kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

রবার্ট কেনেডির হত্যাকারীকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাব

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট এফ কেনেডির হত্যাকারী সিরহানের কারামুক্তির আবেদনে সায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি প্যারোল বোর্ড। ১৯৬৮ সালে খুন হওয়ার সময় রবার্ট প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে ছিলেন। এক সমাবেশে বক্তৃতা দেওয়ার পর লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে তিনি গুলিবিদ্ধ হন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রবার্টকে হত্যার দায়ে সিরহান এরই মধ্যে ৫৩ বছর জেল খেটে ফেলেছেন। অবশ্য প্যারোল বোর্ড প্রস্তাব করলেও ৭৭ বছর বয়সী সিরহানের কারামুক্তি এখনই নিশ্চিত হচ্ছে না। তাঁকে জেল থেকে ছাড়া হবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, তারা সিরহানের প্যারোলে মুক্তির আবেদনে আপত্তি জানাবে না। প্যারোলে মুক্তির জন্য ১৬ বার আবেদন করেন সিরহান। ১৯৬৮ সালে গ্রেপ্তারের সময় তিনি বলেছিলেন, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সহায়তায় সিনেটর রবার্টের সমর্থন তাঁকে ক্ষুব্ধ করেছিল। রবার্ট কেনেডির দুই সন্তান তাঁদের বাবার হত্যাকারীকে ছেড়ে দেওয়ার আবেদন জানানোর পর ক্যালিফোর্নিয়ার প্যারোল বোর্ড সিরহানের মুক্তিতে সায় দিলেন। শুক্রবার প্যারোল শুনানিতে সানডিয়াগোর আদালতে দাঁড়িয়ে রবার্ট কেনেডির ছেলে ডগলাস কেনেডি বলেন, তাঁর বাবার হত্যাকারীও একজন মানুষ হিসেবে সহানুভূতি ও ভালোবাসা পাওয়ার যোগ্য বলে তিনি মনে করছেন। যদি শিরহানকে অন্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে না করা হয়, তাহলে তাঁর মুক্তির ব্যাপারে নিজের কোনো বিরোধিতা নেই। এরপর বিচারক শিরহানের প্যারোলের আবেদন মঞ্জুর করেছেন। সূত্র : সিএনএন।সাতদিনের সেরা