচ্ছে ওমিক্রন
- ♦ উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের মলনুপিরাভির ব্যবহারের সুপারিশ মার্কিন বিশেষজ্ঞদের
- ♦ ৬০ বছরের বেশি বয়সীদের বিদেশভ্রমণ স্থগিতের পরামর্শ
কালের কণ্ঠ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) পরিচালক আদ্রিয়ান পুরেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তত সংক্রমণের দিক থেকে ওমিক্রন ধরনটি ডেল্টার চেয়ে এগিয়ে। তিনি বলেন, পূর্ববর্তী সংক্রমণ ও টিকার কারণে যে ইমিউনিটি তৈরি হয়েছে, ওমিক্রনের তা এড়ানোর সক্ষমতা কতটা এবং অন্য ধরনগুলোর চেয়ে এর লক্ষণগুলো বেশি খারাপ কি না তা জানতে বিজ্ঞানীদের চার সপ্তাহ লাগতে পারে।
পুরেন বলেন, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ডেল্টার স্থলাভিষিক্ত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে বিশেষ করে সবচেয়ে জনবহুল গৌতেং প্রদেশে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে এরই মধ্যে ওমিক্রন ডেল্টার জায়গা নিয়েছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
কভিডের চিকিৎসায় কোনো কোনো ক্ষেত্রে কার্যকর বলে প্রমাণিত মলনুপিরাভির এরই মধ্যে যুক্তরাজ্যে অনুমোদিত হয়েছে। এর ব্যবহারে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃতের সংখ্যা কমতে দেখা গেছে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) আয়োজিত ওই বৈঠকে ১৩ জন বিজ্ঞানী মলনুপিরাভির ব্যবহারের পক্ষে ভোট দেন। ১০ জন বিপক্ষে ভোট দেন।
এদিকে উপসাগরীয় দেশের মধ্যে প্রথম সৌদি আরবে এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় গতকাল প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার মধ্যে ব্রাজিলে গতকাল প্রথম এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এরপর দেশটি বিশেষ করে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে জাপান গতকাল দেশটির সব নতুন ফ্লাইট বুকিং বাতিল করেছে।
এদিকে ৬০ বছরের বেশি বয়সী এবং করোনাজনিত জটিলতার ঝুঁকিতে থাকা সব মানুষকে আপাতত বিদেশভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে এ পরামর্শ দেয়।
সূত্র : এএফপি, বিবিসি।
সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার
কালের কণ্ঠ ডেস্ক

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।

পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো
কালের কণ্ঠ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত
কালের কণ্ঠ ডেস্ক

তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।

সংক্ষিপ্ত
কমরেড আজিজুল হকের মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।