ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ইরাকে রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরাকে রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত

ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী তাজি সামরিক ঘাঁটিতে গত বুধবার কয়েকটি রকেট হামলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর তিন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার অপারেশন ইনহেরেন্ট রিসলভ এ কথা জানায়। এদিকে হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে জোট ও ইরাকি নিরাপত্তা বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন উইলিয়াম আরবান জানান, হামলায় তাঁদের দুই এবং এক ব্রিটিশ সেনা সদস্য নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান, যে ধরনের অস্ত্র এবং কৌশল ব্যাবহার করা হয়েছে তা থেকে ধারণা করা হচ্ছে হামলার পেছনে ইরানের রেভল্যুশনারি গার্ড বা ওই দেশটি সমর্থিত যোদ্ধারা জড়িত থাকতে পারে।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, ‘তাজি সামরিক ঘাঁটির পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি।

’ ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডার জানান, গত বছরের অক্টোবরের শেষ ভাগ থেকে এখন পর্যন্ত দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর ২২ বার রকেট হামলা হয়েছে।

ইরাকে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস এক টুইট বার্তায় জানান, বুধবার ঘাঁটিতে ১৫টির বেশি ছোট আকৃতির রকেট হামলা হয়। তবে এর বেশি কোনো তথ্য দেননি তিনি।

বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিকে প্রশিক্ষণের কাজে কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া বর্তমানে ইরাকে ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। সূত্র : সিএনএন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা

শেয়ার
ফিলিপিন্সে ভয়াবহ বন্যা
ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত দুজন। বন্যায় দেশটির রাজধানী ম্যানিলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল ম্যানিলার পূর্বাঞ্চলীয় কাইন্টা শহরের একটি এলাকায়। ছবি : এএফপি
মন্তব্য

গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন।

উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। সূত্র : আনাদুল অ্যাজেন্সি

 

মন্তব্য

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

আমরা ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধানের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।

গত সোমবার দেওয়া হয়েছে ওই বিবৃতি। গাজায় প্রায় ২১ মাস ধরে যুদ্ধ চলার পর বিবৃতি এলো। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ