আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের গোলযোগপূর্ণ দারা-ই-সুফ পায়ান জেলায় তালেবান হামলার জবাবে সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৩ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার এখানে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। তারই মধ্যে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটছে আফগানিস্তানে।