রাজনৈতিক অঙ্গনে সরব হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের ওপর নেমে আসতে শুরু করেছে আইনি খড়্গ। চিকিৎসার জন্য বিদেশে থাকা নওয়াজকে পাকিস্তানে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছোট ভাইকে।
দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত নওয়াজ চিকিৎসার জন্য গত নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন।