দিল্লির শাহিনবাগের আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের মাথাব্যথা ছিলই। শনিবার রাত থেকে তার সঙ্গে যোগ হলো উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকা। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলেন নারীরা। প্রতিবাদীদের বুঝিয়ে রাস্তা খোলার চেষ্টা হলেও কোনো ফল হয়নি।
এবার জাফরাবাদে সিএএবিরোধী ধরনা, সংঘর্ষ
কালের কণ্ঠ ডেস্ক

গতকাল বিকেলে সিএএবিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা পায় জাফরাবাদ এলাকা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ।
সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি মামলায় রায় দিয়েছেন, সরকারি চাকরি ও পদোন্নতিতে তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ দিতে বাধ্য নয় সরকার। সেই রায়ের প্রতিবাদে গতকাল রবিবার দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনের ডাক দিয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। সেই আন্দোলনকেও সমর্থন করেছেন এই নারীরা। ফলে আন্দোলন আরো জোরদার হওয়ার আশঙ্ক দেখা দিয়েছে।
শনিবার সিএএর প্রতিবাদে এবং এই আইন প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধরনায় বসে পড়েন ২০০-এরও বেশি নারী প্রতিবাদকারী। তাঁদের বেশির ভাগের হাতে ছিল জাতীয় পতাকা। সঙ্গে চলেছে ‘আজাদি’র স্লোগান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেন পদস্থ পুলিশ কর্তারা। প্রতিবাদী নারীদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা।
গতকাল সকালে ফের দিল্লি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পদস্থ পুলিশ কর্তা বেদ প্রকাশ সূর্য বলেন, ‘আমরা প্রতিবাদীদের সঙ্গে কথা বলছি, যাতে তাঁরা আন্দোলন তুলে নিয়ে এলাকা ছেড়ে দেন। এভাবে মূল রাস্তা আটকে প্রতিবাদ করা যায় না। আধাসেনাকেও ডেকে পাঠানো হয়েছে।’
সিএএ-এনআরসির প্রতিবাদে প্রায় ৭০ দিন ধরে শাহিনবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নারীরা। এই আন্দোলন নিয়ে একটি মামলায় কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, প্রতিবাদ করা মৌলিক অধিকার, কিন্তু রাস্তা আটকে প্রতিবাদ করা যায় না। বিচারপতিরা বলেছিলেন, ‘সবাই যদি এভাবে রাস্তায় বসে পড়েন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।’ শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অন্য কোনো জায়গায় আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই আইনজীবীকে মধ্যস্থতাকারীকেও নিয়োগ করে দেন শীর্ষ আদালত। তাঁরা শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতে অবশ্য একটি রাস্তা ব্যবহারের জন্য খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে প্রায় একইভাবে রাস্তা আটকে জাফরাবাদেও আন্দোলন শুরু হওয়ায় উদ্বেগ বেড়েছে পুলিশ-প্রশাসনে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা


গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ‘হতবাক’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হতবাক’ হয়ে পড়েছিলেন।

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা
কালের কণ্ঠ ডেস্ক

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

সংক্ষিপ্ত
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের
কালের কণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।