কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে পায়ে চিড় ধরল জো বাইডেনের। টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প! বাইডেন পায়ের পাতায় চোট পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে আগামী বেশ কয়েক সপ্তাহ হাঁটার জন্য বিশেষ ধরনের জুতা পরতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এক্স-রে মাধ্যমে হাড়ে চিড় ধরার প্রমাণ না পেলেও, পরে সিটি স্ক্যান করে দেখা যায়, বাইডেনের পায়ের পাতায় চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে। সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগবে। সে কারণেই ওই বিশেষ ধরনের জুতা পরতে হবে বাইডেনকে।
মন্তব্য