kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ট্রাম্প ভোট দেবেন আজ

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার ভোরে ফ্লোরিডায় আগাম ভোট দেবেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউস এ খবর জানায়।  হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।’ ফ্লোরিডায় ট্রাম্পের দুটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বিচে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নির্বাচন ৩ নভেম্বর, তবে এ বছর আমেরিকানরা অভূতপূর্বভাবে সরাসরি অথবা ই-মেইলে আগাম ভোট দিচ্ছেন। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্বাচনের দিনে ভোটের জন্য লাইন এড়াতে বেশির ভাগ ভোটার আগাম ভোট দিচ্ছেন।

এরই মধ্যে চার কোটি ৭০ লাখ মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা