kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

ক্রাইস্টচার্চের আরেক মসজিদে হুমকির কথা জানত পুলিশ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার দিনে আরেকটি মসজিদে হামলার হুমকির বিষয়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল। দুই মসজিদে ৫১ মুসল্লি নিহত হওয়ার ঘটনা তদন্তে নিয়োজিত তদন্তকারীদের এমন তথ্য জানিয়েছে মুসলিম নারীদের একটি সংগঠন।

ইসলামিক উইমেন্স কাউন্সিল অব নিউজিল্যান্ড বলেছে, গত বছরের ১৫ মার্চ ফেসবুকের মেসেঞ্জারে হ্যামিল্টনের একটি মসজিদের বাইরে কোরআন পুড়িয়ে দেওয়ার হুমকিসহ শ্বেতাঙ্গ বর্ণবাদীদের হুমকির বিষয়ে তারা পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে ধারাবাহিকভাবে সতর্ক করে এসেছে। হ্যামিল্টনের ওই হুমকির সঙ্গে ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞের প্রত্যক্ষ সংযোগ না থাকলেও, হুমকির বিষয়ে জানার পর চাইলে সব মসজিদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া যেত বলে মত দেয় তারা। গতকাল মঙ্গলবার তাদের বক্তব্য জনসমক্ষে আসে। সূত্র : রয়টার্স।

 

মন্তব্যসাতদিনের সেরা